Nill creations

Nill creations বন্ধু হলে আমিও বন্ধু হয়ে যাব 🙋‍♀️🙋‍♀️
আমার বাড়ি আসার জন্য ধন্যবাদ 🙏🙏🙏
নিজের প্রতি বিশ্বাস রাখুন🙂🙂
(5)

বাঘ আর চালাক কচ্ছপের শিক্ষনীয় ছোট গল্পএকদিন খুব সকালে এক বাঘ খাবারের খোঁজে বের হলো। বনের মধ্যে বাঘ আস্তে আস্তে পায়ে হাটত...
25/10/2025

বাঘ আর চালাক কচ্ছপের শিক্ষনীয় ছোট গল্প
একদিন খুব সকালে এক বাঘ খাবারের খোঁজে বের হলো। বনের মধ্যে বাঘ আস্তে আস্তে পায়ে হাটতে থাকলো আর শিকার খুঁজতে লাগল। সে খুঁজল হরিণ, খরগোশ, এমনকি পাখিও। কিন্তু ভাগ্য যেন সেদিন তার পক্ষে ছিল না। সারাদিন খুঁজেও সে একটা শিকারও পেল না। পেট খিদেয় চুঁ চুঁ করছে বাঘের।

সন্ধ্যা নামছে, বাঘ শিকার না পেয়ে ক্লান্ত পায়ে নিজের ডেরার দিকে ফিরতে লাগল। ঠিক তখনই তার চোখে পড়ল একটা অদ্ভুত প্রাণী রাস্তার পাশে আস্তে আস্তে যাচ্ছে। ওটা ছিল এক কচ্ছপ।

বাঘ এর আগে কখনো কচ্ছপ দেখেনি। সে অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বাঘ মনে মনে ভাবল, এ আবার কেমন প্রাণী ।

কচ্ছপও বাঘকে দেখতে পেল। ভয় পেয়ে খোলসের ভেতর মাথা ঢুকিয়ে ফেলল। বাঘ ধীরে ধীরে কাছে গিয়ে গন্ধ শুঁকল। কিছুক্ষণ পর কচ্ছপ ধীরে ধীরে মাথা বের করল।

বাঘের পেটে তখন ভীষণ খিদের জ্বালা, সে ভাবল,আজ সারাদিন কিছুই খেতে পারিনি, যদি অন্য শিকার না পাই, এই ছোট প্রাণীটাকেই খেয়ে ফেলি।

যেই ভাবা, সেই কাজ। বাঘ এক লাফে কচ্ছপকে ধরে ফেলল আর কামড়াতে শুরু করল।

কিন্তু সমস্যা হলো কচ্ছপের খোলসটা এত শক্ত যে বাঘের ধারালো দাঁতও কিছুই করতে পারল না। বাঘ একবার কামড়ায়, দুইবার কামড়ায়, কিছুই হয় না। শুধু ঠক ঠক শব্দ হয়, যেন পাথর কামড়াচ্ছে।

বাঘ বিরক্ত হয়ে বলল,এ কেমন শিকার রে। দাঁত ব্যথা হয়ে গেল।

কচ্ছপ ধীরে ধীরে মাথা বের করল। তারপর চালাকি করে বলল,এইভাবে আমাকে খাওয়া যাবে না, যদি সত্যিই আমাকে খেতে চাও, তাহলে একটা কাজ করো। আমাকে পানিতে ফেলে দাও। পানিতে পড়লেই আমার খোলস নরম হয়ে যাবে। তখন আমায় সহজেই খেতে পারবে।

বাঘও মনে করল, কচ্ছপটাকে পানিতে ছেড়ে দিই, তাহলে এটা নরম হবে, খাওয়ার উপযুক্ত হবে। তখন এটাকে মজা করে খাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। বাঘ কচ্ছপকে ধরে কাছের জলাশয়ে নিয়ে গেল। তারপর কচ্ছপকে পানিতে ছুড়ে ফেলল।

কচ্ছপ পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই হাত-পা-মাথা বের করে ফেলল। এক মুহূর্তে সে সাঁতরে দূরে চলে গেল। সে যতটা পারে তত দ্রুত সাঁতরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বাঘের নাগালের বাইরে চলে গেল।

বাঘ অবাক হয়ে চেয়ে রইল। তার চোখের সামনে শিকার সোজা পালিয়ে গেল। সে কিছুই করতে পারল না। শুধু জলাশয়ের ধারে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করল আর রাগে গজগজ করতে থাকলো। তারপর ধীরে ধীরে লেজ গুটিয়ে নিজের ডেরার দিকে ফিরে গেল।
এইজন্য বলে বুদ্ধি থাকলে অনেক ভাবেই বেঁচে ফিরে যায়
Nill creations

25/10/2025

লাইক কমেন্ট করে কোন লাভ নাই 🖐️

25/10/2025

এইগুলো তো ফ্রিতে দেওয়ার কথা 🤣🤣

কাজ করতে গেলে অলসতা এসে মাঝপথে বসে পড়ে! 😅
25/10/2025

কাজ করতে গেলে অলসতা এসে মাঝপথে বসে পড়ে! 😅

সবাই কি ঘুমিয়ে পড়েছ নাকি জেগে আছো, সবাইকে জানাই শুভ রাত্রি শুভেচ্ছা  🌸
24/10/2025

