
25/09/2025
আমিও পেয়ে গেলাম সোনার হরিন।।
তবে একটা মজার বিষয় হলো আমার পরিবার কিন্তু অনেক ছোট।। মাত্র ১০৩৪ সংখ্যক সদস্য আমার পরিবারে। যারা আমার মত নতুন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং পাবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে।আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালবাসার জন্য।পোস্টটি সামনে গেলে আমার পরিবারে যুক্ত হয়ে আপনার পরিবারের সদস্য হওয়ার সুযোগ করে দেবেন। সবার জন্য শুভকামনা।আর নতুন ক্রিয়েটরদের একটাই আশা, কন্টেন্ট মনিটাইজেশন।অবশ্য আমার গল্প আপনাদের বলব যাতে আপনারাও আপনাদের স্বপ্নের দারপ্রান্তে যেতে পারেন।
শুভকামনা সবার জন্য।