Tandra

Tandra বাহ্যিক সৌন্দর্য হল একটি উপহার এবং অভ্যন্তরিন সৌন্দর্য হল একটি অর্জন।
(14)

25/07/2025

ভবিষ্যৎ নিয়ে চিন্তা আপাতত নেই!
এখন ঘুমাতে পারলেই বাঁচি!
🤭
শুভ রাত্রি

বিগত প্রায় পাঁচ মাস যাবৎ আমার অর্ধাঙ্গ একটা টুপি খুঁজে ঘরের আলমারি মাথায় তুলে ফেলসে! টুপির রঙ নাকি কালো!  আমিও বেচারি প্...
25/07/2025

বিগত প্রায় পাঁচ মাস যাবৎ আমার অর্ধাঙ্গ একটা টুপি খুঁজে ঘরের আলমারি মাথায় তুলে ফেলসে! টুপির রঙ নাকি কালো! আমিও বেচারি প্রচুর খুঁজে দেখসি পাইনি।আর না কখনো তারে দেখসি কালো টুপি পরতে।।
আজকে হঠাৎ রেগুলার জিনিসপাতি রাখার ক্যাবিনেট খুলে তিনি আনন্দিত হয়ে বলে আরে এই যে সেই কালো টুপি! আমার বউ এখানে রেখে ভুলে গেছে বলেইনাই আমারে।।
আমি বললাম দেখি কোন টুপি? সে দেখাইলো এইটা! আমি বললাম এইটার রঙ কি? সে বলে কালো🙂🙂
ধন্যবাদ প্রিয় নতুন করে কালো রঙ চেনানোর জন্য😆

অনেক সিনেমাতে দেখেছি বরেরা কি সুন্দর বউদের জন্য ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনে,তাদের ঘুম থেকে জাগায় আদর করে ডেকে। কাল রাতে ...
25/07/2025

অনেক সিনেমাতে দেখেছি বরেরা কি সুন্দর বউদের জন্য ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনে,তাদের ঘুম থেকে জাগায় আদর করে ডেকে। কাল রাতে আমি বরকে সে কথা বলতেই এড়িয়ে ফোনে ফেসবুক ঘাঁটা শুরু করে দিলো।

আজ সকালে বর আমাকে ডাকছে!
ডার্লিং, ও ডার্লিং... গুড মর্নিং, চলে এসো, ব্রেকফাস্ট রেডি।আমি তো প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি,আমি ব্রাশ করার আগেই খাবার টেবিলে গেলাম,দেখি উনি আমার ব্রেকফাস্ট খাবার টেবিলে সাজিয়ে, এক গাল রোমান্টিক হাসি নিয়ে বসে আছেন।
আজ আমার ব্রেকফাস্টে ছিলো পানি,চিনি
আর মুড়ি।🙂💔

গলদা চিংড়ি ভুনা সাথে ইলিশ মাছ ভুনা♥️😊
25/07/2025

গলদা চিংড়ি ভুনা সাথে ইলিশ মাছ ভুনা♥️😊

সবকিছুতে মুখ না ভরালে এই মহিলার ভালো লাগে না৷ আপনারা যারা বলেন কেনো সুযোগ পেলেই ওরে আমি রো-স্ট করি যার বড় কারণ সে নিজেই...
25/07/2025

সবকিছুতে মুখ না ভরালে এই মহিলার ভালো লাগে না৷ আপনারা যারা বলেন কেনো সুযোগ পেলেই ওরে আমি রো-স্ট করি যার বড় কারণ সে নিজেই৷

মাইলস্টোনে এতবড় একটা হৃদয়বিদারক ঘটনা ঘটলো এ মহিলা সেখানেও আসছে ফুটেজ নিতে৷ তিনি নাকি মাইলস্টোনের এক্স স্টুডেন্ট৷ প্লেন ব্লা-স্টে-র ঘটনা নিউজে আসার আগে নাকি মাইলস্টোন কোন টিচার উনাকে কল করে জানিয়েছে৷ উনাদের এক্স স্কুলের মেসেঞ্জার গ্রুপে টেক্সট করেছে।

