The Neutral TV

The Neutral TV We will make the KUET great again

ফুলবাড়িগেট টু শিববাড়ি শাটল ট্রেন চাই। 🔥💥
18/09/2025

ফুলবাড়িগেট টু শিববাড়ি শাটল ট্রেন চাই। 🔥💥

ভার্সিটি মানেই চিল আর চিল 💥
07/09/2025

ভার্সিটি মানেই চিল আর চিল 💥

কুয়েট সাংবাদিক সমিতিতে পদ না পাওয়ায় নিউট্রাল টিভির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন। 😤
05/09/2025

কুয়েট সাংবাদিক সমিতিতে পদ না পাওয়ায় নিউট্রাল টিভির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন। 😤

বাণীতে - জনৈক ব্যাক্তি
04/09/2025

বাণীতে - জনৈক ব্যাক্তি

অবশেষে মাউন্ট এভারেস্টের চূড়া কি কুয়েট থেকে কী আসলে দেখা যায়?
03/09/2025

অবশেষে মাউন্ট এভারেস্টের চূড়া কি কুয়েট থেকে কী আসলে দেখা যায়?

ইন্টারে ফিজিক্স, ম্যাথ ভালো লাগতো 🥰।  মুখস্থ করতে ভালো লাগত না। ইঞ্জিনিয়ারিং পড়ব। বুঝে বুঝে পড়ব আর প্রবলেম সলভ করবো । ইঞ...
31/08/2025

ইন্টারে ফিজিক্স, ম্যাথ ভালো লাগতো 🥰। মুখস্থ করতে ভালো লাগত না।

ইঞ্জিনিয়ারিং পড়ব। বুঝে বুঝে পড়ব আর প্রবলেম সলভ করবো । ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা তো আমার জন্যই। ওমা!!! ভার্সিটিতে উঠে দেখি, সম্পর্ক বদলে গেলো.........🎵🎵

আগামীকাল ৩ দফা দাবিতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে কুয়েট (DSW) কর্তৃপক্ষ।
26/08/2025

আগামীকাল ৩ দফা দাবিতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে কুয়েট (DSW) কর্তৃপক্ষ।

🌴 সুন্দরবন (করমজল) ভ্রমণ প্ল্যান 🔥🔥💰 খরচের হিসাব (প্রতি ব্যক্তি)ধাপ / খরচের জায়গা ভাড়া (টাকা)ফুলবাড়িগেট → ফুলতলা (সিএনজি...
23/08/2025

🌴 সুন্দরবন (করমজল) ভ্রমণ প্ল্যান 🔥🔥

💰 খরচের হিসাব (প্রতি ব্যক্তি)

ধাপ / খরচের জায়গা ভাড়া (টাকা)

ফুলবাড়িগেট → ফুলতলা (সিএনজি) 30 টাকা
ফুলতলা → মংলা (ট্রেন) 45 টাকা
মংলা → ঘাট (ভ্যান) 10 টাকা
খাওয়া-দাওয়া 150 টাকা
বোট ভাড়া (ঘাট ↔ করমজল, ৭ জনে ভাগে) 220 টাকা
মংলা → সোনাডাঙা (বাস) 110 টাকা
সোনাডাঙা → ফুলবাড়িগেট (সিএনজি) 35 টাকা
মোট খরচ (প্রতি ব্যক্তি) 600 টাকা

-----

📌 ভ্রমণ গাইডলাইন

1. রওনা দেওয়া (সকাল)

সকালে ফুলবাড়িগেট থেকে সিএনজি নিয়ে ফুলতলা স্টেশনে যান।

ট্রেনের টিকেট স্টেশন থেকে কেটে ট্রেনে করে মংলা পৌঁছান।

মংলা যাওয়ার ট্রেন একটাই ছাড়ে সপ্তাহে প্রতিদিন। দিনে একবার। (মঙ্গলবার বাদে) সেটা ১১: টায় ফুলতলা থেকে ছাড়বে। সাধারনত দেরি হয়, ১২ টাও বাজতে পারে ফুলতলা আসতে।

ট্রেনের যাত্রা উপভোগ করুন, কারণ ট্রেনেমরুপসা রেলব্রীজ দিয়ে যাওয়ার দৃশ্য মনোমুগ্ধকর। আর যাওয়ার সময় অসংখ্য ছোট-বড় বিল দেখতে পারবেন। 🤯, দূর হতে দেখতে পারবেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রও।

2. মংলা থেকে ঘাট

মংলা স্টেশনে থেকে ১০ টাকা করে ভ্যানে করে ঘাটে যান।

3. খাওয়া-দাওয়া

দুপুরে মংলা ঘাটে খাওয়া-দাওয়া করতে পারেন।
সাথে শুকনো খাবার বা পানি কিনে রাখুন, বোটে বা হাটার পর ক্ষুধা লাগতে পারে।

4. বোট ভাড়া

আউটে গেলে ভাড়া কম করে মিটানো যায় কিন্তু ওইখানে সিন্ডিকেট থাকে, তাই ঝামেলা এড়াতে চাইলে সিরিয়ালের বোটে যান ( এতে হয়তো ১৩০০ টাকার জায়গায় ১৫০০ টাকা বোট ভাড়ায় লাগবে এই যা)

5. ফেরার প্ল্যান (বিকেল/সন্ধ্যা)

করমজল ঘুরে এসে মংলা ফেরত আসুন।

মংলা বাসস্ট্যান্ড থেকে বাসে সোনাডাঙা যান। স্বভাবতই হাইফাই বাস পাবেন না, তবে রাস্তা ভালো, সমস্যা হবে না।

সোনাডাঙা নেমে সিএনজি নিয়ে ফুলবাড়িগেট ফিরে আসুন।

6. কিছু পরামর্শ:

