RJ Media Agency

RJ Media Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RJ Media Agency, Social Media Agency, Chuadanga, Khulna.

দ্বীনদার ছেলে বিয়ে করতে চান?  প্রকৃত দ্বীনদার ছেলে সহ্য করতে পারবেন তো? দ্বীনদার ছেলে মানে আল্লাহর প্রিয়,আল্লাহর প্রিয় ম...
14/07/2024

দ্বীনদার ছেলে বিয়ে করতে চান?
প্রকৃত দ্বীনদার ছেলে সহ্য করতে পারবেন তো? দ্বীনদার ছেলে মানে আল্লাহর প্রিয়,আল্লাহর প্রিয় মানে পরিক্ষা বেশি, পরিক্ষা বেশি মানে কষ্ট বেশি তাই প্রকৃত দ্বীনদার ছেলে বিয়ে করার আগে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত ও উপযুক্ত করে তুলুন ।
ইনশাআল্লাহ,,আলহামদুলিল্লাহ!
#ইসলামিক

08/07/2024
07/07/2024

️মেয়েটি দেখছিলো অন্যদের মেকআপ ঠিক করতে‚ ছোট পোশাক পড়তে‚ খোলা চুলে অন্য‌ পুরুষের মনোযোগ কেড়ে নিতে!

অতঃপর সে দূর আসমানের দিকে তাকিয়ে বলে-

হে আল্লাহ! আপনাকে খুশি করার জন্য আমি আমার ইচ্ছাকে উৎসর্গ করছি। আপনার আনুগত্যে আমি নিজেকে আবৃত করেছি! আপনার বাণী আমি শুনেছি এবং মেনে চলছি, শুধুমাত্র একটি কারণে যেন মৃত্যুর সময় আপনি আমাকে বলেন-

হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে!
__(সুরা’ ফজর: ২৭-৩০) 🌸
(Alhamdulillah)
#ইসলামিক

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল!১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।২. ...
30/06/2024

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫ টি কৌশল!

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।
২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।
৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।
৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।
৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।
৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।
৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।
৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।
৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।
১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।
১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।
১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷
১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।
১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।
মহান আল্লাহ তা‘আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক,আমীন ৷
- সংগৃহীত

আল্লাহর কাছে ফিরে আসার জন্য  খুব জমকালো আয়োজনের দরকার হয় না, কেবল আন্তরিক তাওবাআর চোখের পানিই যথেষ্ট
30/06/2024

আল্লাহর কাছে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের দরকার হয় না, কেবল আন্তরিক তাওবা

আর চোখের পানিই যথেষ্ট

Address

Chuadanga
Khulna
7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ Media Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share