Pillie to BCS

Pillie to BCS people

প্রথমে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করুন। কোনমতে পড়াশোনা শেষ করে বিয়ে করুন। ন্যূনতম প্ল্যানিং ছাড়াই বাচ্চা পয়দা করুন...
17/06/2025

প্রথমে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করুন। কোনমতে পড়াশোনা শেষ করে বিয়ে করুন। ন্যূনতম প্ল্যানিং ছাড়াই বাচ্চা পয়দা করুন। এরপর শুরু করুন আসল গেম।
যেহেতু আপনার বেশি টাকা নেই, তাই আপনার সন্তানকে একটি বাল-ছাল স্কুলে ভর্তি করান। সবচেয়ে ভালো হয় সরকারি স্কুল কিংবা হালকা-পাতলা নাম আছে – এমন কোনো স্কুলে ভর্তি করালে। কারণ আপনি যেই সমাজে থাকেন, সেখানে তথাকথিত সরকারি স্কুল কিংবা কিঞ্চিৎ নামী স্কুল একটা স্ট্যাটাসের বিষয় হলেও সেখানে পড়াশোনার নামে হয় না বাল্ডাও। সেখানে শিক্ষকেরা একটা প্রাচীন, ধ্বজভঙ্গ সিলেবাস ধরে পড়ায়; যার মূল উদ্দেশ্য দু’টো। এক, এই শিক্ষকরা যাতে সহজে বেতন নিয়ে বাসায় গিয়ে প্রাইভেট বাণিজ্য করতে পারে। আর দুই, সরকার যেন ভবিষ্যত প্রজন্ম হিসেবে থটলেস, ব্রেইনলেস, কনফিডেন্সলেস গ্রুপ অব স্লেইভস পায়। যাদের পলিটিক্যালি, রিলিজিয়াসলি, ন্যাশনালি ম্যানিপুলেট করা সুপার ইজি। অবশ্যই এমন স্কুলে ভর্তি করবেন, যেন আপনার সন্তান স্কুলের নাম শুনলেই কাঁদে। স্কুলের যে এমন হওয়া উচিত, যে বাচ্চারা সেখানে আগ্রহ নিয়ে যেতে চাইবে – এসব জানার আপনার প্রয়োজনই নেই। উল্টো শিক্ষকেরা ধরে মারধোর, গালি-গালাজ করলে সন্তানকে বলবেন, ঠিকই তো আছে! আর বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা! ছ্যাহহ কোনো ডেভলপমেন্ট নাই গত ১ হাজার বছরে এই শিক্ষা ব্যাবস্থা একটাও ইবনে সিনা বা আল খারেজমি কিংবা জাবির ইবনে হাইহ্যান দিতে পারে নি।
এবার শিশুর যে মানসিক বিকাশ দরকার, সেটা সম্পূর্ণ ভুলে যান। ঢাকায় এমনিতেই খেলার জায়গা নেই, তাই সন্তানকে খেলাধুলা করানোর প্রশ্নই আসে না। এছাড়াও যে সকল অ্যাকটিভিটি এ বয়সে ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায়, স্মার্ট বানায়, সেসব নিয়েও কোন চিন্তাই করবেন না। বাচ্চাদের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, আঁকা-আঁকি, বই পড়া, টুক-টাক লেখালিখি তথা যেকোনো প্রকারের ক্রিয়েটিভিটির চর্চা শেখানোকে চোদনামি ভাবুন। তাকে বাসায় একটা ফোন দিয়ে আটকে রাখুন। সোশ্যালাইজিং স্কিল তাতে পুটুম্রা খাক, সেসব মোটেও আপনার মাথা ব্যথা হওয়ার কথা না।
এরপর একটু বড় হলেই তাকে বোঝান যে সে যদি এ+ না পায়, সমাজে আপনাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। তাকে চরম প্রেশারে রাখুন। সবচেয়ে ভালো হয় আপনার পরিমন্ডলে থাকা বাচ্চাদের সাথে তাকে প্রায়ই কম্পেয়ার করলে। তাকে বলুন, যে অমুকেও ভাত খায়। তুইও খাস। ও পারে, তুই পারিস না ক্যান? তার সামনে কয়েকটা লক্ষ্য বেঁধে দিন। বলুন যে প

20/04/2025

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল তথ্য:

পরীক্ষার তারিখ:

পরীক্ষার সময়:

পরীক্ষার ধরন:

নম্বর বন্টন:

পরীক্ষা কেন্দ্র:

📚 প্রস্তুতির জন্য সহায়ক রিসোর্স:

GuruKlub অ্যাপ:

Medha অ্যাপ:

Joykoly Publication:

📌 অতিরিক্ত তথ্য:

আবেদনকারীর সংখ্যা:

নিয়োগ সংখ্যা:

আপনার প্রস্তুতি আরও কার্যকর করতে, আপনি উপরের অ্যাপ ও রিসোর্সগুলো ব্যবহার করতে পারেন। যদি আপনি নির্দিষ্ট বিষয়ে সাজেশন বা প্রস্তুতির কৌশল জানতে চান, তাহলে আমাকে জানান। আমি সাহায্য করতে প্রস্তুত।

17/04/2025

আলহামদুলিল্লাহ

17/04/2025
১৮ রমজানের সেহরি শেষে নিজের অন্তর থেকে দোয়া করলাম "আল্লাহ তুমি তাদের এমন ধ্বং*স দেখাও যেটা দেখে পরবর্তী কয়েক যুগ ভ'য় পায়...
18/03/2025

১৮ রমজানের সেহরি শেষে নিজের অন্তর থেকে দোয়া করলাম "আল্লাহ তুমি তাদের এমন ধ্বং*স দেখাও যেটা দেখে পরবর্তী কয়েক যুগ ভ'য় পায়"!,,,

15/03/2025

১৭ বছর পর এমন একটা রামাদান পাইলাম ইফতারেও কারেন্ট যায় না সেহেরিতেও কারেন্ট যায় না 😌এমনকি তারাবিতেও না
আলহামদুলিল্লাহ! ☺ আপনি,,,,??

ট্রেন সতর্কতা
15/03/2025

ট্রেন সতর্কতা

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pillie to BCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share