My Green World

My Green World শক্তি আর ধৈর্য থাকলে গাছের জগতে আপনাকে স্বাগত।

11/09/2025


#কক্সবাজার

10/09/2025

গরীবের ইলিশ মাছ, শুভ সকাল 🤭
#মাছরান্না
#ইলিশভাজা

04/09/2025

নারী আমি~
মৌনতার আড়ালে ইচ্ছে ঢাকি,
অপমানেও নিজেকে সামলে রাখি।
যুক্তি সাজাতে পাই ভয়,
মৃদু আঘাতে অন্তর ক্ষয়।
ঠোঁটে মিথ্যা হাসি,
নিঃস্বার্থে গোটা সংসারটাকে ভালোবাসি।
ত্যাগের মহীমায় কেউ হয় না খুশি,
অথচ সবেতে নাকি আমিই দোষী!

কলমে: সন্ধ্যাবাতি

04/09/2025

Please follow to my page to access exclusive posts, I will also try to give regular comments on your posts.

02/09/2025

আল্লাহ উত্তম রিজিকদাতা ❤️ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

#সূরা
#মুরগী_রান্না
#রেসিপি

28/08/2025

কর্নফ্লেক্সের প্রধান উপকারিতাগুলো হলো এটি শক্তি যোগায়, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, এতে আয়রন ও বিভিন্ন ভিটামিন থাকে যা রক্ত ​​সঞ্চালন ও দৃষ্টিশক্তির জন্য ভালো, এবং কম চর্বিযুক্ত হওয়ায় হৃদরোগের ঝুঁকি কমায়। তবে অতিরিক্ত চিনিযুক্ত কর্নফ্লেক্স ও ফলের সঙ্গে খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

উপকারিতা

★শক্তি বৃদ্ধি:
কর্নফ্লেক্সে থায়ামিন থাকে, যা গ্লুকোজ বিপাকে সাহায্য করে এবং শক্তি উৎপাদন করে।

★মস্তিষ্কের কার্যকারিতা:
ভিটামিন বি এবং আয়রনের উপস্থিতির কারণে কর্নফ্লেক্স মস্তিষ্কের সচলতা বজায় রাখতে সাহায্য করে।

★পুষ্টিগুণে সমৃদ্ধ:
এতে আয়রন, নিয়াসিন, ভিটামিন এ, রিবোফ্লাভিন, ভিটামিন বি এবং ভিটামিন বি ১২ এর মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান থাকে।

★হৃদরোগ প্রতিরোধ:
কর্নফ্লেক্সে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

★হিমোগ্লোবিন বৃদ্ধি:
আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত সঞ্চালন উন্নত করে।

সতর্কতা

★ওজন বৃদ্ধি:
কিছু কর্নফ্লেক্সে উচ্চ-ফ্রুক্টোজ কর্ন সিরাপ এবং চিনি থাকে, যা ওজন বাড়াতে এবং পেটে চর্বি জমাতে পারে।

★ডায়াবেটিসের ঝুঁকি:
উচ্চ গ্লাইসেমিক সূচক (খাবারের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ানোর ক্ষমতা) এবং চিনিযুক্ত কর্নফ্লেক্স ইনসুলিন প্রতিরোধ এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
ফল ও অতিরিক্ত চিনি সঙ্গে কর্নফ্লেক্স খেলে ফাইবার যোগ হলেও গ্লাইসেমিক ইনডেক্স বেড়ে যেতে পারে, যা শরীরের জন্য ভালো নয়।

#কর্নফ্লেক্স
#স্বাস্থ্যকর_খাবার

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Green World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share