
22/07/2025
সিজা সামান্য একটু অসুস্থ হলেই আমি আর আমার বউ পাগল হয়ে যাই যে সাডেনলি আমার মেয়ের কি হলো। যখন আমি ছোট ছিলাম তখন স্কুল থেকে আসতে কিছুটা দেরি হলে আম্মু বাসার বাইরে দাড়িয়ে আমার জন্য অপেক্ষা করতো দেখতাম । একদিন তো আম্মু কেঁদেই ফেলেছিল দেরি হয়েছে তাই আর আম্মু বলতো যখন তোর বাচ্চা হবে তখন বুঝবি যে বাচ্চার প্রতি কি মায়া আর কত চিন্তা হয় বাচ্চার জন্য। আজ আম্মু নেই তবে আম্মুর অনেক কথাই এখন অনেক বেশি মনে পরে।
গত কাল অনেক গুলো ছোট ছোট পাখি জান্নাত এ চলে গেছে। তবে তাদের বাবা মা এর উপর দিয়ে যে কি যাচ্ছে সেইটা না হারিয়েও বুঝতে পারছি। আল্লাহ সবাই কে সহ্য করার ক্ষমতা দিক এইটাই চাই।
#মাইলস্টোন #উত্তরা #বিমান