22/05/2025
দুআ—Duaa যতবারই বুক সেলফের কাছে যায়, সবার আগে ‘জুলাই বিপ্লবের দিনলিপি' ধরে একটা হাসি দিয়ে বলবে, বাবার বই, বাবার বই। তার পর বই খুলে ফ্লাপে দেওয়া ছবি দেখিয়ে বলবে—বাবা চশতা পরেছে, বাবা টুপি পরেছে, বাবা পাঞ্জা পরেছে। তারপর দাড়িতে হাত দিয়ে বলবে, এটা কী, এটা? বলবে আর নিজে থুতনিতে হাত দেবে৷
দুআ নিজের বই চেনার পর সব থেকে বেশি চেনে তার বাবার লেখা বই। আরবি মাস হিসাবে দুআর বয়স দুই বছর দুই মাস চলে। মাশাআল্লাহ, এখনই দুআর ৩০+ বই আছে। এবং প্রায় ২০+ বইয়ের নাম বলতে না পারলেও চেনে, কোনটা কী বই। বইয়ের ভেতরের গল্প বা ফলমূল, পশুপাখির নাম বললে সেই বই দেখিয়ে দেবে। এমনকি এখনো অক্ষরই চেনে নি, কিন্তু বই খুললে কথা শেখানো টিয়া পাখির মতো বলবে—
ত তে তাল, তাল খেতে মজা মজা। এমন অনেক বর্ণসহ বলতে পারে। সব কিছুই নিজে থেকে শিখেছে। কারণ, তাকে ফোনের পরিবর্তে খাওয়ানোর সময় বা যেকোনো সময় গল্প পড়ে, বই পড়ে সব করাই—ফোনের অল্প নেশা থাকলেও সেটুকু থেকেও বের করেছি আলহামদুলিল্লাহ—সেজন্য খেতে গেলে বা ঘুমোতে গেলেই হাতে বই ধরিয়ে দিয়ে বলবে, গল্প বলো, বই পড়ো।
বই পড়ার সময় কোনো বর্ণ বলে ফল বা পশুপাখির নাম বললে নিজে নিজে একটা বাক্য বানিয়ে ফেলবে৷
একজন বাবা-মা হিসেবে এ আমাদের পরম পাওয়া। ইনশাআল্লাহ, বড় হয়ে দুআ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। চাপিয়ে দেবো না, তবে যেভাবে বড় করছি, এটাকেই সে নিজের স্বপ্ন হিসেবে ধরে নেবে।
আল্লাহ কবুল করুন। আমিন।
দুআর বাবা
মুনতাসির বিল্লাহ