Saffo

Saffo All about natural footage,beauty and products to refresh mind+body.

সকলের দৃষ্টি আকর্ষণ করছি 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻যে ব্যক্তি শুক্রবার আসরের পর এই দরুদ ৮০ বার পাঠ করবে, আল্লাহ তার ৮০ বছরের গুনাহ মাফ করে...
07/11/2025

সকলের দৃষ্টি আকর্ষণ করছি 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

যে ব্যক্তি শুক্রবার আসরের পর এই দরুদ ৮০ বার পাঠ করবে, আল্লাহ তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন।

শুক্রবার দরুদ পড়ার একটি বিশেষ সময়, এবং এর একটি গুরুত্বপূর্ণ দরুদ হলো: "আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা" (اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا)। এই দরুদ পাঠ করলে আল্লাহ তার উম্মতের গুনাহ ক্ষমা করে দেন, এবং জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের ফজিলত অনেক বেশি।
゚viralシviralシfypシ゚viralシalシ

06/11/2025

পবিত্র কোরআনে 'জান্নাত' শব্দটি মোট ১৩৯ বার উল্লেখ করা হয়েছে, যা এর একবচন, দ্বিবচন ও বহুবচন রূপকে অন্তর্ভুক্ত করে। এই শব্দগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে, যা জান্নাত বা স্বর্গকে বোঝায়।
゚viralシviralシfypシ゚viralシalシ

06/11/2025

ঋণ পরিশোধের দোয়া
আরবি দোয়া: "اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ"।
উচ্চারণ: 'আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক'।
অর্থ: "হে আল্লাহ! আমাকে আপনার হালাল পথে পরিচালিত করুন এবং হারাম থেকে দূরে রাখুন। আর আপনার অনুগ্রহে আমাকে আপনার প্রয়োজন ছাড়া অন্যের কাছে মুখাপেক্ষী হতে দেবেন না"।

02/11/2025

যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (সহীহ বুখারীঃ ২৯৯৮, ৫৫২৫, মিশকাত হাঃ৪২৯৮)

আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না, যতক্ষণ না কেউ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মতো চূড়ান্ত সময়ে পৌঁছায় এবং পাপ থেকে তাওবা কর...
01/11/2025

আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না, যতক্ষণ না কেউ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মতো চূড়ান্ত সময়ে পৌঁছায় এবং পাপ থেকে তাওবা করার সুযোগ শেষ হয়। একজন ব্যক্তি আল্লাহর রহমত থেকে কেবল তখনই নিরাশ হতে পারে যখন সে কাফির হয়, কারণ আল্লাহ পাপী বান্দাদেরকে তওবা ও ইস্তিগফারের মাধ্যমে তার দিকে ফিরে আসার আহ্বান জানান।

আল্লাহর রহমত অসীম: আল্লাহ তাঁর অসীম দয়া ও অনুগ্রহের জন্য পরিচিত এবং তিনি কখনই তাঁর রহমতকে বন্ধ করেন না।

তাওবার দরজা খোলা: এমনকি বড় পাপের পরও, যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে, তবে আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত থাকেন।

কখনো নিরাশ হওয়া উচিত নয়: কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তাই আমাদের উচিত সবসময় তাঁর করুণার আশা রাখা।
শেষ সময়:

তবে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবার সুযোগ শেষ হয়ে যাবে এবং আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে।
゚viralシviralシfypシ゚viralシalシ

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saffo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share