শূন্যের দরজা,

শূন্যের দরজা, alhamdulillah everything � my got Allah ���

09/07/2025

Lotorpotor, 🤭

চাচা আপনি থাকেন সুখে,,আগুন জলুক ভাতিজাদের বুকে, 💥💣
03/07/2025

চাচা আপনি থাকেন সুখে,,
আগুন জলুক ভাতিজাদের বুকে, 💥💣

কি করলাম জীবনে, 🤔
21/06/2025

কি করলাম জীবনে, 🤔

Villain LyricsHighway (Band) আমি এক ভিলেনসে ভালোবাসেনি আমায়,আমি হেরে গেছি জীবন জুয়ায়কারন আমি ভিলেন।আমি এক ভিলেনআজ স্বপ্ন...
18/06/2025

Villain Lyrics
Highway (Band)

আমি এক ভিলেন
সে ভালোবাসেনি আমায়,
আমি হেরে গেছি জীবন জুয়ায়
কারন আমি ভিলেন।

আমি এক ভিলেন
আজ স্বপ্ন দেখিনা বহুদিন,
কেউ আপন হয়না আমার
কারন আমি ভিলেন।

আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না
আমি ভিলেন।
আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না
আমি ভিলেন।।

দেখছো সবাই জীবন নাটক
মঞ্চে আমি একাই আমার,
অভিনয়ের সাক্ষী ছায়া মুখ।
তোমরা যখন উৎসবে বিভোর
দেখোনা কেউ তার আড়ালে,
স্বপ্ন ভাঙ্গা নষ্ট দুটি চোখ।
গল্প শেষে আমি নিথর
সবার চোখে ঝরুক খুশির কান্না।

আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না
আমি ভিলেন।
আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না
আমি ভিলেন।

আমি এক ভিলেন
আমাকে জানতে চাওয়াই বারণ,
আমার নেই কোন মান-অভিমান
কারন আমি ভিলেন।

আমি এক ভিলেন
আমাকে স্পর্শ করা বারণ,
আমি একাই আমার অনুপ্রেরণা
কারন আমি ভিলেন।।

মহোমায়ায় কী আসে যায়
দেখেছি অনেক আপন নেয়নি খোঁজ,
তোমরা যাকে কষ্ট বলো
আমি বলি সব হারানো,
নিঃস্ব কারো গায়ের শেষটুকরো চাদর।

পৃথিবীটা অনেক রঙীন যদি থাকে
রঙিন একটা স্বপ্ন মাখা অক্ষত দুটি চোখ,
স্বপ্ন কবে হারিয়ে গেছে
রক্তে আমার মিশে গেছে,
কালো কালো আঘাতের কণা।

দুঃখ দিয়ে আকাশ আমার
করেছি আমি শত রঙে রঙীন ..

আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না
আমি ভিলেন।
আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না
আমি ভিলেন।
আমি পান করি,
ভাঙ্গা স্বরে গান করি,
আমার স্বপ্নের নেই কোনো ছায়া
কারণ আমি ভিলেন।

Edit করে কেউ পারলে শার্টের বাটন টা খুলে দেখান,দেখি কে কত বড় Editor হইছেন,👈☺️
30/05/2025

Edit করে কেউ পারলে শার্টের বাটন টা খুলে দেখান,
দেখি কে কত বড় Editor হইছেন,👈☺️

- প্রেমিক প্রেমিকা - মানুষ মানুষকে ধ্বংস করুককেউ কাউকে ভালো না বাসুকএকে অপরের ঘৃণায় মরুক শুধু তোমার প্রেমে আমার হৃদয় ভাস...
29/05/2025

- প্রেমিক প্রেমিকা -

মানুষ মানুষকে ধ্বংস করুক
কেউ কাউকে ভালো না বাসুক
একে অপরের ঘৃণায় মরুক
শুধু তোমার প্রেমে আমার হৃদয় ভাসুক

