Mehedi BD RecordS

Mehedi BD RecordS Photography & Videography

15/05/2025

আঘাত সবসময় চোখে দেখা যায় না, কিছু আঘাত কেবল হৃদয়ে ক্ষত রেখে যায়।সবাই জেনে যায় গল্পের শেষে কে কাঁদল, কিন্তু কেউ বোঝে না শুরুটা কতটা পোড়ানো ছিল।

I Don't Care You Are Good or Bad if you Respect me, I will Respect You!
08/05/2025

I Don't Care You Are Good or Bad if you Respect me, I will Respect You!

07/05/2025

Life has no script, live it.

"Knowing when to take the Risk is related to how Focused you are on your Goals."
02/05/2025

"Knowing when to take the Risk is related to how Focused you are on your Goals."

একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের ল...
02/05/2025

একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। ধীরে ধীরে সে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়!

সকালে ঘুম থেকে উঠে মনে হয়, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলাল না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়, কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে! "তোমার অভিজ্ঞতা নেই," "আমাদের লোক লাগবে না," "তুমি আনফিট" এই কথাগুলো তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় তিলে তিলে!

বাড়িতে ফিরে দেখে, মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা মুখ ঘুরিয়ে নেন, ছোট ভাইবোনের চোখেও এক ধরনের প্রশ্ন "তুমি আসলে করছটা কি?" যাকে সে ভালোবাসে, সেও ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে টাকা রোজগার করা শিখতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছু চেনে না!

বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না, কারণ সে জানে, স্বপ্ন কেবল টাকাওয়ালাদের জন্য! এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায়। এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো। অভাবের যু*দ্ধে সবাই টিকে থাকতে পারেও না। কেউ আ*ত্মহ*ত্যা করে, কেউ কাপুরুষের মতো জীবন কাটায়, আর কেউ মেনে নেয় "জন্মই আমার আজন্ম পাপ!"

🔧 ১ মে - আন্তর্জাতিক শ্রমিক দিবস 🔧শ্রমজীবী মানুষের ঘামে গড়া এই পৃথিবী।এই দিনে শ্রদ্ধা জানাই তাদের, যাদের পরিশ্রমে আমাদের...
01/05/2025

🔧 ১ মে - আন্তর্জাতিক শ্রমিক দিবস 🔧
শ্রমজীবী মানুষের ঘামে গড়া এই পৃথিবী।
এই দিনে শ্রদ্ধা জানাই তাদের, যাদের পরিশ্রমে আমাদের জীবন চলে। তাদের অবদানেই গড়ে উঠেছে সভ্যতার ভিত।
চলো, তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাই হৃদয়ের গভীর থেকে।✊

#আন্তর্জাতিকশ্রমিকদিবস

30/04/2025

“Very soon, you’ll smile and say, ‘God, this is more than I ever prayed for.’”

"Success is not a luck it's a game of Patience and Hard work."
28/04/2025

"Success is not a luck it's a game of Patience and Hard work."

Address

Bagerhat
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi BD RecordS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share