27/09/2025
আমি প্রতিযোগী হতে আসিনি।
ভালোবাসায় কোনো প্রতিযোগিতা চলে না৷ বাকিসব একপ্রান্তে আর আমায় তাদের বিপরীতে রেখে যদি বোঝাতে চাও আমায় ভালোবাসো, তবে সে ভালোবাসা দিয়ে আমি কী করবো?
তুমি সব্বাইকে ভালোবাসো।
তা বেশ, বাসতেই পারো। তবে সবার বেলায় তুমি যত্নবান, শুধু আমার বেলায় কেন উদাসীন? কেন বাকিসব তোমার কাছে গুরুত্ব পেলেও আমি কেন অবহেলায় পড়ে থাকি?
তোমার কাছে ভালোবাসা মানে মন চাইলে কথা বলা, দিনের পর দিন যোগাযোগহীনতায় ফেলে রাখা, পৃথিবীর বিরুদ্ধে না গিয়ে, আমার বিরুদ্ধে নিজেকে দাঁড় করানো? আমি তো প্রতিযোগী হতে আসিনি। ভালোবাসায় প্রতিযোগিতা চলে না।
যে ভালোবাসা আমার জন্য নয়, শুধু শুধু ভান করে আর কতটুকুই সুখ দিবে তুমি? সবকিছুতে তোমার সময় হয়, সবার বেলায় তুমি যত্নবান, শুধু আমিই ভালোবাসার বিনিময়ে অবজ্ঞা পেয়ে যাই!
জানি, তোমাকে ভালোবাসার মতো মানুষের অভাব নেই। তুমিও ভালোবাসো তাদের। আমি তো এমন ভালোবাসা চাইনা, যে ভালোবাসা সবার জন্যই বরাদ্দ। এমন সময় চাইনা, যে সময় সবাইকে বিলিয়ে দেয়া যায়। এমন সঙ্গ চাইনা, যে সঙ্গ সবাইকে খুশি করে।
যে ভালোবাসা শুধু আমার জন্য, যে সময় শুধুই আমার, যে সঙ্গ আমার সব দুঃখ ভুলিয়ে দেয়, আমি তো তেমনই চেয়েছি।
ভালোবেসে প্রতিযোগী হতে আসিনি। যে ভালোবাসা আমার, সেটা কেবল আমারই। আমার জন্য যে পুরো পৃথিবীকে বুড়ো আঙুল দেখাতে পারে, মূলত সেই আমার। যে আমাকেও চায় আবার সব্বাইকে চায়, তাকে আমি চাইনা—কখনোই চাইনা।