01/10/2025
ইংরেজি সাহিত্যে একটা টার্ম আছে 'প্যারাডক্স' (Paradox), যা একই সাথে পরস্পরবিরোধী দুটি চিন্তা/ অবস্থাকে বুঝায় এবং শেষে একটি গভীর ভাবার্থ দেয়। প্যারাডক্সের নমুনা মনে রাখার জন্যে সবচেয়ে সহজ একটি উদাহরণ মনে রাখি আমি, 'I am here, but I am nowhere'. এটা প্যারাডক্স, কারণ এটা বুঝায় যে আমি হয়ত শারীরিকভাবে উপস্থিত আছি কিন্তু আমার মন রয়েছে অন্যকোথাও।
এরকম আরো দেখা যায় আমাদের জীবনেই-
যেমন ধরুন➤
আশেপাশে কেউ সাফল্য লাভ করছে কিন্তু তার মত আপনি হয়ত সাফল্য পান নি। আপনি সাফল্যমণ্ডিত 'ক্ষমতাধর' মানুষটির সাথে প্রয়োজনের জন্যে 'ভাল সম্পর্ক' রাখতে সামনে খুব ভাল ব্যবহার করবেন কিন্তু একইসাথে তাকে মারাত্মক হিংসা করে নিচু কোন গালি দিতেও বাধবে না আপনার।
যে 'ব্যবহার'টা অন্যের সাথে করছেন, সেটা আপনার নিজের সাথে অন্যকেউ করলে তাকে যাচ্ছেতাই মানুষ ভেবে দোষারোপ করতে থাকবেন।
মানবজীবন আসলে লক্ষ কোটি প্যারাডক্সে ভরা। যতই খুঁজবেন পাগলের মত লাগবে। আর এমনিতে নিজেদের অজান্তেই প্যারাডক্সের সমুদ্রে বাস করতে করতে আমাদের নার্ভ গুলি হয়ত অসাড় হয়ে আসে, নরমালি এসব মেনে নিয়ে বলি 'It's the work of human mind after all.'