Moments We Make

Moments We Make Two Souls, One Journey. Stay with us.

01/10/2025

ইংরেজি সাহিত্যে একটা টার্ম আছে 'প্যারাডক্স' (Paradox), যা একই সাথে পরস্পরবিরোধী দুটি চিন্তা/ অবস্থাকে বুঝায় এবং শেষে একটি গভীর ভাবার্থ দেয়। প্যারাডক্সের নমুনা মনে রাখার জন্যে সবচেয়ে সহজ একটি উদাহরণ মনে রাখি আমি, 'I am here, but I am nowhere'. এটা প্যারাডক্স, কারণ এটা বুঝায় যে আমি হয়ত শারীরিকভাবে উপস্থিত আছি কিন্তু আমার মন রয়েছে অন্যকোথাও।

এরকম আরো দেখা যায় আমাদের জীবনেই-
যেমন ধরুন➤

আশেপাশে কেউ সাফল্য লাভ করছে কিন্তু তার মত আপনি হয়ত সাফল্য পান নি। আপনি সাফল্যমণ্ডিত 'ক্ষমতাধর' মানুষটির সাথে প্রয়োজনের জন্যে 'ভাল সম্পর্ক' রাখতে সামনে খুব ভাল ব্যবহার করবেন কিন্তু একইসাথে তাকে মারাত্মক হিংসা করে নিচু কোন গালি দিতেও বাধবে না আপনার।

যে 'ব্যবহার'টা অন্যের সাথে করছেন, সেটা আপনার নিজের সাথে অন্যকেউ করলে তাকে যাচ্ছেতাই মানুষ ভেবে দোষারোপ করতে থাকবেন।

মানবজীবন আসলে লক্ষ কোটি প্যারাডক্সে ভরা। যতই খুঁজবেন পাগলের মত লাগবে। আর এমনিতে নিজেদের অজান্তেই প্যারাডক্সের সমুদ্রে বাস করতে করতে আমাদের নার্ভ গুলি হয়ত অসাড় হয়ে আসে, নরমালি এসব মেনে নিয়ে বলি 'It's the work of human mind after all.'

আপু মিস ইউ ইকরা😥
01/10/2025

আপু মিস ইউ ইকরা😥

21/09/2025

পৃথিবীতে দুঃখ-কষ্ট ও চোখের জলের পরিমাণ সব সময় স্থির থাকে।
যখন একজন মানুষ হাসে বা তার কষ্ট কমে যায়,তখন অন্য কোথাও অন্য কেউ কাঁদতে শুরু করে।

19/09/2025

রক্তকমলে রক্তগরম তার উপর ম্যাডাম কানের দুল টাও খুলে নিলো,৩১২ নাম্বার রুমের টেবিলের উপর কানের দুলটা পড়ে আছে। এরকম প্রশ্ন দেখে জ্ঞান হারানো স্বাভাবিক তাই বলে ম্যাডাম মনে করাই দিবে না। কানের দুল কানে থাকলে কি সমস্যা হতো???
আমার কানের দুল আমি ফেরত চাই🙏🙏🙏

18/09/2025

আগামীকাল যা হবে দেখা যাবে আর টেনশন কইরেন না সবাই ঘুমান।


17/09/2025

Don’t like anything, i am bored.

15/09/2025

উত্তরবঙ্গের প্রধান সেতু।
গানের কন্ঠ Naeem Haque

14/09/2025

পছন্দের একজন গুণী শিল্পী।

গতকাল ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম গুণী সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন মৃত্যুবরণ করেছেন। তিনি লালন সঙ্গীতের জন্যে বিশেষ জনপ্রিয় ছিলেন। তানভীর মোকাম্মেলের “অচিন পাখী” প্রামাণ্যচিত্রের জন্যে গৃহীত ফরিদা পারভীনের সাক্ষাৎকার। ফরিদা পারভীন তানভীর মোকাম্মেলের “লালন” ছবিটার জন্যেও গান গেয়েছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

14/09/2025

এরকম নো মেকাপ লুক আমিও ক্রিয়েট করতে চাই🙃

Address

Kushtia
Khulna

Telephone

+8801791060357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments We Make posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moments We Make:

Share

Category