সনাতনী- Sanatani

সনাতনী- Sanatani This group is creating for the shake of concern our people.so that they can raise their voice again any kind of inhumanities act against hindu.

হরেকৃষ্ণ 🙏🙏
16/09/2025

হরেকৃষ্ণ 🙏🙏

🙏🙏
15/09/2025

🙏🙏

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সেইসাথে ধর্মনিরপেক্ষতা ব্যর্থ হয়েছে। নেপালের শীঘ্রই আবার ধর্মরাষ্ট...
09/09/2025

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সেইসাথে ধর্মনিরপেক্ষতা ব্যর্থ হয়েছে। নেপালের শীঘ্রই আবার ধর্মরাষ্ট্রে পরিণত হওয়া উচিত। গত ১৭ বছরে " গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ " নেপালে ১৩ বার সরকার বদল হয়েছে। দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রায় প্রতিটি মন্ত্রী।

নেপালের রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার দাবী তে সরব হয়েছেন প্রাক্তন নেতা তথা নেপালের প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল এর চেয়ারপার্সন পূস্পকুমার দহল " প্রচণ্ড "।

মনে আছে প্রভু রামচন্দ্র কে নিয়ে কটুক্তি করেছিল নেপালের প্রধানমন্ত্রী এই কেপি শর্মা অলি! পাপ বাপকেও ছাড়েনা। আজ কেপি শর্মা অলির বাড়ী বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তিনি দেশ থেকে পালাতে চাইছেন, এমন কি যে কোন সময় গ্রেফতার হতে পারেন! ধন্যবাদ জানাই নেপালের ধর্মানুরাগী ছাত্র জনতা কে। 🚩

Hare Krishna.Good morning 🌞
06/09/2025

Hare Krishna.
Good morning 🌞

বিউটি পার্লার এর বাথরুমে প্রিয়াঙ্কা দত্তের মরদেহ.......... চট্টগ্রাম Nadias Makeover জিইসি শাখার ম্যানেজার প্রিয়াঙ্কা দ...
04/09/2025

বিউটি পার্লার এর বাথরুমে প্রিয়াঙ্কা দত্তের মরদেহ..........

চট্টগ্রাম Nadias Makeover জিইসি শাখার ম্যানেজার প্রিয়াঙ্কা দত্তকে পার্লারের বাথরুমে ফাঁ/সিতে ঝুলানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। পার্লার থেকে মৃ/তদেহ পুলিশ হেফাজতে নিয়ে লা/শ ময়না ত/দন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে মরদেহ এর প্রেক্ষাপট দেখে বোঝা যাচ্ছে, এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হ/ত্যা।

গত ম্যাচে ছিলেন যৌথ ভাবে সর্বোচ্চ(১৩টি) ৫০ এর রেকর্ডধারী, আজ হলেন নায়ক( ১ম)।১৪ টি অর্ধশত T20 তে।অভিনন্দন লিটন কুমার দাস💙...
03/09/2025

গত ম্যাচে ছিলেন যৌথ ভাবে সর্বোচ্চ(১৩টি) ৫০ এর রেকর্ডধারী, আজ হলেন নায়ক( ১ম)।
১৪ টি অর্ধশত T20 তে।
অভিনন্দন লিটন কুমার দাস💙


বেদে 'রাধাপতি'ঈশ্বরের 'রাধাপতি' নামটি কোনো  নবীন শব্দ নয়, শব্দটি বৈদিকযুগ থেকেই প্রচলিত।  ঋগ্বেদ সংহিতাসহ বেদের বিভিন্ন ...
03/09/2025

বেদে 'রাধাপতি'

ঈশ্বরের 'রাধাপতি' নামটি কোনো নবীন শব্দ নয়, শব্দটি বৈদিকযুগ থেকেই প্রচলিত। ঋগ্বেদ সংহিতাসহ বেদের বিভিন্ন স্থানে পরমেশ্বরকে রাধাপতি নামে অভিহিত করা হয়েছে। বৈদিক ইন্দ্রসূক্তে ইন্দ্রকে রাধাপতি বা সকল ঐশ্বর্যের পতি বলে স্তোত্র করা হয়েছে।

স্তোত্রং রাধানাং পতে গির্বাহো বীর যস্য তে।
বিভূতিরস্তু সূনৃতা ॥
(ঋগ্বেদ সংহিতা: ০১.৩০.০৫)
(সামবেদ সংহিতা: উত্তরার্চিক,১৬.০৩/ সাম-১৬০০)

