প্রবাশি সমাজের কথা

প্রবাশি সমাজের কথা এই পেজ কোনো রকম ব্যাবসা বা লাভের আসাই চালানো হয় না

কথা কি সত্য?
22/07/2025

কথা কি সত্য?

মানুষ কে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্যে আর টাকা কে বানানো হয়েছিল ব্যবহার করার জন্যে অথচ মানুষ টাকাকে ভালোবাসে আ...
07/07/2025

মানুষ কে বানানো হয়েছিল মানুষকে
ভালোবাসার জন্যে
আর টাকা কে বানানো হয়েছিল ব্যবহার করার জন্যে
অথচ মানুষ
টাকাকে ভালোবাসে আর মানুষকে
বাবহার করে

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশে ফিরে যাওয়ার বিশেষ সুযোগ সৌদি জাওয়াযাত জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে এসে নির...
27/06/2025

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশে ফিরে যাওয়ার বিশেষ সুযোগ

সৌদি জাওয়াযাত জানিয়েছে, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ না করে অবৈধ হিসেবে সৌদিতে রয়ে গিয়েছেন তাদেরকে সৌদি ত্যাগ করার জন্য ফাইনাল এক্সিটের উদ্দেশ্যে ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সুবিধা দেয়া হয়েছে। এ সুবিধা ১ মুহাররম ১৪৪৭ হিজরি তথা ২৬ জুন ২০২৫ থেকে কার্যকর হয়ে এক মাস পর্যন্ত থাকবে।

২৬ জুন হতে পরবর্তী এক মাসের মধ্যে এই সুবিধা গ্রহণ করে সৌদি ত্যাগ করা যাবে। এই সুবিধা নির্ধারিত ফি এবং জরিমানা পরিশোধ সাপেক্ষে গ্রহণ করা যাবে।

জাওয়াযাত জানিয়েছে, আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ ইলেকট্রনিক প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল সেবা’র মাধ্যমে আবেদন জমা দিতে পারবে।

জাওয়াযাত সকল ভিজিট ভিসা এক্সপায়ার্ড হওয়া ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে এই সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।

ইতোপূর্বে এজাতীয় ভিজিট ভিসা এক্সপায়ার্ডদের দেশে পাঠাতে গিয়ে যিনি সৌদিতে নিয়ে এসেছিলেন তার ইকামা রিনিউ হতোনা। বর্তমানে প্রদত্ত এই সুযোগ গ্রহন করে দেশে পাঠিয়ে দিলে আর সেই সমস্যায় পরবেন না। যদি এই সুযোগ গ্রহন না করে আরো বিলম্ব করেন তাহলে পরবর্তীতে ভিজিট ভিসায় যাদের নিয়ে এসেছেন তাদেরকে আর ইমার্জেন্সি ভিত্তিতেও পাঠাতে পারবেন না। পাঠাতে পারলেও আপনি বৈধ হিসেবে আর থাকতে পারবেননা।

তাই হেলা না করে দ্রুত এই সুযোগ গ্রহন করুন।

24/06/2025
24/06/2025

🔥 ইরান বনাম ইসরায়েল: আগুনের নিচে বারুদের খেলা 🔥

মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবচেয়ে পুরনো বৈরিতা — ইরান ও ইসরায়েল।
একপাশে ধর্ম, আরেকপাশে রাজনীতি; একদিকে বিশ্বাস, অন্যদিকে নিরাপত্তা।
ইরান বলে, “ইসরায়েল হলো মুসলিম জাতির হৃদয়ে গেঁথে থাকা কাঁটা।”
ইসরায়েল বলে, “ইরান শুধু আমাদের শত্রু নয়, গোটা বিশ্বের হুমকি।”

এই সংঘর্ষ শুধু দুটি দেশের নয়, এটি আদর্শের, আধিপত্যের, অস্তিত্বের লড়াই।
যেখানে প্রতিটি রকেট যেন প্রশ্ন ছুঁড়ে দেয় — কে থাকবে, কে থাকবে না?

23/06/2025

প্রচন্ড আগুন লাগছে Dhammam Khobar
#বিশেষ_চাহিদাসম্পন্ন #ডোনেশন #গরমেরবন্ধু #গরমে

14/06/2025
☕️👑 ডাউন কিং কফি – ভালবাসা ছড়িয়ে দেওয়ার এক কাপ কফি! 💛ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে গড়া এক ব্যতিক্রমী উদ্যোগ — "Do...
11/06/2025

☕️👑 ডাউন কিং কফি – ভালবাসা ছড়িয়ে দেওয়ার এক কাপ কফি! 💛

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে গড়া এক ব্যতিক্রমী উদ্যোগ — "Down King Coffee"।
এখানে শুধু কফির ঘ্রাণ নয়, মিশে আছে ভালোবাসা, মানবতা আর সম্মান।
আপনার একটি কাপ কফি হতে পারে কারো জীবনে আত্মবিশ্বাসের চাবিকাঠি, কারো মুখে হাসির কারণ।

আরও দারুণ খবর —
আপনার প্রতিটি অর্ডার বা ডোনেশন সরাসরি সহযোগিতা করে এই বিশেষ শিশুদের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে।

✅ কফি খাচ্ছেন মানে শুধু নিজেকে জাগিয়ে তুলছেন না—
💚 একজন বিশেষ মানুষকে সমাজে দাঁড়াতে সাহায্য করছেন।

চলো, কফির কাপে কেবল স্বাদ নয়, ভালোবাসাও ঢেলে দেই।
Support Down King Coffee.
Drink with Purpose. Donate with Heart.

#ডোনেশন #বিশেষ_চাহিদাসম্পন্ন

"প্রবাসীরা মাটির দূরত্বে থাকলেও, হৃদয়ে সব সময় দেশেরই কাছাকাছি থাকে।" 🇧🇩🌍
10/06/2025

"প্রবাসীরা মাটির দূরত্বে থাকলেও, হৃদয়ে সব সময় দেশেরই কাছাকাছি থাকে।" 🇧🇩🌍

🍦 আইসক্রিম প্রেমীদের জন্য একটা প্রশ্ন! 🍧গরমের দিনে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কী?আমার হলে এক কথায় – আইসক্রিম! 😍চোখ বু...
08/06/2025

🍦 আইসক্রিম প্রেমীদের জন্য একটা প্রশ্ন! 🍧
গরমের দিনে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কী?
আমার হলে এক কথায় – আইসক্রিম! 😍

চোখ বুঁজে একটা কামড়… ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি মিষ্টি স্বাদটা যেন মনটাই ফ্রিজ করে দেয় কিছুক্ষণ! 🥶❤️
কে কোন ফ্লেভারের ফ্যান? 🍓🍫🍨
আমি 👉 [স্ট্রবেরি]

কমেন্টে জানাও,
তোমার জীবনের "সেরা আইসক্রিম মুহূর্ত" কোনটা ছিল? 😋👇

#আইসক্রিম #গরমেরবন্ধু #মিষ্টিমুহূর্ত

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
05/03/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাশি সমাজের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share