Afroja Akter Lipi

Afroja Akter Lipi �তুমি মন থেকে আল্লাহকে স্মরণ কর�
�আল্লাহ তায়ালা তোমার সাথেই থাকবেন �

প্রবাসীর লাশ...একজন কে বলছিলাম,ভাই লাশগুলো  পুড়ে যাবে,উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"কিন...
18/10/2025

প্রবাসীর লাশ...
একজন কে বলছিলাম,ভাই লাশগুলো পুড়ে যাবে,
উনি বললেন,"হুর মিয়া লাশ নিয়ে পইড়া আছেন,জীবিত মানুষ বাচঁতেছে না"
কিন্তু বিশ্বাস করেন,হাজার কোটি টাকার সম্পদের চেয়ে ওই একটি নিথর দেহ আমাকে অস্থির করে তুলছিল। বাক্সবন্দি যে লাশের অপেক্ষায় তার এতিম বাচ্চা,বিধবা স্ত্রী কিংবা পরম প্রিয় মা-বাবা সেই লাশ তারা শেষ বারের মতো ছুঁয়ে দেখতে পারলো না।
নিজের মাতৃভূমির মাটিতে সাড়ে তিন হাত যায়গা সে পেলো না। এর চেয়ে বিষাদের বেদনা আর কি হতে পারে.?
আমার ছোট চাচা বাক্সবন্দি হয়ে এসেছিলেন অনেক বছর হয় অথচ এই বাক্সগুলো দেখলে আমি আঁতকে উঠি।চোখে ভেসে উঠে একটা সোনালি স্বপ্নের সমাধি।তছনছ হয়ে যাওয়া একটা সোনার সংসার।হাজার স্বপ্ন নিয়ে উড়াল দেওয়া এক যোদ্ধার রক্তাক্ত কফিন আমার চোখে ভেসে উঠে।

© Collected

আসলে দেশে হচ্ছেটা কি , লাস্ট ১০ দিনে ৩ জায়গায়🥲💔তারপর...?
18/10/2025

আসলে দেশে হচ্ছেটা কি ,
লাস্ট ১০ দিনে ৩ জায়গায়🥲💔
তারপর...?

কালকে আম্মু আসছে বেড়াতে আমার শ্বশুর বাড়ি।আমি ৮ মাসের প্রেগনেন্ট এইটা দেখে আমার আম্মু সব কাজ কর্ম করছে।কোনো কাজে আমাকে হ...
18/10/2025

কালকে আম্মু আসছে বেড়াতে আমার শ্বশুর বাড়ি।
আমি ৮ মাসের প্রেগনেন্ট এইটা দেখে আমার আম্মু সব কাজ কর্ম করছে।
কোনো কাজে আমাকে হাত দিতে দেই নি।
আমার শ্বাশুরির কাজ গুলোও আমার আম্মু করে দেছে।
অনেক গুলো মাংস রান্না করেছে আম্মু কিন্তু আম্মু কে আমার শ্বাশুরি খেতে দিছে ছোট একটা বাটিতে মাংস উঠিয়ে। তাও ঠিক ছিল আমার শ্বশুর যেই বলল
একজন আসতেছে তার জন্য একটু মাংস উঠিয়ে রাখো।
আমার আম্মু কে যেই মাংস দিছে খেতে ঐটা উঠিয়ে রাখছে ঘরে।
কেমন লাগতে পারে তখন একটু ভেবে দেখেছেন 😅
আমার আম্মু মনে হয় এক পিস মাংস নিছিলো।
তারপর আম্মু কে বললাম আম্মু আমাকে একটু গুড়ো মাছের তরকারি দিয়ে ভাত খাওয়াই দেও।
তখন আমার শ্বাশুরি বলে উঠলো নাটক দেখে গা জ্বালা করে।

আবার ছেলের কাছে বলে আমি ওকে মেয়ের মত দেখি🤧
(শাশুড়ী রা এমনই হয় ছেলের সামনে এক রুপ আর না থাকলে আরেক রুপ🙂
আমি নিজেই প্রমাণ )🖤

আমরা মানুষ হবো কবে💔🥲
18/10/2025

আমরা মানুষ হবো কবে💔🥲

আন্টি তো সেই চালাক 🤔 এক আপুর আম্মু ৬ বাটির সেটের লোভে ৬টা চা পাতির প্যাকেট নিয়ে আসছে।🙂💔আপনাদের কার কার 'মা' এমনটা করে?কা...
18/10/2025

আন্টি তো সেই চালাক 🤔

এক আপুর আম্মু ৬ বাটির সেটের লোভে ৬টা চা পাতির প্যাকেট নিয়ে আসছে।🙂💔

আপনাদের কার কার 'মা' এমনটা করে?