সবাই কি ঘুমিয়ে পড়েছ নাকি জেগে আছো, সবাইকে জানাই শুভ রাত্রি শুভেচ্ছা 🌸

এক মালী আর তার সাদা বকের শিক্ষনীয় গল্পএক গ্রামে এক বৃদ্ধ মালী বাস করতেন। তিনি তার জীবনের প্রায় সবটাই গাছপালা লাগিয়ে এব...
24/10/2025

এক মালী আর তার সাদা বকের শিক্ষনীয় গল্প
এক গ্রামে এক বৃদ্ধ মালী বাস করতেন। তিনি তার জীবনের প্রায় সবটাই গাছপালা লাগিয়ে এবং তাদের যত্ন নিয়ে কাটিয়েছেন। তার বাগান ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। বাগানের প্রতিটি গাছ তার নিজের সন্তানের মতো ছিল।

তার বাগানে একটি সাদা বক বাস করত। বকটি প্রতিদিন সকালে বাগানের লতা-পাতার ফাঁকে পোকামাকড় খেত এবং বাগানকে রোগমুক্ত রাখত। বৃদ্ধ মালী তাকে খুব ভালোবাসতেন এবং তার জন্য নিয়মিত খাবার রাখতেন। বকটি মালীকে দেখলেই তার চারপাশে উড়তে শুরু করত। তাদের সম্পর্ক ছিল যেন একে অপরের প্রতি অগাধ বিশ্বাসের।

একদিন সকালে মালী বাগানে কাজ করছিলেন। তখন তিনি দেখতে পান, তার প্রিয় একটি আমগাছের গোড়ায় মাটি খুঁড়ে যেন কেউ গর্ত করেছে। তিনি মনে করলেন, এটি নিশ্চয়ই কোনো বেজি বা বড় পোকা করেছে। গাছটি শুকিয়ে যাওয়ার ভয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন।

ঠিক তখনই বকটি তার ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে মাটির গর্তের কাছে বসে। মালী দেখলেন, বকটি যেন গর্তটি আরও বড় করার চেষ্টা করছে। এটি দেখে মালী খুব রেগে গেলেন। তিনি ভাবলেন, বকটি হয়তো তার গাছের ক্ষতি করছে। রাগে তিনি একটি কাঠি হাতে তুলে নিলেন এবং বকটির দিকে তেড়ে গেলেন।

বকটি ভয়ে উড়ে গাছের ডালে গিয়ে বসে, কিন্তু কিছুক্ষণ পর আবারও নিচে নামে এবং একই গর্তের কাছে ফিরে যায়। এবার মালী আর সহ্য করতে পারেননি। তিনি কাঠি দিয়ে বকটির ডানা আঘাত করেন। বকটি কাতর শব্দ করে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আহত হয়ে মাটিতে পড়ে যায়।

এতদিনের সঙ্গী বকটির এই অবস্থা দেখে মালী হতভম্ব হয়ে যান। তিনি বুঝতে পারেন, তার রাগ তাকে কত বড় ভুল করিয়েছে। বকটি রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে।

মালী গর্তের দিকে তাকিয়ে দেখেন, সেখানে একটি বিষধর সাপ বসে আছে, যা হয়তো আমগাছের গোড়া নষ্ট করার পাশাপাশি তাকে আক্রমণও করতে পারত। বকটি আসলে গর্তের সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল। মালী এক লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলেন, কিন্তু ততক্ষণে বকটি মারা গেছে।

মালী দীর্ঘ সময় ধরে বকটির নিথর দেহ হাতে নিয়ে বসে থাকেন। তার হৃদয় অনুশোচনায় ভরে ওঠে।

শিক্ষা:
এই গল্প আমাদের শেখায় যে, রাগ ও ভুল বোঝাবুঝি মানুষকে অনুশোচনায় ডুবিয়ে দিতে পারে। প্রিয়জনের কাজের গভীর অর্থ বোঝার চেষ্টা না করে তাদের ওপর রাগ করা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না।
গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন
Nill creations

24/10/2025

মানুষ যেন দুবেলা ছটফট করছে 😳😳
゚viralfbreelsfypシ゚viral

24/10/2025

জীবনে ভালো অভ্যাস তৈরি করুন 🙏

অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে থাকে,তাদের শেষটা সুন্দর হোক!🖤  Good morning
24/10/2025

অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে থাকে,তাদের শেষটা সুন্দর হোক!🖤
Good morning

Good night sweet dream all friend 😴😴
23/10/2025

Good night sweet dream all friend 😴😴

23/10/2025

অবশেষে জিততে পারলো বাংলাদেশ 🏏
゚viralfbreelsfypシ゚viral

23/10/2025

কে কে Indra Mitra ভিডিও দেখতে পছন্দ করে
゚viralfbreelsfypシ゚viral

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nill creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share