The Sunmoon Diaries

The Sunmoon Diaries Assalamualikum, it's Tanjil. Welcome to My Page and Fi-Amanillah.

10/08/2025

Live from tanguar hour..

28/07/2025

"তোমরা জিনার ধারে কাছেও যেও না"

📖 শুরুতেই কুরআনের আয়াত:

"وَلَا تَقْرَبُوا ٱلزِّنَىٰٓ ۖ إِنَّهُۥ كَانَ فَـٰحِشَةًۭ ۛ وَسَآءَ سَبِيلًۭا"

“তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেয়ো না। নিঃসন্দেহে এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ।”
— (সূরা আল-ইসরা, আয়াত ৩২)

আল্লাহর এই আয়াত আমাদের সময়ের জন্য এক মহামূল্যবান সতর্কবার্তা। আল্লাহ বলেননি শুধুই "ব্যভিচার করো না"—বলেছেন,
"ধারে কাছেও যেয়ো না"।

এর অর্থ কী?

👉 হারাম দৃষ্টি,
👉 অসৎ মেসেজিং,
👉 সোশ্যাল মিডিয়ার ‘ইনোসেন্ট’ চ্যাট,
👉 প্রেমের নামে সম্পর্ক—সবই এই ‘ধারে-কাছেও না যাওয়ার’ মধ্যে পড়ে।

💔 আজকের বাস্তবতা কী?

আজ ‘প্রেম’ নামে চলছে হারাম সম্পর্কের স্বীকৃতি।
TikTok, Instagram, Facebook—সবখানে নারীর ছবি দেখে, মেসেজ দিয়ে, কমেন্ট করে—একটি জাতির ঈমান নষ্ট হয়ে যাচ্ছে!

তরুণরা ভাবে: “এ তো শুধু একটু কথা বললাম, একটু দেখলাম…”
কিন্তু শয়তান তো ছোট পথ দিয়ে ঢোকে।

⚠️ রাসূল ﷺ এর হুঁশিয়ারি:

> "আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনার আশঙ্কা করি না।"
— (সহীহ বুখারী ও মুসলিম)

ব্যভিচার এমন এক পাপ—যা কেবল শরীর নয়, আত্মাকেও ধ্বংস করে।
একবার পা দিলেই পরিণতি হয়:

দুনিয়ায় অপমান, গ্লানি

পারিবারিক জীবন ধ্বংস

অন্তরে অশান্তি

এবং আখিরাতে ভয়াবহ শাস্তি

🕊️ তাহলে করণীয় কী?

✅ দৃষ্টির হেফাজত করো
✅ হারাম সম্পর্ক থেকে দূরে থাকো
✅ হালাল বিয়ের পথ খোঁজো
✅ নিজেকে কুরআন, নামাজ ও দ্বীনের আলোয় রাখো।

✨ দাওয়াতি আহ্বান:

ভাই,
আল্লাহ তোমাকে ভালোবাসেন।
তোমাকে জান্নাত দিতে চান।
এই ক্ষণিকের ফিতনার জন্য যেন আমরা চিরস্থায়ী জাহান্নামে পড়ে না যাই!

তাই ফিরে এসো,
হালাল পথে চলো,
ফিতনার ধারে-কাছেও যেও না।

শেষ কথা:

> "যে ব্যক্তি আল্লাহর ভয় করে, তিনি তার জন্য নিষ্কৃতি ও রিজিকের ব্যবস্থা করে দেন।"
— (সূরা তালাক: ২-৩)

24/07/2025

🤍

18/07/2025

"Time’s got wings. Live before it lands."

শান্তশিষ্ট একদম নিরিবিলি পরিবেশ...
06/07/2025

শান্তশিষ্ট একদম নিরিবিলি পরিবেশ...

02/07/2025

আহ! বৃষ্টি তো না যেন তুফান! 🌧️
আল্লাহ যখন দেন, তখন ঝড়ে-বকরে ভরিয়ে দেন! 😛
ছাতা গেল উড়ে, রাস্তায় পানি সাঁতার,
তবুও মনটা বলছে—এই বৃষ্টি, এই প্রেম, বারবার! ☔❤️

#বৃষ্টিভেজা_দিন #আলহামদুলিল্লাহ #বাংলারবৃষ্টি

---

26/05/2025

দেবতাখুম—নীরবতা, সবুজ আর শান্তির নাম। খুব মিস করছি সেই মুহূর্তগুলো।

#দেবতাখুম #ভ্রমণস্মৃতি

02/05/2025

অসাধারণ বক্তব্য...♥️

প্রকাশনা উৎসব -২০২৫
04/02/2025

প্রকাশনা উৎসব -২০২৫

27/01/2025
06/01/2025

বাড়ি ফেরাটা যতটা আনন্দের, চলে আসাটা তার থেকেও বেদনার ....😥
"রাব্বির হাম-হুমা কামা রব্বানী সগিরা.

"হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি রহম করো,, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন"...🤲
আল্লাহ আমার মা-বাবা কে শারিরীক সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন

Address

Jessore
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when The Sunmoon Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Sunmoon Diaries:

Share