28/09/2025
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং ব্র্যাকনেট লিমিটেড-এর মধ্যে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বব্যাংক অর্থায়িত উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসহ দেশের মোট আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ে আধুনিক নেটওয়ার্ক ও ক্লাউড-ভিত্তিক ওয়াই-ফাই অবকাঠামো স্থাপন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ (২৮ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো স্থাপন কার্যক্রম শুরুর লক্ষ্যে ব্র্যাকনেট লিমিটেড-এর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শাহজাহান আলী, প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামানসহ আইসিটি সেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্র্যাকনেট লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও সাইয়েদ আহমেদ, জেনারেল ম্যানেজার ও প্রধান পরিচালন কর্মকর্তা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুহা. মুকাররাম হুসাইন, পাশাপাশি কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। বৈঠকে HEAT প্রকল্পের আওতায় নেটওয়ার্ক স্থাপনের পাশাপাশি ব্র্যাকনেট-এর
বিশ্বমানের স্মার্ট ক্যাম্পাস সল্যুশন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
খুব শিগগিরই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে। এর ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮টি আবাসিক হলের প্রতিটি কক্ষ, হল অফিস এবং ডাইনিং এরিয়া, কমন রুম, খেলার মাঠ ও শিক্ষার্থীদের ব্যবহারের অন্যান্য সুবিধা এলাকা আধুনিক নেটওয়ার্ক অবকাঠামোর আওতায় আসবে। এ অবকাঠামো স্থাপন করবে ব্র্যাকনেট লিমিটেড, HEAT প্রকল্প অফিস ও BdREN-এর সহযোগিতায়।
এই যৌথ উদ্যোগ ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।
****
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited by: ড. আমানুর আমান/