18/09/2025
"সৌন্দর্যের ছদ্মবেশে এক অন্য রকম যুদ্ধ"
আজকাল দেখা যায়, অনেক সুন্দরী নারী সোশ্যাল মিডিয়ায় শরীর প্রদর্শনের মাধ্যমে ভাইরাল হচ্ছে, ইনকাম করছে—অনেকেই বলছে ৯৯.৯% সুন্দরীরা এভাবে নিজের সৌন্দর্যকে পণ্য বানিয়ে নিচ্ছে।
*কিন্তু কেউ কি ভাবছে, কেন তারা এই পথ বেছে নিচ্ছে?*
সমাজ এমন এক রূপ নিয়েছে, যেখানে মানুষ চরিত্র নয়, শরীর দেখে মূল্যায়ন করে।
সোশ্যাল মিডিয়ায় লাইকের জগতে, *হায়া (লজ্জা)* যেন হারিয়ে গেছে।
*ইসলামে হায়া (লজ্জা)* কে ঈমানের একটি অঙ্গ বলা হয়েছে।
রাসূল (ﷺ) বলেছেন:
*"লজ্জা ঈমানের একটি অংশ।"* – (সহিহ বুখারি)
আর কুরআনে আল্লাহ বলেছেন:
*“হে নবী, ঈমানদার নারীদের বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান হিফাযত করে।”*
– (সূরা আন-নূর, ২৪:৩১)
➡️ দুনিয়ার সাময়িক সম্পদ ও ফেমের পেছনে ছুটতে গিয়ে যদি কেউ নিজের *আখিরাত হারিয়ে ফেলে*, সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি।
➡️ মনে রাখা উচিত—*হারাম উপায়ে উপার্জিত টাকা কখনো বরকত আনে না।*
বরং, সেটা ধ্বংস ডেকে আনে দুনিয়াতেও, আখিরাতেও।
---
একটা দোয়া
اللَّهُمَّ اهْدِنَا وَاهْدِ بِنا، وَاجْعَلْنَا سَبَبًا لِمَنِ اهْتَدَى
"হে আল্লাহ, আমাদের হিদায়াত দিন এবং আমাদের মাধ্যমে অন্যদের হিদায়াত দিন, এবং আমাদেরকে হিদায়াতের পথে চালিত করার একটি মাধ্যম বানিয়ে দিন।"
শেষ কথা:
👉 *সৌন্দর্য আল্লাহর দেয়া নেয়ামত।*
*তাই সেটাকে বিক্রি নয়, হিফাযত করাই ঈমানদারের পরিচয়।*
সম্মান শুধু টাকা বা ফেমে নয়, *তাকওয়া ও চরিত্রে*।
— আসুন, হায়া ও ইমানকে বুকে ধারণ করি, আর সমাজকে বদলাতে প্রথমে নিজেকে বদলাই।
#শেষ ঠিকানা কিন্তু মানুষের কবর