Bithi lifestyle

Bithi lifestyle Fatema Bithi
Blood: A+
যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাইতো মানুষ
সূর্যকে নয় চাঁদকে ভালোবাসে����
(10)

মানুষ হচ্ছে পাখির মতো🕊️😭🤲ব্যস্ততম দিন সাথে মন খারাপ😥😢
30/08/2025

মানুষ হচ্ছে পাখির মতো🕊️😭🤲
ব্যস্ততম দিন সাথে মন খারাপ😥😢

28/08/2025

আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবানা, ওয়া আসলিহ যাতা বাইনিনা, ওয়াহদিনা সুবুলাস-সালাম, ওয়া নাজ্জিনা মিনাজ-জুলুমাতি ইলান-নুর, ওয়া জান্নিবনাল-ফাওয়াহিসা মা জহার মিনহা ওমা বাতন।

আল্লাহুম্মা বারিক লানা ফি আসমা-ইনা, ওয়া আবছ-রিনা, ওয়া কুলুবিনা, ওয়া আমালিনা, ওয়া আঝওয়াজিনা, ওয়া জুররিয়াতিনা, ওয়া তুব আলায়না, ইন্নাকা আংতাত-তাওয়াবুর-রহিম।

=======================

হে আল্লাহ! আমাদের অন্তরে সম্প্রীতি ও ভালোবাসা দান করুন, আমাদের মধ্যে যা আছে তা সংশোধন করুন, আমাদের শান্তির পথে পরিচালিত করুন, আমাদেরকে অন্ধকার থেকে আলোতে [প্রবেশ করার], এবং সেই অশ্লীলতা থেকে রক্ষা করুন যা প্রকাশ পায় আর যা পায়না।

হে আল্লাহ! আমাদের শ্রবণ, দৃষ্টি, অন্তর, কর্ম, স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততির উপর বারাকাহ প্রদান করুন। এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি দয়াময় তওবা গ্রহণকারী।

28/08/2025

- ব্যাক্তিগত প্রব্লেম হাইড করে মানুষের সাথে হাসিখুশি ভাবে চলতে পারাটাই হয়তো maturity. 🤍🌸

حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِউচ্চারণ : হাসবিয়াল্লাহু লা...
28/08/2025

حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্‌কাল্‌তু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ : আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপাতি।'

★ যে ব্যাক্তি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার এই দেয়াটি পাঠ করবে আল্লাহ পাক ঐ ব্যাক্তির দুনিয়া এবং আখেরাতের যেকোনো প্রয়োজন পূরণ করে দিবে ইনশাআল্লাহ -🤲🤎

জীবন হলো একটা পরীক্ষার মতো, যেখানে প্রতিদিন নতুন প্রশ্ন আসে, কিন্তু উত্তর দিতে হয় ধৈর্য আর বিশ্বাস দিয়ে।
28/08/2025

জীবন হলো একটা পরীক্ষার মতো, যেখানে প্রতিদিন নতুন প্রশ্ন আসে, কিন্তু উত্তর দিতে হয় ধৈর্য আর বিশ্বাস দিয়ে।

28/08/2025

লোকের ভাগ্য বদলায়। আমার বদলায় শুধু ধৈর্যের পাতা। এক পৃষ্ঠার থেকে অন্য পৃষ্ঠা। আরো ধৈর্য আরো।

28/08/2025

আল্লাহর হাবিব (সঃ) বলেন , কোনো মুসলমান যদি কোনো রুগিকে দেখতে যেয়ে, রুগির সামনে দাঁড়িয়ে এই দোয়াটি ৭ বার পাঠ করে আর তার সামনে যদি মালাকুল উপস্থিত না হয়, তাহলে ওই রুগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ 🤲🏼
"আসআলুল্লাহ হাল আজিম, রব্বাল আরশিল আজিম, আইয়্যাশফিয়াকা "

❝মন খারাপ হলে কেঁদে নাও কিছুক্ষণ তবুও অন্যের কাছে প্রকাশ করিও না...🖤
28/08/2025

❝মন খারাপ হলে কেঁদে নাও কিছুক্ষণ তবুও অন্যের কাছে প্রকাশ করিও না...🖤

কিছুই হারিয়ে যায়নি, আল্লাহ সরিয়ে নিয়েছেন হয়তো তিনি আপনাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন.!🖤🌻🥀🌼
28/08/2025

কিছুই হারিয়ে যায়নি, আল্লাহ সরিয়ে নিয়েছেন হয়তো তিনি আপনাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন.!🖤🌻🥀🌼

যে ভালো চা বানাতে পারে, সে খাওয়ার ব‍্যাপারে শৌখিন ও তার টেস্ট ভালো, আমি মনে করি! চা একটা শৌখিনতা! সবাই সুন্দর চা বানাতে...
28/08/2025

যে ভালো চা বানাতে পারে, সে খাওয়ার ব‍্যাপারে শৌখিন ও তার টেস্ট ভালো, আমি মনে করি! চা একটা শৌখিনতা! সবাই সুন্দর চা বানাতে পারে না।

#শুভ_সকাল

টাকা পয়সার জন্য ভালো আছেন! তা কিন্তু নই! আমি আপনি ভালো আছি! শুধুমাত্র মহান আল্লাহর রহমতের জন্য! আলহামদুলিল্লাহ!❤
27/08/2025

টাকা পয়সার জন্য ভালো আছেন! তা কিন্তু নই! আমি আপনি ভালো আছি! শুধুমাত্র মহান আল্লাহর রহমতের জন্য!
আলহামদুলিল্লাহ!❤

যে দোষ ছাড়া বন্ধু খোঁজে,তাকে একাই থাকতে হয়। আর যে ত্রু*টি-বিচ্যুতি ছাড়া স্বামী বা স্ত্রী খোঁজে,তাকে অবিবাহিত অবস্থায় মৃ*...
27/08/2025

যে দোষ ছাড়া বন্ধু খোঁজে,তাকে একাই থাকতে হয়। আর যে ত্রু*টি-বিচ্যুতি ছাড়া স্বামী বা স্ত্রী খোঁজে,তাকে অবিবাহিত অবস্থায় মৃ*ত্যুবরণ করতে হয়।

— শায়খ আহমাদ মুসা জিবরিল (হাফি.)

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bithi lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share