"হে রাধাপতি (ঐশ্বর্যের পতি), হে বীর! প্রশস্তি দ্বারা স্তুত, যে তোমার স্তুতি করে সে সমৃদ্ধি ও আনন্দ লাভ করে।অর্থাৎ তাঁর সত্য রূপা প্রিয় সমৃদ্ধি লাভ হয়।"

ইদং হ্যন্বোজসা সুতং রাধানাং পতে৷
পিবা ত্বাস্য গিৰ্বণঃ ॥
(সামবেদ সংহিতা: উত্তরার্চিক, ০২.০৩/ সাম-৭৩৭)

"হে রাধাপতি (ঐশ্বর্যের পতি), হে স্তুতিপ্রিয়! তেজ দ্বারা সম্পন্ন এই মধুর সোমরস তোমার পানের জন্য, তুমি এসে পান কর ৷"

বৈদিক শাস্ত্র অনুসারে রাধাপতি বলতে শুধু ইন্দ্র নয় বিষ্ণুকেও বোঝায়। বেদের অনেক মন্ত্রে ইন্দ্র এবং বিষ্ণুকে অভেদ বলা হয়েছে। মৈত্রায়ণী আরণ্যকের মৈত্রায়ণী উপনিষদে কুৎস নামক মুনি একটি পরমেশ্বরের স্তুতি করেন, সে স্তুতির নাম 'কৌৎসায়নী স্তুতি'। সে কৌৎসায়নী স্তুতিতে বিষ্ণু, ইন্দ্রসহ সকল দেবতাই যে অভেদ এ তত্ত্বটি প্রকাশিত হয়েছে।

ত্বং ব্রহ্মা ত্বং চ বৈ বিষ্ণুস্ত্বং রুদ্রস্ত্বং প্রজাপতিঃ ৷৷
ত্বমগ্নির্বরুণো বায়ুত্ত্বমিদ্ৰস্ত্বং নিশাকরঃ ।।
(মৈত্রায়ণী উপনিষদ: ০৫.০১)

" তুমি ব্রহ্মা, তুমি সর্বব্যাপক বিষ্ণু, তুমি রুদ্র, তুমি স্রষ্টা প্রজাপতি, তুমি অগ্নি, বরুণ, বায়ু, তুমি দেবরাজ ইন্দ্র ও তুমিই নিশাকর চন্দ্র ৷"

অথর্ববেদ সংহিতার সপ্তমকাণ্ডের একটি মন্ত্রে ইন্দ্র এবং বিষ্ণুর অভেদত্ব সুস্পষ্টভাবে প্রকাশিত। মন্ত্রে দেবী সিনিবালীকে ঐশ্বর্যশালী ইন্দ্রের অভিগামিনী দেবী বলা হয়েছে, আবার বিষ্ণুপত্নীও বলে অবিহিত করা হয়েছে। মন্ত্রটির শেষ পাদে "দেবি রাধসে চোদয়স্ব" বাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

যা বিশ্ পত্নীন্দ্রমসি প্রতীচী সহস্ৰস্তুকাভিয়ন্তী দেবী । বিষ্ণোঃ পত্নি তুভ্যং রাতা হবীংষি পতিং দেবি রাধসে চোদয়স্ব ৷৷
(অথর্ববেদ সংহিতা:০৭.০৪.০৮.০৩/০৭.৪৮.০৩)

" হে প্রজাপালিনী, বহুজনের দ্বারা স্তুতা, পরম ঐশ্বর্যশালী ইন্দ্রের অভিগামিনী দেবী; হে বিষ্ণুপত্নী! তোমার উদ্দেশে হবি প্রদত্ত হয়েছে, হে দেবী! তুমি আমাদের ধন প্রেরণ কর ৷"

শ্রীমদ্ভাগবতপুরাণের দ্বিতীয় স্কন্ধে বলা হয়েছে, ইন্দ্ররূপে ত্রিলোকের দুঃখ হরণ করেছিলেন বলে স্বায়ম্ভুব মনু তাঁকে 'হরি’ নামে অভিহিত করেন।

জাতো রুচেরজনয়ৎ সূয়মান্ সুযজ্ঞ আকৃতিসূনুরমরানথ দক্ষিণায়াম্‌।
লোকত্রয়স্য মহতীমহরদ্ যদার্তিং
স্বায়ম্ভুবেন মনুনা হরিরিত্যনূক্তঃ৷৷
(শ্রীমদ্ভাগবতপুরাণ:০২.০৭.০২)