লাইফ জ্যাকেট ব্যবহার করুন (নৌকা ভ্রমণের জন্য নিরাপদ)।

ক্যামেরা/পাওয়ার ব্যাংক সাথে রাখুন।

গ্রুপে গেলে খরচ অনেক কমে যাবে।

👇👇
19/08/2025

👇👇

পড়াশোনার চাপে 🤯 কুয়েটিয়ানরা কোনটা শাপলা ফুল 🍓আর কোনটা পদ্ম-ফুল সেটাই চিনতে ভুল করে বসেছে। খুলনা ভার্সিটিতে ক্যাফেটেরিয়ার...
18/08/2025

পড়াশোনার চাপে 🤯 কুয়েটিয়ানরা কোনটা শাপলা ফুল 🍓আর কোনটা পদ্ম-ফুল সেটাই চিনতে ভুল করে বসেছে।

খুলনা ভার্সিটিতে ক্যাফেটেরিয়ার পাশে পদ্ম-পুকুর থাকলেও কুয়েটে নেই কোনো পদ্ম পুকুর।

কুয়েটেও পদ্ম-পুকুর বসানোর জন্য জোর দাবি জানাচ্ছি।

ড.এম এ রশীদ হলকে কেনো 🎯 কুয়েটের রাজধানী বলা হয়? ১. এটার লোকেশন কুয়েটের সেন্টারে সেজন্য? ২. অন্যতম প্রাচীন হল বলে? ৩. খাব...
17/08/2025

ড.এম এ রশীদ হলকে কেনো 🎯 কুয়েটের রাজধানী বলা হয়?

১. এটার লোকেশন কুয়েটের সেন্টারে সেজন্য?

২. অন্যতম প্রাচীন হল বলে?

৩. খাবার ভালো বলে?

৪.কোনো কারণ ছাড়াই?

আপনার কি মনে হয়?? 🤔

15/08/2025

কুয়েটের 🔥 পজিটিভ দিকগুলো যা তোমাকে সাহায্য করবে :

১. ঢাকায় যাদের বাসা তাদের জন্য একটা সুবিধা হচ্ছে অন্য যে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে কুয়েট কাছে।

২. একাডেমিক ভবনগুলো খুব বেশি দূরে না যার ফলে এত প্যারা খাওয়া লাগবেনা।

৩. বিকালে সেন্ট্রাল ফিল্ডে ডিপার্টমেন্ট এর বন্ধুরা মিলে খেলাধুলা করতে পারো দলগতভাবে ফুটবল কিনে।

৪. রাতে ক্যাফেটেরিয়ায় খাওয়া-দাওয়া করার ব্যপারটাই আলাদা।

৫.কুয়েটে আছে সমৃদ্ধ জিমনেসিয়াম তুমি ব্যায়াম চর্চা করতে পারো

৬.কুয়েটে রয়েছে নিজস্ব কিছু কালচার এর মধ্যে রোল মেট কালচার অন্যতম। রুমমেট ভাইরা তোমাকে একাডেমিক বিষয়ে হেল্প করবে। এছাড়া গ্রান্ড ট্রেট তো আছেই কম বেশি।

৭.পড়তে পড়তে যখন রাতে ক্লান্ত হয়ে যাবে তখন তখন সব দোকান বন্ধ থাকলেও পকেটের দোকান আর তুবা তুমি খোলা পাবে।

৮.কুয়েটের সেন্ট্রাল মসজিদে এশার নামাজের পরে যে দ্বীনি পরিবেশ পাওয়া যায় সেখানে হেভেনলি ফিল পাওয়া যায়, অনেক ছাত্র- শিক্ষক আমল করেন।

৯.কুয়েটের বাসে ফ্রিতে শহরে যাওয়া আসার সুযোগ তো থাকছেই।

১০.এসডাব্লিউসি তে তুমি খেলতে পারো সেখানে টেবিল টেনিস বা ক্যারাম খেলার ব্যবস্থা আছে।

১১.আর হল গুলোতে মান্থলি ফিস্টে তো তুমি খেয়ে শেষ করতে পারবা না।

১২.তুমি যদি পরিশ্রমি হও তাহলে তুমি টিউশনি করে মান্থলি মোটামোটি ভালোই ইনকাম করতে পারবে তার আগে একাডেমিকে ভালো করার জন্য তোমাকে ভার্সিটির একাডেমিক পড়ালেখার প্যাটার্নটা বুঝতে হবে।

১৩.আর কুয়েটে রয়েছে বিভিন্ন ধরনের ক্লাব যেখানে তুমি একটি বা দুটি ক্লাব করতে পারো।

১৪. রাতে বন্ধুরা মিলে শর্টপিচ ক্রিকেট বা ফুটসাল খেলতে পারবে এস ডব্লিউ সির সামনে অথবা ডিপার্টমেন্ট বিল্ডিং এর সামনে।

১৫. মাঝে মাঝে ট্যুর দেয়ার জন্য বিভিন্ন ট্রাভেলার্স গ্রুপ তো আছেই। ( টাকা-পয়সার অভাব না থাকলে।

১৬.এছাড়া বিকালে ঘুরতে যাওয়ার জন্য ভৈরব বা আইটি পার্কের ওই দিকে যাওয়া যেতে পারে ।

১৭.কুয়েটের ক্যাম্পাস অন্য যে কোন ভার্সিটির ক্যাম্পাসের চেয়ে পরিষ্কার ও খোলামেলা।

১৮.আর সাঁতার কাটার জন্য খাজা হলের পুকুর তো আছেই।

১৯.মাঝে মাঝে ফুলবাড়ি গেট যাওয়া যেতে পারে।

-গুরুজি

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Neutral TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share