কালেক্টেড🤫

 #আপডেট : আলহামদুলিল্লাহ! অনেক কষ্টে বাচ্চাটার আপডেট পেয়েছি! আনন্দের সংবাদ হচ্ছে বাচ্চাটি এখনো বেচে আছে! দুঃখের সংবাদ হচ...
18/10/2025

#আপডেট : আলহামদুলিল্লাহ! অনেক কষ্টে বাচ্চাটার আপডেট পেয়েছি! আনন্দের সংবাদ হচ্ছে বাচ্চাটি এখনো বেচে আছে! দুঃখের সংবাদ হচ্ছে তারা এখনো বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায়নি!

তার এখনো বেচে থাকা মেডিক্যালীয় মিরাকল বল যায়! আমি রাউজান থেকে রওনা হয়েছি তার পরিবারের সাথে দেখা করার জন্য। আরো বিস্তারিত জানাবো এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ইনশাআল্লাহ!

ডা.মোঃগিয়াসউদ্দীন টিপু স্যারের ওয়াল থেকে সংগ্রহ করা।

অনেক সুন্দর লাগছে
17/10/2025

অনেক সুন্দর লাগছে

😂 আমি সেই পুরনো ধাঁচের বাঙালি রমণী — যিনি গোল্ড ছাড়া নিজেকে সম্পূর্ণ মনে করতাম না!হাতে রিং 💍, কানে দুল 💫, হাতে চুড়ি 🪔, গ...
17/10/2025

😂 আমি সেই পুরনো ধাঁচের বাঙালি রমণী — যিনি গোল্ড ছাড়া নিজেকে সম্পূর্ণ মনে করতাম না!

হাতে রিং 💍, কানে দুল 💫, হাতে চুড়ি 🪔, গলায় চেইন ✨ — সব কিছুতেই ঝলমল করতাম।
পা য়ে পায়েলও ছিল আমার আলাদা ভালোবাসা,
কিন্তু আলহামদুলিল্লাহ, প্রায় ৮ বছর হলো ওটার থেকে রিটায়ার করেছি!
আর কখনো ফিরে যাওয়ারও ইচ্ছে নাই! 😌

কিন্তু সমস্যা শুরু হলো যখন গোল্ডের দাম এমনভাবে দৌড় দিল, মনে হলো “এই বুঝি অলিম্পিকে নামবে!” 🥴
এখন তো অবস্থা এমন — গলায় চেইন পড়লে মনে হয় আমি ব্যাংকের লোন নিচ্ছি! 😅
তাই সব খুলে সসম্মানে লকারে পাঠিয়ে দিয়েছি... যেন ওখানে একটু বিশ্রাম নেয় ওরা! 😂

ভাবছি, এখন থেকে শুধু আগের মেমোরি নিয়েই ঝলমল করব 😌✨
গোল্ড না হোক, গোল্ডেন মুড তো রাখতে পারি, তাই না? 😄

📌ফ্রী প্রমোশনের জন্য অনেকেই যোগাযোগ করেন অনেক রিকোয়েস্ট করেন আমি যেন একটু ফ্রীতে প্রমোশন করে দেই।তবে প্রতি বারের মতোই ম...
17/10/2025

📌ফ্রী প্রমোশনের জন্য অনেকেই যোগাযোগ করেন অনেক রিকোয়েস্ট করেন আমি যেন একটু ফ্রীতে প্রমোশন করে দেই।
তবে প্রতি বারের মতোই মেহেদী বাদে। আমি সবসময়ই নতুন উদ্যোক্তাদের পাশে থাকতে চাই এবং এই মাসে পাঁচটি ফ্রী প্রমোশনের কাজ নেয়া হবে শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য এটা।
ডিটেইলস জানিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ ❤️❤️

এই মেয়ের এইচএসসি পরীক্ষার মাঝেই ডি"ভো"র্স হয়।। পরীক্ষায় পাস করে আবেগে আপ্লুত এই মেয়ে।
17/10/2025

এই মেয়ের এইচএসসি পরীক্ষার মাঝেই ডি"ভো"র্স হয়।। পরীক্ষায় পাস করে আবেগে আপ্লুত এই মেয়ে।

১৪ বছর সংসার করেও তারা একসাথে থাকতে পারল না।ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়া ছিল না।প্রতিদিনই ঝগড়া, অভিমান, নীরবতা—শেষমেশ সে...
17/10/2025

১৪ বছর সংসার করেও তারা একসাথে থাকতে পারল না।
ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়া ছিল না।
প্রতিদিনই ঝগড়া, অভিমান, নীরবতা—শেষমেশ সেই ভালোবাসাই একদিন ক্লান্ত হয়ে পড়ল।

ছেলে একদিন জিজ্ঞেস করেছিল,
“বাবা, মা কেন আর বাসায় আসে না?”
বাবা চুপ করে ছিল।
কী বলবে? বললেই তো বলতে হবে,
“তোমার মা আর আমি একসাথে থাকতে পারি না, কিন্তু এখনো একে অপরকে ভালোবাসি।”
এই কথাটা কোনো ছেলেকে বলা যায় না।

তারা দুজন আলাদা হয়ে গেল।
ছেলেটা রইল বাবার কাছে।
প্রথমদিকে মা ফোন করত, মাঝে মাঝে দেখা করত।
তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগটাও ধীরে ধীরে হারিয়ে গেল।