আর কিছুই আমার লাগবে না
আর কিছুই কখনো চাই না
মানুষের কাছে তো কিচ্ছুই না
আমার শুধু তোমাকেই চাওয়া

একটাই ভয় তুমিও মানুষ
আগুন লেগে ওড়া ফানুশ
পোড়ায় না শেষে তোমার আগুন
পুড়বো তবু মানুষ না জানুক

ফেলে এসেছি আমার মানুষ স্মৃতি
ময়ূর আমি অরণ্যের রঙিন অতিথি
ময়ুরী হবে তুমি আমার এই প্রতিতী
আমাদের প্রেমে পৃথিবী পাবে যে গতি

প্রেমে প্রেমে আমরা যাবো সেইখানে
যেখানে কিছু নেই আর মানুষ বলে
শুন্যতা জেগেছিলো যে প্রেমের গানে
সে শুন্যে মেলাবো শুধু তোমার পানে

মানুষের কিছুই চাই না তোমাকে ছাড়া
তাই তোমাকে পাওয়ার এত যে তাড়া
আমার প্রেমের ডাকে তাই দাও সাড়া
মানুষ নই আমরা হবো শুধু প্রেমিক প্রেমিকা।

(N M...)

। অভাব কাকে বলে ? 😢😢😥অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো, অভাব কাকে বলে...
28/05/2025

। অভাব কাকে বলে ? 😢😢😥

অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?
-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।
-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?
ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...
ছেলেটি এবার বলতে শুরু করল।
১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন, 😔
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।🙂
২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।
৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।
৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।
৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।
৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।
৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....
পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!
স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।🥰❤️
বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!
এটাই বাস্তবতা।

(ছোট গল্প)

বছর কয়েক আগে,🥰মামু ভাগ্নে এক সাথে, 🙂💖💝
27/05/2025

বছর কয়েক আগে,🥰
মামু ভাগ্নে এক সাথে, 🙂💖💝

এই ছবির ইনকাম দিয়ে আপাকে জাবিন করানো হবে,!!
26/05/2025

এই ছবির ইনকাম দিয়ে আপাকে
জাবিন করানো হবে,!!

     কোথাও যানি একটা লেখা পড়েছিলাম, তোমাকে একজন পেয়েছে মানে আরেক জন কি বিমর্ষ ভাবে তোমাকে হারিয়েছে,!!লেখাটা খুব ছোট কিন্...
13/05/2025





কোথাও যানি একটা লেখা পড়েছিলাম,
তোমাকে একজন পেয়েছে মানে আরেক জন
কি বিমর্ষ ভাবে তোমাকে হারিয়েছে,!!

লেখাটা খুব ছোট কিন্তু পৃথীবি সমান
বিশাল কথাটার গভীরতা,!!

কেউ একজন দিনের পর দিন,মাসের পর মাস,
বছরের পর বছর কাউকে নিজের করে
পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে!!

অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া,
সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো।

সে জানেও না সে যাকে নিজের করে পেলো,
তাকে পেতে একজন কত শত দিন ক্ষুদার্থ
ভিক্ষুকের মতো দুয়ারে দঁরিয়ে ছিলো,!!

কিন্তু সে তাকে পেলো না, নিজের করতে পারলো না। কি বিমর্ষ বিষয়, কি ভিষণ ব্যথা দায়ক.!!
(সংক্ষিপ্ত.....)

সবশেষ আমি Aether Hasan, ভাইয়ের মতো
মেনে নিলাম (সে ভালোবাসেনি আমায়)🖤

06/05/2025

বার্সেলোনা কি পারবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলতে,? নাকি রিয়াল মাদ্রিদের দেখানো পথে হাঁটবে বার্সা,⚽🥹🙂

আমার ও,🤭🤗
05/05/2025

আমার ও,🤭🤗

Address

Khulna

Telephone

+8801317382610

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্যের দরজা, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share