Rimi lifestyle

Rimi lifestyle welcome to my page. Like the page and follow me .insaallah, i will try to do something better.

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি  আমলসন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি ক...
23/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।

আজ দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ...
21/07/2025

আজ দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের প্লে নার্সারি ভবনের ওপর।

যেখানে কিছুক্ষণ আগেও শিশুরা খেলছিল, হেসে উঠছিল-সেখানেই মুহূর্তে লাশ, আগুন আর ছিন্নভিন্ন শরীর।
🔥 অনেক ছোট ছোট শিক্ষার্থী আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে… কেউ কেউ জীবন্ত দগ্ধ।

এই বয়সে যেখানে বই-খাতার গন্ধে ভরে থাকার কথা জীবন, সেখানে আজ বার্ন ইউনিটের ধোঁয়ায় ঢেকে গেছে সব।
পরিবারগুলো ছুটে এসেছে কান্নায় ভেঙে পড়ে -কারো সন্তান আর নেই, কারো ছেলেটা চুপচাপ পড়ে আছে ICU-তে।

‼️ এই প্রশ্ন এখন সবার মনে-
কীভাবে এমন জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলতে পারে? কে নেবে এর দায়?

আমরা বাকরুদ্ধ… অসহায়…
আল্লাহ এই নিষ্পাপ শিশুদের শহীদ হিসেবে কবুল করুন।
আহতদের সুস্থতা দান করুন।

আজকের দিনটা শুধু উত্তরা নয়, পুরো বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ।

   ゚viralシ
14/07/2025

゚viralシ

05/07/2025

Address

Khulna
9207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimi lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share