Rajib ghosh

Rajib ghosh please Follow my page ...

23/03/2025

কুসংস্কার
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................

23/03/2025

'বুকের উরনা কোই তোমার।

'এই সব উরনা দিতে ভালো লাগেনা আমার।
কারন খ‍্যাত-খ‍্যাত লাগে দেখতে।

'ঠিক আছে আজ থেকে আমাদের ব্রেকআপ!

'আশ্চর্য কিসের ব্রেকআপ।
তুমি চাইলে আর হয়ে গেলো নাকি।

'তোমাকে আমার ভালো লাগেনা মিমতা।
কারন তুমি দেখতে সুন্দর না।
আবার ব‍্যবহার ও ভালো না।

'মানে।

'কিছুনা আল্লাহ্ হাফেজ।
ভালো থাকি।

'কথাটি বলে যেইনা হাসিব একটু আসতে যাবে ঠিক সেই সময় মিমতা হাতটি ধরে বলে।

'এই জান কি হয়েছে তোমার বলোনা।
আমার কোন কথায় কি কষ্ট পেয়েছো।

'কষ্ট কেনো পাবো।

'তাহলে এসব বলতেছো আমাকে।

'যেই মেয়ে নিজের শরীর অন্য মানুষ কে দেখিয়ে আকৃষ্ট করতে চায়!
সেই মেয়েকে আমি ভালোবাসতে পারবো না।

'আমি উরনা পরিনাই বলি এসব বলতেছো।

'জানি না।

'ঠিক আছে কথা দিলাম আর কখনো উরনা ছাড়া
বের হবো না কিন্তু তোমাকে ও কথা দিতে হবে
তুমি পাচ ওয়াক্ত নামাজ পরবে।

'আমি রাজি।
তোমাকে পর্দায় থাকতে হবে সব সময়।

'ঠিক আছে।

'I love you 😚

'I love you to পাগল আমার 💘

'আমাদের কিন্তু এখন বিয়ে করা দরকার মিমতা।
কারন ইসলামের দিক দিয়ে ভালোবাসা হারাম?

'সেটা ঠিক বলছো।
শোন আমার আসায় বিয়ের প্রস্তাব পাঠাও।
আমার বিশ্বাস সবাই রাজি হবে।

'ঠিক আছে।

'এর পরে হাসিব বাসায় এসে তার পরিবারের
মানুষ কে সব কিছু বুঝিয়ে বলে।
যা শুনে সবাই রাজি হয় এবং মিমতার বাড়িতে
বিয়ের প্রস্তাব পাঠায়?

'হাসিবের বাড়িতে যেমন সবাই রাজি হয়েছে।
ঠিক তেমনি মিমতার বাড়িতেও সবাই রাজি হয়।

'পরবর্তীতে দুজনের বিয়ে হয়।
আর এভাবেই একটি ভালোবাসা পূর্ণতা পায়।

'যদি আপনাদের ভালোবাসা পূর্ণতা দিতে চান
তাহলে পালিয়ে যান!
কারন বাড়িতে এই কথা বললে ঝাড়ু দিতে পিঠাবে 🥵

অনুগল্প : পরি পুর্ণতা

23/03/2025

সবাইকে শুভ বিকাল

15/03/2025

অহংকার করে লাভ নেই! মৃত্যু নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত
😐

15/03/2025

পারিনা তাই পড়িনা, পড়িনা তাই পারিনা, পড়লেও পারিনা তাই পড়িনা, পড়িও না তাই পারিও না!

