Gaming With Naim

Gaming With Naim খুলনা

20/09/2025

🏏 *শ্রীলঙ্কা vs বাংলাদেশ* 🏏
শ্রীলঙ্কা বললো: আমরা খেলতে এসেছি জিততে!
বাংলাদেশ হেসে বললো: ভাই, আমরা এসেছি ইতিহাস গড়তে! 😎🔥

আজ টাইগারদের গর্জনে কেঁপে উঠলো লঙ্কান শিবির! 🐅
এক্স হয়ে গেল শ্রীলঙ্কা, এখন শুধু রিফ্রেশ দিচ্ছে মেমোরি! 😂

*বাংলাদেশ দলকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা* — খেলার মাঠে আবার প্রমাণ করলো,
*আমরাই শ্রেষ্ঠ! 🇧🇩🏆*

18/09/2025

"সৌন্দর্যের ছদ্মবেশে এক অন্য রকম যুদ্ধ"

আজকাল দেখা যায়, অনেক সুন্দরী নারী সোশ্যাল মিডিয়ায় শরীর প্রদর্শনের মাধ্যমে ভাইরাল হচ্ছে, ইনকাম করছে—অনেকেই বলছে ৯৯.৯% সুন্দরীরা এভাবে নিজের সৌন্দর্যকে পণ্য বানিয়ে নিচ্ছে।

*কিন্তু কেউ কি ভাবছে, কেন তারা এই পথ বেছে নিচ্ছে?*
সমাজ এমন এক রূপ নিয়েছে, যেখানে মানুষ চরিত্র নয়, শরীর দেখে মূল্যায়ন করে।
সোশ্যাল মিডিয়ায় লাইকের জগতে, *হায়া (লজ্জা)* যেন হারিয়ে গেছে।

*ইসলামে হায়া (লজ্জা)* কে ঈমানের একটি অঙ্গ বলা হয়েছে।
রাসূল (ﷺ) বলেছেন:
*"লজ্জা ঈমানের একটি অংশ।"* – (সহিহ বুখারি)

আর কুরআনে আল্লাহ বলেছেন:
*“হে নবী, ঈমানদার নারীদের বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান হিফাযত করে।”*
– (সূরা আন-নূর, ২৪:৩১)

➡️ দুনিয়ার সাময়িক সম্পদ ও ফেমের পেছনে ছুটতে গিয়ে যদি কেউ নিজের *আখিরাত হারিয়ে ফেলে*, সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি।

➡️ মনে রাখা উচিত—*হারাম উপায়ে উপার্জিত টাকা কখনো বরকত আনে না।*
বরং, সেটা ধ্বংস ডেকে আনে দুনিয়াতেও, আখিরাতেও।

---
একটা দোয়া

اللَّهُمَّ اهْدِنَا وَاهْدِ بِنا، وَاجْعَلْنَا سَبَبًا لِمَنِ اهْتَدَى

"হে আল্লাহ, আমাদের হিদায়াত দিন এবং আমাদের মাধ্যমে অন্যদের হিদায়াত দিন, এবং আমাদেরকে হিদায়াতের পথে চালিত করার একটি মাধ্যম বানিয়ে দিন।"

শেষ কথা:
👉 *সৌন্দর্য আল্লাহর দেয়া নেয়ামত।*
*তাই সেটাকে বিক্রি নয়, হিফাযত করাই ঈমানদারের পরিচয়।*
সম্মান শুধু টাকা বা ফেমে নয়, *তাকওয়া ও চরিত্রে*।

— আসুন, হায়া ও ইমানকে বুকে ধারণ করি, আর সমাজকে বদলাতে প্রথমে নিজেকে বদলাই।
#শেষ ঠিকানা কিন্তু মানুষের কবর

11/09/2025

সাইয়েদুল ইস্তেগফার (Sayyidul Istighfar) হলো সর্বশ্রেষ্ঠ ক্ষমাপ্রার্থনার দোয়া। এটি হাদিসে এসেছে এবং মহানবী (সা.) এটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেগফার বলেছেন।

★আরবি:★
اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

★বাংলা উচ্চারণ:★
আল্লাহুম্মা আনতা রাব্বী, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানী ওয়া আনাআবদুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া’দিকা মাস্তাত্বতু, আউজুবিকা মিন শাররি মা সানাতু, আবূ-লাকা বি নিঅ’মাতিকা ‘আলাইয়া, ওয়া আবূ-লাকা বিঝানবী, ফাগফিরলী, ফাইন্নাহু লা ইয়াগফিরুয্-যুনূবা ইল্লা আনতা।

★বাংলা অর্থ:★
হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতি অনুযায়ী চলি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আমি আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দেই এবং আমি আমার গোনাহ স্বীকার করছি। অতএব, আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ব্যতীত আর কেউ গোনাহ ক্ষমা করতে পারেন না।

এটি সকালে ও সন্ধ্যায় পাঠের জন্য খুবই ফজিলতপূর্ণ। কেউ যদি দিনের বেলায় পরে মারা যায় সে জান্নাতি, আবার কেউ যদি রাতের বেলায় পড়ে ঘুমায় রাতের বেলায় মারা যায় তাহলে সে জান্নাতি সবাই পড়েন

10/09/2025

"অচিরেই অনেক ফিতনা (পরীক্ষা) আসবে, তখন বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে। আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলন্ত ব্যক্তির চেয়ে উত্তম হবে। আর চলন্ত ব্যক্তি দ্রুতগামী ব্যক্তির চেয়ে উত্তম হবে। যে এই ফিতনাগুলো দেখার জন্য গর্দান উঁচু করবে, ফিতনা তাকে ধ্বংস করে দেবে। যে (ফিতনা থেকে বাঁচার জন্য) কোনো আশ্রয়স্থল বা নিরাপদ স্থান পায়, তার উচিত সেখানে আশ্রয় নেয়া"।

«‌سَتَكُونُ ‌فِتَنٌ ‌الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ
وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفْهُ وَمَنْ وَجَدَ مَلْجَأً أَوْ مَعَاذًا فَلْيَعُذْ بِهِ.»

~ রাসূলুল্লাহ ﷺ

[ ইমাম বুখারী (রাহ.), আস সহিহ, হা: ৩৬০১]

06/09/2025

الحمد لله، شكراً جزيلاً لله سبحانه وتعالى.
الله يحفظني بصحتي وعافيتي.
أعظم نعمة هي أن تبقيني بصحة جيدة.
لقد منحني القدرة على المشي والحركة.
نعمه كثيرة لا تُعد ولا تُحصى.
ولو وضعت حياتي كلها في سبيل شكر كل عضو في جسدي،
فلن تكفي كلمة شكر تعبر عن امتناني.

Address

খালিশপুর বি আই ডি সি রোড
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaming With Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category