যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

  • Home
  • Bangladesh
  • Khulna
  • যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়
18/03/2025
জানি না তুমি কেমন আছো ?তবে খুব জানতে ইচ্ছে করে , ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ?কারন তোমার সেই সুখগু...
29/05/2024

জানি না তুমি কেমন আছো ?
তবে খুব জানতে ইচ্ছে করে , ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ?
কারন তোমার সেই সুখগুলোর মাঝে যে আমার কিছু কান্না মিশে আছে । তোমায় কোনোদিন বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি ।
হয়তো বুঝে ও না বুঝার অভিনয় করেছিলে তখন ।
আচ্ছা একটা কথা বলবে ?
সত্যিই কি তুমি মন থেকে অন্য কাউকে ভালবাসতে পেরেছো নাকি সেই চিরচেনা অভিনয়ের মাঝে নিজেকে সঁপে দিয়েছো ??

08/02/2023

জরুরী ব্লাড প্রয়োজন
AB (+) রক্তদাতারা এগিয়ে আসুন।
রক্তদানের স্থান: Shakh Abu Naser Hospital, Khulna.
যোগাযোগ: 01735199916.

যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবেযিনা কাকে বলে? কোন কাজ গুলো যিনা? যিনা সম্পর্কে বিস্তা...
05/10/2022

যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে

যিনা কাকে বলে?
কোন কাজ গুলো যিনা?

যিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং যিনা করার পূর্বে এই হাদীসটিএকবার পড়ে নিন!!

যিনা কী?
শুধুই অবৈধ ভাবে মেলামেশা করাকেই যিনা বলা হয়? না!!

হাদীসের ভাষায় যিনা বহু প্রকারে বিভক্ত। যেমনঃ
০১। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা!
০২। যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা!
০৩। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শকরা হাতের যিনা!
০৪। ব্যাভি চারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা!
০৫। সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যিনা।
০৬। যিনার কল্পনা করা ও আকাংখা করা মনের যিনা!
০৭। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-----(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!

অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যিনা মনে করে থাকি! এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত ননতো?

যিনা স্পষ্ট হারামঃ
আল্লাহ তা'আলা যিনাকে হারাম ঘোষণা করে বলেনঃ -------"তোমরা যিনার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
-----(সুরা বনী-ইসরাঈল আয়াতঃ ৩২)

যিনার শাস্তিঃ
যিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
---------"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন)চলছিলো! আমি জিবরাঈল(আঃ )কে জিজ্ঞেস করলামঃ এরা কারা???"

জিবরাঈল(আঃ) বললেনঃ
-------"তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ!"
-----(বুখারী)

যিনা কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
সেদিন যিনা কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!

তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া।

আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণহা থেকে দুরে থাকার তৌফিক দান করুন। আমিন

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো,  অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারন তোমার ...
05/10/2022

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো, অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারন তোমার চাকুরী আছে।আমিও ভেবে দেখেছিলাম তাই তো!কিন্তু বাস্তবতা উল্টো যত ভালো জবই থাকুক না কেন?

দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে হয় সে আপনাকে করুনা করবে না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনার রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য।
ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও প্রতিনিয়ত এখন খোটা দেয় আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো,
আমি খারাপ ইত্যাদি কিন্তু এখন এসব সহ্য করে সংসার করে যেতে হবে।
আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই
মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা, সব সময় নিজেকে ছোট মনে হয়।
দ্বিতীয় পুরুষের ছোয়ায়
প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত
এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়।
স্বামী স্ত্রীসম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন, তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না।

আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে।
সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে।
* পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি
হলে নিজেদের মধ্যে
সমাধান করুন
আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী
নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে
স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন
মানসিকতার পরিবর্তন করুন।
মনে রাখবেন
আপনি নারী।
আর সে পুরুষ আল্লাহ
পুরুষদের কে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন
আপনাকে না।

লেখিকাঃ আফিয়া সিদ্দিকা আপু

সিঙ্গাপুরের মেয়েরা 👉 কানাডার রাস্তা দিয়া👉আমেরিকার ছাতা নিয়া👉সুইজারল্যান্ডএর স্কুলে যাচ্ছে....উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন 🤣🤣🫣
23/09/2022

সিঙ্গাপুরের মেয়েরা 👉 কানাডার রাস্তা দিয়া
👉আমেরিকার ছাতা নিয়া👉সুইজারল্যান্ড
এর স্কুলে যাচ্ছে....উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন 🤣🤣🫣

Address

Khulna
Khulna
9240

Alerts

Be the first to know and let us send you an email when যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category