প্রবাশি সমাজের কথা

প্রবাশি সমাজের কথা এই পেজ কোনো রকম ব্যাবসা বা লাভের আসাই চালানো হয় না

14/06/2025
☕️👑 ডাউন কিং কফি – ভালবাসা ছড়িয়ে দেওয়ার এক কাপ কফি! 💛ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে গড়া এক ব্যতিক্রমী উদ্যোগ — "Do...
11/06/2025

☕️👑 ডাউন কিং কফি – ভালবাসা ছড়িয়ে দেওয়ার এক কাপ কফি! 💛

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের নিয়ে গড়া এক ব্যতিক্রমী উদ্যোগ — "Down King Coffee"।
এখানে শুধু কফির ঘ্রাণ নয়, মিশে আছে ভালোবাসা, মানবতা আর সম্মান।
আপনার একটি কাপ কফি হতে পারে কারো জীবনে আত্মবিশ্বাসের চাবিকাঠি, কারো মুখে হাসির কারণ।

আরও দারুণ খবর —
আপনার প্রতিটি অর্ডার বা ডোনেশন সরাসরি সহযোগিতা করে এই বিশেষ শিশুদের উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে।

✅ কফি খাচ্ছেন মানে শুধু নিজেকে জাগিয়ে তুলছেন না—
💚 একজন বিশেষ মানুষকে সমাজে দাঁড়াতে সাহায্য করছেন।

চলো, কফির কাপে কেবল স্বাদ নয়, ভালোবাসাও ঢেলে দেই।
Support Down King Coffee.
Drink with Purpose. Donate with Heart.

#ডোনেশন #বিশেষ_চাহিদাসম্পন্ন

"প্রবাসীরা মাটির দূরত্বে থাকলেও, হৃদয়ে সব সময় দেশেরই কাছাকাছি থাকে।" 🇧🇩🌍
10/06/2025

"প্রবাসীরা মাটির দূরত্বে থাকলেও, হৃদয়ে সব সময় দেশেরই কাছাকাছি থাকে।" 🇧🇩🌍

🍦 আইসক্রিম প্রেমীদের জন্য একটা প্রশ্ন! 🍧গরমের দিনে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কী?আমার হলে এক কথায় – আইসক্রিম! 😍চোখ বু...
08/06/2025

🍦 আইসক্রিম প্রেমীদের জন্য একটা প্রশ্ন! 🍧
গরমের দিনে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কী?
আমার হলে এক কথায় – আইসক্রিম! 😍

চোখ বুঁজে একটা কামড়… ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি মিষ্টি স্বাদটা যেন মনটাই ফ্রিজ করে দেয় কিছুক্ষণ! 🥶❤️
কে কোন ফ্লেভারের ফ্যান? 🍓🍫🍨
আমি 👉 [স্ট্রবেরি]

কমেন্টে জানাও,
তোমার জীবনের "সেরা আইসক্রিম মুহূর্ত" কোনটা ছিল? 😋👇

#আইসক্রিম #গরমেরবন্ধু #মিষ্টিমুহূর্ত

04/06/2025

ইদানিং পোলাপাইন ভিডিও করে আর পেছনের এসি দেখায়।
আমরাও দেখাতে পারি কিন্তু দেখাই না
কারণ...................


আমাদের এসি নাই,😂😂😂🤪🤪

প্রবাসী জীবনদেশ ছেড়ে দূরে, একা সে পথিক,হৃদয়ে মিশে থাকে মায়ার সংগতিক।চোখে তার স্বপ্ন, বুকে গভীর বেদনা,অজানা শহরে খোঁজে...
24/05/2025

প্রবাসী জীবন

দেশ ছেড়ে দূরে, একা সে পথিক,
হৃদয়ে মিশে থাকে মায়ার সংগতিক।
চোখে তার স্বপ্ন, বুকে গভীর বেদনা,
অজানা শহরে খোঁজে আপন জীবন-ছন্দনা।

মায়ের ডাক শোনে রাতের নিরবতায়,
সন্তানের মুখ খোঁজে মোবাইলের ছবিতায়।
ঘাম ঝরে তার বিদেশি মাটিতে,
ভালোবাসা জমে পত্রের পাতাতে।

রেমিটেন্স আসে, হাসে ঘরের সবাই,
কিন্তু কাঁদে সে প্রবাসী, এক ফোঁটা নয়াই।
দেশের জন্য চলে তার আত্মত্যাগ,
সে তো নিঃশব্দে দেশেরই এক নায়ক!

"চাঁদের আলো আজ বড় মায়াবী, রাতের হাওয়ায় যেন নীরব কোন সুর বাজে। দিনভর ক্লান্ত হৃদয় খুঁজে ফিরে একটু শান্তি… শুভরাত্রি ...
20/05/2025

"চাঁদের আলো আজ বড় মায়াবী, রাতের হাওয়ায় যেন নীরব কোন সুর বাজে। দিনভর ক্লান্ত হৃদয় খুঁজে ফিরে একটু শান্তি… শুভরাত্রি সবাইকে—ভালোবাসা থাকুক স্বপ্নে, ঘুম হোক নির্ভার।"

25/04/2025

শুক্রবারের আলো ভোরে,
রহমত নামে অন্তরে।
গোসল করে পাক-পবিত্র,
নামাজে মন হয় নিবেদিত।
খুতবা শুনে হৃদয় নরম,
দুনিয়া ভুলে হই পরম।
জুমার দিনে চাও যা চাই,
দোয়ার দরজা খোলা ভাই।

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
05/03/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/10/2024

আমাদের ইতিহাস কেবল ৫২-তেই শুরু হয়নি। আমাদের ব্রিটিশবিরোধী লড়াই আছে, ৪৭ ও ৭১-এর লড়াই আছে, ৯০ ও ২৪ আছে। আমাদের অনেক ফাউন্ডিং ফাদারস রয়েছেন। তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।’

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাশি সমাজের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share