Rayhan Kobir Regan

Rayhan Kobir Regan “Difficult roads always lead to beautiful destinations.”

কবিতা...

07/07/2025

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?

পৃথিবীতে সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা।অথচ এই সমাজ সর্বদা সন্তান কে অপরাধী বানায়। বাবা মায়ের বয়স হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই ১০০% সত্য।তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাইনা।সাইলেন্ট ট্রিটমেন্ট , ভার্বাল এ‍্যাবইউজমেন্ট বাজে ব‍্যবহার , ইমোশনালি হ‍্যারেজ হচ্ছেন , মাইন্ড গেইম এসব কিছুর মধ‍্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করলেই আপনি খারাপ।
বাবা মা খুব ভাল করে জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামোদ করে চলতে হয়।মানুষ ৬০ বছর বয়সে বুঝতে পারে জীবনে সত্যিকারে সম্পর্ক কোনটা ছিল।সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পারে।হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করোনা আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে।অনেক সময় এক সন্তান কে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমোক সন্তান এটা করে ওটা করে। এই সেই বহু সুনাম।আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধা করেনা। মানে তাকে অন্যের থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে।আর সেই মানুষটা নিরবে এগুলো সয্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে।
যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী।প্রতিবাদ করলেই তুমি খারাপ।
আল্লাহাতালার পরেই পৃথিবীতে মা বাবার সার্পোট নিয়ে সন্তান পথচলে।বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসেনা।দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজেটিভ পারসন নয় , সে হিপোক্রেট।

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক ভালোবাসার, একে অপরের বোঝার মত একজন মানুষ। বাকি সব মিথ্যা।যে একজন সঠিক মানুষ পাইনা তার কপাল পোড়া।যে জীবনে সঠিক মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ,পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রয়োজন হয়না।

কবিতা.....Rayhan Kobir Regan

08/04/2025

আল্লাহ ওদের দুজনের ক্ষমা করে দাও,,,,, সব শাস্তি আমাকে দাও আল্লাহ।
জানিনা আল্লাহ কেন এমনটা করল।আমার ভুলের শাস্তি কেন নিষ্পাপ দুইজনকে দিলেন। আল্লাহ ওই দুজনের তো কোন দোষ ছিল না। আল্লাহ ওদের ক্ষমা করে সব ভুলের শাস্তি আমাকে দাও,তবুও ওদেরকে ক্ষমা করে দাও।

আল্লাহ তুমি ক্ষমা করে দাও।

*আল্লাহ জানিনা এমনটা কেন হলো,জীবনের সব চেয়ে দামী জিনিস দিয়েছিল।

*অনেক স্বপ্ন দেখেছিলাম,আবার সেই স্বপ্ন নিজের চোখের সামনে ধ্বংস হতেও দেখলাম।

*জানিনা কোন ভুলের কারণে,আবার সেটা হারাতে হল।

আল্লাহ ক্ষমা করে দিও।

আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন.............. আমিন...............

কবিতা.......

30/03/2025

প্রিয় মানুষের কথা,
আমরা যখন মিলেমিশে একসাথে সুখে থাকি তখন প্রতিটা মুহূর্ত ঈদের মতো আনন্দ লাগে।

কবিতা......

19/03/2025

প্রেমিক হতে চাই না, আমি হতে চাই তোমার বাবার অবর্তমানের যত্নের আধারি..!

কবিতা...

17/03/2025

প্রতিটি মেয়ে চায় তার বাবার মতো যত্নশীল একজন জীবনসঙ্গী তার লাইফে আসুক।

আর আমি তোমার বাবার মত যত্নশীল হয়ে তোমাকে ভালোবাসবো।
তুমি আমার হয়ে এসো না।
আল্লাহর কাছে শুধু তোমাকেই চাই।

কবিতা....

14/02/2025

আদম (আঃ) যেমন হাওয়া (আঃ) কে ছাড়া অসম্পূর্ণ ছিলো, তেমনি তুমি ছাড়াও আমি অসম্পূর্ণ। তোমাতেই আমি কিংবা আমাতেই তোমার পরিপূর্ণতা।

কবিতা...

24/12/2024

তোমাকে বলতে ইচ্ছে করে...
সারাদিনে তোমাকে কতো'শতো বার কতো রকম ভাবে মনে পড়ে আমার.........!

কবিতা......

18/12/2024

তুমি সুন্দর কিনা জানি না।

তবে এটুকু জানি যে, তোমারে দেখলে আমার আদ্ভুত একটা মায়া লাগে, শান্তি লাগে। এটা খুবই ভিন্ন রকমের এক অনুভূতি। যেই অনুভূতি দুনিয়ার আর কারো চেহারায় আমি খুঁজে পাই না।

কবিতা........

24/11/2024

তোমার কথা বলার অনেক মানুষ আছে,কিন্তু আমার তুমি ছাড়া আর কেউ নাই.....।

আবার যদি তোমার কাছে শোনা হয়, তাহলে বল না আমি কথা বলি না..........।

অথচ আমি সবে জেনেও,না জানার মতো করে থাকি......।

সুন্দর একটা সময় এর অপেক্ষায়, যেদিন আর কোন দেওয়াল থাকবে না.....।

কবিতা.........|

28/09/2024

জানিনা আল্লাহ কেন এমনটা করল।আমার ভুলের শাস্তি কেন নিষ্পাপ দুইজনকে দিলেন। আল্লাহ ওই দুজনের তো কোন দোষ ছিল না। আল্লাহ ওদের ক্ষমা করে সব ভুলের শাস্তি আমাকে দাও,তবুও ওদেরকে ক্ষমা করে দাও।

আল্লাহ তুমি ক্ষমা করে দাও।

*আল্লাহ জানিনা এমনটা কেন হলো,জীবনের সব চেয়ে দামী জিনিস দিয়েছিল।

*অনেক স্বপ্ন দেখেছিলাম,আবার সেই স্বপ্ন নিজের চোখের সামনে ধ্বংস হতেও দেখলাম।

*জানিনা কোন ভুলের কারণে,আবার সেটা হারাতে হল।

আল্লাহ ক্ষমা করে দিও।

আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন.............. আমিন...............

কবিতা.....

অতীত না ঘেঁটে নিজের মতো করে মানিয়ে নেওয়াটাই ভালোবাসা।.....................
08/05/2024

অতীত না ঘেঁটে নিজের মতো করে মানিয়ে নেওয়াটাই ভালোবাসা।.....................

06/05/2024

*আল্লাহ জানিনা এমনটা কেন হলো,জীবনের সব চেয়ে দামী জিনিস দিয়েছিল।

*অনেক স্বপ্ন দেখেছিলাম,আবার সেই স্বপ্ন নিজের চোখের সামনে ধ্বংস হতেও দেখলাম।

*জানিনা কোন ভুলের কারণে,আবার সেটা হারাতে হল।

আল্লাহ ক্ষমা করে দিও।

আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন.............. আমিন...............

Address

Mirpur
Khulna
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan Kobir Regan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share