মানে এমন ঘটনায় মানুষ জান নিয়ে কুলা পায় না। কিভাবে কি করবে মাথা কাজ করে না কিন্তু তিনি পুরানো স্টুডেন্ট তাই তাকে কল করে সবার আগেই জানানো হয়েছে। তোরে আগে জানাইসে তো কি করছস তুই? কয়টা বাচ্চার জা-ন বাঁচাইছস? কয়টা বাচ্চাকে পানি কিনে দিছস?

মানে হইন্নি মইন্নির জা-ত যখন একটু উপরে উঠে তখন নিজেরে প্রধানমন্ত্রী ভাবা শুরু করে 🙂

- তুলন

গ্রাম থেকে আনা কচুশাক ভাজি কইচ্যা চিংড়ি দিয়ে। কি যে মজা হয়েছে, উফফ। আমি এমন বাংগালী খাবারগুলা খেতেই বিদেশ যাই না। দেশের ...
25/07/2025

গ্রাম থেকে আনা কচুশাক ভাজি কইচ্যা চিংড়ি দিয়ে। কি যে মজা হয়েছে, উফফ। আমি এমন বাংগালী খাবারগুলা খেতেই বিদেশ যাই না। দেশের বাইরে স্যাটাল হওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও কখনো ট্রাই পর্যন্ত করি নাই। ছোটবেলায় স্কুলে আসা যাওয়ার সময় বাজারের কাছের একটা দোকান থেকে গান ভেসে আসতো। ট্যাপ রেকর্ডারে ক্যাসেটে বাজানো গানটা ছিলো- "আঁই যাইতান্নো দুবাই, দেশের বদইল্লা খুয়াই, বিশ্বরোডে মাটি কাডুম ডাইলের হানি খাই"
আমার অবস্থাও এই গানের মতো। যেমনই হোক দেশটা, তাও আমি কষ্ট করে হলেও এই দেশেই থাকতে চাই ❤️❤️

24/07/2025

হয়তো বেশিরভাগ ফ্যান ফলোয়ার ঘুমিয়ে গেছে, এখনো যারা জেগে আছেন care দিন।

ফ্রী থাকলে প্রশ্ন করেন উত্তর দেই...! 🌸❤️

চারদিন মৃ-ত্যু-র সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া (১৫) 💔
24/07/2025

চারদিন মৃ-ত্যু-র সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া (১৫) 💔

কতটা অ'সহায় হলে.. এমন বয়সে এই সিদ্ধান্ত নিয়েছে 😓
24/07/2025

কতটা অ'সহায় হলে.. এমন বয়সে এই সিদ্ধান্ত নিয়েছে 😓

24/07/2025

একটা জিনিস খেয়াল করেছেন.. আমরা ভুলেই গেলাম..পা-থ-র নিক্ষেপ করে মা-রা মানুষটির কথা🙂

বাংলাদেশ যু-দ্ধে অংশ গ্রহণ করলে..উল্টো আমাদের উপর'ই মি-সা-ই-ল ফালাবে 🙂
24/07/2025

বাংলাদেশ যু-দ্ধে অংশ গ্রহণ করলে..উল্টো আমাদের উপর'ই মি-সা-ই-ল ফালাবে 🙂

পূত্র সন্তানের বাবা হলেন তিন মিনিট একুশ সেকেন্ড সিনেমার নায়ক ওরফে বিশিষ্ট ব-উ ব্যবসায়ী ইলন মাস্কের ছোট ভাই বে-লু-ন মাস্ক...
24/07/2025

পূত্র সন্তানের বাবা হলেন তিন মিনিট একুশ সেকেন্ড সিনেমার নায়ক ওরফে বিশিষ্ট ব-উ ব্যবসায়ী ইলন মাস্কের ছোট ভাই বে-লু-ন মাস্ক 🙂

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tandra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tandra:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share