" এরপর এককল্পে প্রজাপতি রুচির পত্নী আকুতির গর্ভে সুযজ্ঞ নামে অবতার গ্রহণ করেন। সেই অবতারে তিনি নিজ পত্নী দক্ষিণার গর্ভে সুযজ্ঞ দেবতাগণকে সৃষ্টি করেছিলেন। তিনিই ইন্দ্র হয়ে ত্রিলোকের দুঃখ হরণ করেছিলেন বলে, স্বায়ম্ভুব মনু তাঁকে ‘হরি’ নামে অভিহিত করেন। "

শ্রীমদ্ভাগবতপুরাণের দশম স্কন্ধে রাসপঞ্চাধ্যায়ে 'অনয়ারাধিতো' অর্থাৎ অন্য কোনো গোপীকর্তৃক আরাধিতা শব্দের মধ্যেই বৈষ্ণবশাস্ত্রকারগণ শ্রীমতী রাধারাণীকে খুঁজে পেয়েছেন। সনাতন গোস্বামী এবং জীব গোস্বামীকে অনুসরণ করে শ্রীকৃষ্ণদাস কবিরাজও শ্রীচৈতন্যচরিতামৃতের আদিলীলায় বলেছেন,
ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন বলেই তাঁর নাম রাধা।

“কৃষ্ণময়ী কৃষ্ণ যাঁর ভিতরে বাহিরে ।
যাঁহা যাঁহা নেত্র পড়ে তাঁহা তাঁহা কৃষ্ণ স্ফুরে।
কিম্বা প্রেমরসময় কৃষ্ণের স্বরূপ।
তাঁর শক্তি তাঁর সহ হয় একরূপ ॥
কৃষ্ণবাঞ্ছা-পূর্ত্তি-রূপ করে আরাধনে ।
অতএব রাধিকা নাম পুরাণে বাখানে।।”

(শ্রীচৈতন্যচরিতামৃত: আদিলীলা,০ ৪)
(শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীসুবোধচন্দ্র মজুমদার (সম্পাদিত), 'কৃষ্ণদাস গোস্বামী বিরচিত শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত', দেবসাহিত্য কুটীর,কোলকাতা : মে ২০২২, পৃ. ৩৭)

বৈষ্ণবীয় আরাধনা অর্থে রাধা শব্দটি শৌনকাচার্যকৃত 'বৃহদ্দেবতা' গ্রন্থেও পাওয়া যায়।

মহানাম্ন্য ঋচো গুহ্যাস্ তা ঐন্দ্রশ্চৈব যো বদেৎ।
সহস্রযুগপর্যন্তম্ অহর্ব্রাহ্মং স রাধ্যতে।।
(বৃহদ্দেবতা: ০৮. ৯৮)

"মহানাম্নী ঋক্ হলো গুহ্য এটি ইন্দ্রকে সমর্পিত। যাঁরা এর আরাধনা করেন, তাঁরা সহস্র বর্ষের ব্রহ্মার একদিন প্রাপ্ত হন।"

ড. শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী
সহকারী অধ্যাপক
সংস্কৃত বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

#এই #ও #ও

02/09/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

❤️💕শুভ রাধাষ্টমী 💕❤️❤️যে প্রেমে রাখে বেঁধে, সেই হলো রাধে, যে "রাধে রাধে" বলে কাঁদে, কৃষ্ণ তাকেই প্রেম ডোরে বাঁধে।❤️❤️💕বল...
31/08/2025

❤️💕শুভ রাধাষ্টমী 💕❤️

❤️যে প্রেমে রাখে বেঁধে, সেই হলো রাধে, যে "রাধে রাধে" বলে কাঁদে, কৃষ্ণ তাকেই প্রেম ডোরে বাঁধে।❤️❤️
💕বলো "রাধে রাধে"🙏🙏

🌿আমার সকাল তুমি করিয়াছো প্রেমময়, দিয়েছো মোরে কৃষ্ণনাম কর্ণে দান, এই কৃতজ্ঞতা আমি কিভাবে করিবো প্রকাশ, আমায় করোহে সকল পাপ হইতে পরিত্রাণ।🌿


গণপতি বাপ্পা মোরিয়া। 🙏🐘📜 গণেশ চতুর্থী পূজা ২০২৫ (১৪৩২)গণেশ চতুর্থী শুরু হচ্ছে:- ৯ই ভাদ্র ২৬ শে অগাস্ট মঙ্গলবার দিবা ১২:৫...
27/08/2025

