23/08/2025
🌴 সুন্দরবন (করমজল) ভ্রমণ প্ল্যান 🔥🔥
💰 খরচের হিসাব (প্রতি ব্যক্তি)
ধাপ / খরচের জায়গা ভাড়া (টাকা)
ফুলবাড়িগেট → ফুলতলা (সিএনজি) 30 টাকা
ফুলতলা → মংলা (ট্রেন) 45 টাকা
মংলা → ঘাট (ভ্যান) 10 টাকা
খাওয়া-দাওয়া 150 টাকা
বোট ভাড়া (ঘাট ↔ করমজল, ৭ জনে ভাগে) 220 টাকা
মংলা → সোনাডাঙা (বাস) 110 টাকা
সোনাডাঙা → ফুলবাড়িগেট (সিএনজি) 35 টাকা
মোট খরচ (প্রতি ব্যক্তি) 600 টাকা
-----
📌 ভ্রমণ গাইডলাইন
1. রওনা দেওয়া (সকাল)
সকালে ফুলবাড়িগেট থেকে সিএনজি নিয়ে ফুলতলা স্টেশনে যান।
ট্রেনের টিকেট স্টেশন থেকে কেটে ট্রেনে করে মংলা পৌঁছান।
মংলা যাওয়ার ট্রেন একটাই ছাড়ে সপ্তাহে প্রতিদিন। দিনে একবার। (মঙ্গলবার বাদে) সেটা ১১: টায় ফুলতলা থেকে ছাড়বে। সাধারনত দেরি হয়, ১২ টাও বাজতে পারে ফুলতলা আসতে।
ট্রেনের যাত্রা উপভোগ করুন, কারণ ট্রেনেমরুপসা রেলব্রীজ দিয়ে যাওয়ার দৃশ্য মনোমুগ্ধকর। আর যাওয়ার সময় অসংখ্য ছোট-বড় বিল দেখতে পারবেন। 🤯, দূর হতে দেখতে পারবেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রও।
2. মংলা থেকে ঘাট
মংলা স্টেশনে থেকে ১০ টাকা করে ভ্যানে করে ঘাটে যান।
3. খাওয়া-দাওয়া
দুপুরে মংলা ঘাটে খাওয়া-দাওয়া করতে পারেন।
সাথে শুকনো খাবার বা পানি কিনে রাখুন, বোটে বা হাটার পর ক্ষুধা লাগতে পারে।
4. বোট ভাড়া
আউটে গেলে ভাড়া কম করে মিটানো যায় কিন্তু ওইখানে সিন্ডিকেট থাকে, তাই ঝামেলা এড়াতে চাইলে সিরিয়ালের বোটে যান ( এতে হয়তো ১৩০০ টাকার জায়গায় ১৫০০ টাকা বোট ভাড়ায় লাগবে এই যা)
5. ফেরার প্ল্যান (বিকেল/সন্ধ্যা)
করমজল ঘুরে এসে মংলা ফেরত আসুন।
মংলা বাসস্ট্যান্ড থেকে বাসে সোনাডাঙা যান। স্বভাবতই হাইফাই বাস পাবেন না, তবে রাস্তা ভালো, সমস্যা হবে না।
সোনাডাঙা নেমে সিএনজি নিয়ে ফুলবাড়িগেট ফিরে আসুন।
6. কিছু পরামর্শ:
লাইফ জ্যাকেট ব্যবহার করুন (নৌকা ভ্রমণের জন্য নিরাপদ)।
ক্যামেরা/পাওয়ার ব্যাংক সাথে রাখুন।
গ্রুপে গেলে খরচ অনেক কমে যাবে।