Sadek hossain

Sadek hossain প্রতিটা পোষ্ট কার্যকারি
লাইক, কমেন্ট ,ফলো দিয়ে পাশে থাকেন প্রতিনিয়ত তাজা খবর পেতে পাশে থাকুন।


Hot news

13/11/2025

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

কেশবপুরের আপামর জনতার মনিকোঠায় জায়গা করে নিয়েছেন অধ্যাপক মোক্তার আলী স্যার। ইনশাআল্লাহ,সব দল দেখা শেষ এবার দাঁড়ি পাল্...
03/11/2025

কেশবপুরের আপামর জনতার মনিকোঠায় জায়গা করে নিয়েছেন অধ্যাপক মোক্তার আলী স্যার।
ইনশাআল্লাহ,
সব দল দেখা শেষ এবার দাঁড়ি পাল্লার বাংলাদেশ।
মহান সুবহানাহু আল্লাহ তা'আলা কবুল করুন।

শুনেছি,ডা জাকির নায়েককে আনার ব্যাপারে সরকারের বিভিন্ন মহল ভারতের প্রেসক্রিপশনঅথবা ফিয়ারকে সামনে রেখে কাজ করছে।যদি তাই হয়...
02/11/2025

শুনেছি,
ডা জাকির নায়েককে আনার ব্যাপারে
সরকারের বিভিন্ন মহল ভারতের প্রেসক্রিপশন
অথবা ফিয়ারকে সামনে রেখে কাজ করছে।
যদি তাই হয়,
তবে এটি সরকারের মেরুদণ্ডহীনতার বহিঃপ্রকাশ।
মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারলে
দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো।
একটি আত্মমর্যাদা ও মেরুদণ্ডহীন সরকার
একটি রাষ্ট্রের জন্য বোঝা।

©

02/11/2025

ধোকা খেয়েছি বহুবার
⚖️দাঁড়ি পালায় ভোট দিব এবার,
ইনশাআল্লাহ।

31/10/2025

❝ কতই না সুন্দর হতো যদি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম ধরে ডাকতেন,
আর তুমি জিজ্ঞেস করতে, “ইয়া রাসূলুল্লাহ, আপনি কীভাবে আমার নাম জানলেন?”

তখন তিনি জবাব দিতেন,
তোমার আমার প্রতি ভালোবাসা ও আমার উপর পাঠানো দরুদ আমার কাছে পৌঁছেছে। ❞

> اللھم صل وسلّم علی نبینا محمدﷺ🪶┃

কথা একটাই জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে : হ্যা বলুন।
30/10/2025

কথা একটাই জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে : হ্যা বলুন।

*"খিলাফত ও মোসলমান" — কাজী নজরুল ইসলামের জাগরণী আহ্বান!*যখন মুসলমানদের আত্মমর্যাদা ধুলোয়, তখন নজরুল গর্জে উঠেছিলেন —❝ আজ...
29/10/2025

*"খিলাফত ও মোসলমান" — কাজী নজরুল ইসলামের জাগরণী আহ্বান!*

যখন মুসলমানদের আত্মমর্যাদা ধুলোয়, তখন নজরুল গর্জে উঠেছিলেন —

❝ আজ মোসলমান গোলাম, আজ মোসলমান ভিখারি!
যে জাতি মরু জয়ের ইতিহাস গড়েছে, আজ সে জাতি লাঞ্ছিত, অবহেলিত! ❞

তিনি বলেছিলেন —
*খিলাফত শুধু রাজনীতি নয়, এটা আমাদের বিশ্বাস, আমাদের আত্মমর্যাদা, আমাদের ঐক্যের প্রতীক।*

নামাজে খোদার সামনে মাথা নত করলেও
*অত্যাচারীর সামনে মাথা তুলে দাঁড়াতে ভুলে গেছি আমরা!*

✊ সময় এসেছে —
ঘুম ভাঙানোর,
আত্মমর্যাদায় জাগার,
আর নিজেদের অস্তিত্ব রক্ষার!

#নজরুল #খিলাফত_ও_মোসলমান #মুসলিম_জাগরণ #আত্মমর্যাদা

29/10/2025

*ফেলে আসা জীবনে কিছু বিষয় এমন ছিল,*
যেগুলো আল্লাহর কাছে শত চেয়েও পাইনি।
*আসলে সেগুলো বাস্তবে কল্যাণ হলেও আমার জন্য অকল্যাণ ছিল।*

দুনিয়ার কষ্টে ভেঙে পড়ো না,আল্লাহ কখনোই এমন পরীক্ষা দেন নাযার বোঝা তুমি বহন করতে পারবে না। 🌸
29/10/2025

দুনিয়ার কষ্টে ভেঙে পড়ো না,
আল্লাহ কখনোই এমন পরীক্ষা দেন না
যার বোঝা তুমি বহন করতে পারবে না। 🌸

28/10/2025

২৮ অক্টোবর উপলক্ষে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ 🕓 সময়: ২৮ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৪ টা
📍 স্থান: কেশবপুর উপজেলা জামায়াত অফিস চত্বর

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Sadek hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadek hossain:

Share