15/03/2025

সবাইকে শুভ সকাল

15/03/2025

সবাই কেমন আছেন

26/02/2025

শুভ রাত্রি সবাইকে 🌙🌃🌌😴

26/02/2025

টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষক-শিক্ষার্থীরা

26/02/2025

✅ জেনে নিন বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের নামঃ
১। পিরোজপুর - পেয়ারা, ডাব, আমড়া
২। কক্সবাজার - মিষ্টিপান
৩। কিশোরগঞ্জ - বালিশ মিষ্টি, নকশি পিঠা
৪। কুমিল্লা - রসমালাই
৫। কুষ্টিয়া - তিলের খাজা, কুলফি আইসক্রিম
৬। কুড়িগ্রাম- (জানা নেই)
৭। খাগড়াছড়ি - হলুদ
৮। খুলনা - সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি
৯। গাইবান্ধা - রসমঞ্জরী
১০। গাজীপুর - কাঁঠাল, পেয়ারা
১১। গোপালগঞ্জ- ( জানা নাই)
১২। চট্রগ্রাম - মেজবান, শুটকি
১৩। চাঁদপুর - ইলিশ
১৪। চাঁপাইনবাবগঞ্জ - আম, শিবগঞ্জে'র চমচম, কলাইয়ের রুটি
১৫। চুয়াডাঙ্গা - পান, ভুট্টা
১৬। জয়পুরহাট- কঁচুর লতি
১৭। জামালপুর - ছানার পোলাও, ছানার পায়েস
১৮। ঝালকাঠী - লবন, আটা
১৯। ঝিনাইদাহ - হরি ও ম্যানেজারের ধান
২০। টাঙ্গাইল - চমচম, মধুপুরের আনারস।
২১। ঠাকুরগাঁও - সূর্য্যপুরী আম
২২। দিনাজপুর - লিচু, পাপড়, চিড়া, শীদল, কাটারিভোগ চাল
২৩। ঢাকা - বাকরখানি, হাজীর/নান্নার বিরিয়ানী
২৪। নওগাঁ - প্যারা সন্দেশ, চাল
২৫। নরসিংদী - সাগর কলা
২৬। নড়াইল - পেড়ো সন্দেশ, খেজুরের রস ও গুড়
২৭। নাটোর - কাঁচাগোল্লা
২৮। নেত্রকোনা - বালিশ মিষ্টি,
২৯। নারায়ণগঞ্জ-( জানা নাই)
৩০। নীলফামারী - ডোমারের সন্দেশ,
৩১। নোয়াখালী - নারকেল নাড়ু়, ম্যাড়া পিঠা
৩২। পঞ্চগড়- মিষ্টি আলু বাদাম ।
৩৩। পটুয়াখালী -( জানা নাই)
৩৪। পাবনা - প্যারডাইসের প্যারা সন্দেশ, ঘি
৩৫। ফরিদপুর - খেজুরের রস এবংগুড় *
৩৬। ফেনী - মহিশের দুধের ঘি, খন্ডলের মিষ্টি
৩৭। বগুড়া - দই, কটকটি
৩৮। বরগুনা-(মহিষের দই)
৩৯। বরিশাল - আমড়া, পেয়ারা, ইলিশ।
৪০। বাগেরহাট - চিংড়ি, সুপারি
৪১। বান্দরবন - হিল জুস
৪২। ব্রাহ্মণবাড়িয়া - তালের বড়া, ছানামুখী, রসমালাই
৪৩। ভোলা - মহিষের দুধের দই, নারিকেল
৪৪। ময়মনসিংহ - মুক্তা গাছার মন্ডা, আমৃতি
৪৫। মাগুরা - রসমালাই
৪৬। মাদারীপুর - খেজুর গুড়, রসগোল্লা
৪৭। মানিকগঞ্জ - খেজুর গুড়
৪৮। মুন্সীগঞ্জ - ভাগ্যকুলের মিষ্টি, বিবিখানা পিঠা
৪৯। মেহেরপুর - মিষ্টি সাবিত্রি, রসকদম্ব
৫০। মৌলভীবাজার - ম্যানেজার স্টোরের চমচম, কমলা, চা পাতা।
৫১। যশোর - খেজুরের রস ও গুড়৷
৫২। শেরপুর - ছানার পায়েশ/ছানার পোলাও
৫৩। নড়াইল - ঘোল।
৫৪। রাজবাড়ী - চমচম।
৫৫। সিরাজগঞ্জ - দই, বেলকুচির রসগোল্লা।

02/02/2025

Address

Keshabpur
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share