গণপতি বাপ্পা মোরিয়া। 🙏🐘

📜 গণেশ চতুর্থী পূজা ২০২৫ (১৪৩২)

গণেশ চতুর্থী শুরু হচ্ছে:- ৯ই ভাদ্র ২৬ শে অগাস্ট মঙ্গলবার দিবা ১২:৫৫ মি:।
গণেশ চতুর্থী ছাড়ছে:- ১০ইভাদ্র ২৭ শে অগাস্ট বুধবার দিবা ২:২০ মি:।

🌺 গণেশ চতুর্থী মাহাত্ম্যঃ🌺
হিন্দু ধর্মীয় বিশ্বাসে ভগবান গণেশ হলেন বুদ্ধি, জ্ঞান, সমৃদ্ধি ও বিঘ্নহর্তা দেবতা। শাস্ত্র মতে, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে গণেশ পূজা করলে জীবনের সকল বাধা-বিপত্তি দূর হয় এবং ভক্তের জীবনে কল্যাণ, সৌভাগ্য ও শান্তি নেমে আসে। এই দিনে বিশেষভাবে ভগবান গণেশের পূজা করলে পারিবারিক অশান্তি দূর হয়, শিক্ষার্থীদের জ্ঞানবৃদ্ধি ঘটে, ব্যবসা-বাণিজ্যে উন্নতি হয় এবং অশুভ শক্তি নাশ হয়।

🥥 উপবাসের নিয়ম 🥥

👉 ২৭শে আগস্ট (পূজার দিন):
মন্দিরে যাওয়ার পূর্বে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন।
অঞ্জলি প্রদানের আগ পর্যন্ত নির্জলা উপবাস পালন করুন (অশক্ত হলে ফলাহার/জল গ্রহণ করা যেতে পারে)। পূজা সমাপ্তির পর প্রসাদ ও ভোগ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করুন।

🌟 উপবাসের ফলপ্রসূতা 🌟
🔹 ভক্তের জীবনে বাধা-বিঘ্ন দূর হয়। 🔹 পারিবারিক সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। 🔹 সন্তান লাভ ও সন্তানের মঙ্গল কামনায় বিশেষ ফল পাওয়া যায়। 🔹 বিদ্যা, বুদ্ধি ও কর্মক্ষেত্রে উন্নতি সাধিত হয়। 🔹 পূর্বজন্মের পাপ ক্ষয় হয় ও আত্মিক শান্তি লাভ হয়।।
ওম গনেশায় নমঃ🙏🌺🙏
ধন্যবাদ। 🙏🙏🙏

অন্নদা একাদশীর মাহাত্ম্য:-🌿🙏🙏এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহা...
19/08/2025

অন্নদা একাদশীর মাহাত্ম্য:-🌿🙏🙏

এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, “হে কৃষ্ণ! ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী।” শ্রীকৃষ্ণ বললেন, “হে রাজন! আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন।

ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় ‘অন্নদা’। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী, চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হল যে, তিনি নিজের স্ত্রী-পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র! এই পূণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্যরক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কর রূপে গ্রহণ করতেন।

এই ভাবে তাঁর বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে ‘কি করি, কোথায় যাই, কী ভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই’- এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, ‘হে রাজন! ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন! আপনার পূণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন।

এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তাঁর সমস্ত পাপ দূর হল। হে মহারাজ! এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথা বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয়স্বজন ও নগরবাসী-সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।”🌿🙏🙏
🙏🌿 হরে কৃষ্ণ 🌿🙏
🙏🌿 জয় শ্রীকৃষ্ণ 🌿🙏
🙏🌿 জয় রাধামাধব 🌿🙏

অন্নদা একাদশী পারণ সময়:-
০৫:৩৬-০৯:৫৩ মিনিট..(বাংলাদেশ সময়)
০৫:১৫-০৯:৩১ মিনিট..(ভারত সময়)

একাদশীর পারণ মন্ত্র:-একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব ।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব ।।”
এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয়🌿🌿🙏🙏

🙏🌿 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 🌿🙏
🙏🌿 হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🌿🙏
🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏

17/08/2025

শ্রী শ্রী কৃষ্ণের অভিষেক দর্শন।

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সনাতনী- Sanatani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share