ছেলেটা তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
একসময় স্কুলে ভালো রেজাল্ট করত, শিক্ষকরা আদর করত।
কিন্তু মা চলে যাওয়ার পর ওর চোখের আলো নিভে গেল।
স্কুলের পরে আর মাঠে খেলতে যেত না,
বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে থাকত—
কখনো জানালার বাইরে তাকিয়ে, কখনো ফাঁকা খাতার পাতায় কিছু লিখে।

বাবা ভেবেছিল, সময়ই হয়তো সব ঠিক করে দেবে।
কিন্তু সে জানত না—সময় কখনো কখনো আরও বেশি ভেঙে দেয়।

বছর দুয়েক পর মা নতুন জীবনে চলে গেল,
বাবাও নতুন সম্পর্কে জড়িয়ে পড়ল।
দুজনেই ভেবেছিল, “জীবন তো চলতেই হবে।” বিবাহ করে স্বামী-স্ত্রী মিলে নতুন সংসার শুরু করেছিল। শুরতে সবকিছু ঠিকটা কি ছিল কিন্তু সময়ের সাথে সাথে ছেলেটি—রাকিবুল—কেমন জানি একাকী হয়ে পড়ল। বাবা-মায়ের কলহে ভরা সেই সংসারে তার স্থান যেন ক্রমেই ছোট হয়ে যাচ্ছিল। একসময় সিদ্ধান্ত হলো, রাকিবুলকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে—দাদির কাছে।
গ্রামে গিয়ে রাকিবুল ভালোই ছিল। পড়াশোনায় মেধাবী, ভদ্র, বিনয়ী—সবাই তাকে ভালোবাসত। দাদিই ছিল তার পৃথিবীর সব। কিন্তু একদিন হঠাৎ দাদি মারা গেলেন। তখনই সে প্রথম বুঝল—যার কেউ নেই, তার জন্য পৃথিবীটা কতটা কঠিন।

দাদির মৃত্যুর পর, গ্রামের সামান্য যে জমিটুকু ছিল, সেটাও চাচারা দখল করে নেয়। ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় রাকিবুলকে। কোনো অভিযোগ না করে, নিঃশব্দে সে গ্রাম ছেড়ে অজানার পথে পা বাড়ায়।

আর ফিরিনি তার বাবা মায়ের কাছে তার নিজ বাড়িতে।
তারপর কেটে যায় দীর্ঘ নয় বছর।
এই নয় বছরে রাকিবুলের জীবন আমূল বদলে যায়। কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করে, এখন সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার রাকিবুল ইসলাম।
অনেক বছর পর সে গ্রামে তার কলেজের একটা অনুষ্ঠানে আসে, দাদির বাড়ি গিয়ে দেখে, তার বাবা এক দুর্ঘটনায় দুই পা হারিয়ে ফেলেছে চার বছর আগে। আগের স্ত্রীও ছেড়ে চলে গেছে, বাবা এখন একা—অসহায়। রাকিবুলের চোখে পানি এসে যায়। কিন্তু মনের ভেতর কোথাও একটা শূন্যতা থেকে যায়—সময়ের নির্মমতা তাকে আর স্বস্তি দেয় না।

ঢাকায় ফিরে আসে রাকিবুল। এরপর কেটে দীর্ঘ এক বছর। একদিন হাসপাতালে জরুরি রোগী আসে—একজন নারী, যার মাথায় জটিল টিউমার ধরা পড়েছে। ডাক্তাররা জানালেন, অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দেশে সম্ভব নয়। বিদেশে নিতে হবে, তবুও রোগী বাঁচবে কি না বলা যায় না।

কিন্তু সেই নারী জানালেন—তার স্বামী মারা গেছে বহু বছর আগে, দুই সন্তান নিয়ে সে কোথাও যেতে পারবে না। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর, অবশেষে সে পৃথিবী ছেড়ে যায়।

ফাইল খুলে যখন রাকিবুল রোগীর কাগজপত্র দেখছিলেন, তখনই স্তব্ধ হয়ে গেলেন—
রোগীর নাম: রাবেয়া খাতুন।
হ্যাঁ, সেই নারী তারই মা।

যে মা একদিন তাকে অবহেলায় দূরে পাঠিয়েছিল,
আজ সেই মায়ের জীবন বাঁচানোর সব চেষ্টা করেও কিছুই করতে পারল না ছেলে।

প্রকৃতি যেন চুপচাপ তার প্রতিশোধ নিয়ে নিল—
কারও প্রতি রাগ দেখিয়ে নয়,
শুধু সময়ের নীরব ন্যায়বিচারে।

প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এর তাপ অনুভব হচ্ছে।🥺দুয়া ছাড়া আর কোন পথ নেই!🤲
16/10/2025

প্রায় ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এর তাপ অনুভব হচ্ছে।🥺
দুয়া ছাড়া আর কোন পথ নেই!🤲

Address

Khulna

Telephone

+8801921029732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afroja Akter Lipi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afroja Akter Lipi:

Share