KUET Informers

KUET Informers We stand for truth and beauty. From classroom brilliance to canteen banter, we’re here to inform, inspire, and entertain.

Aura
30/09/2025

Aura

30/09/2025

তারা বললেন আমরা দক্ষ টেকনিশিয়ান চাই যাতে কেউ বেকার না থাকে।কিন্তু ব্রেনহীন জাতি বুঝলো তারা ডিব্বা ইঞ্জিনিয়ার চেয়েছে।

29/09/2025

ডাক্তারদের ভুল হলে একজন মানুষ মারা যেতে পারে।ফলে ডিব্বাদেরকে ডাক্তারের কাজ করতে দেওয়া হয় না।কারণ মানুষের জীবন মূল্যবান।কিন্তু ইঞ্জিনিয়ারের ভুল হলে একসাথে হাজার হাজার মানুষ মারা যায়,মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়,জাতীয় সমস্যা সৃষ্টি হয়।

যেমন বিসিআইসির ডিব্বা সিন্ডিকেটের প্রভাব সারা দেশের কৃষিতে পড়েছে।দেশে সার উৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছে।আমদানি নির্ভর হওয়ায় সারের দাম অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে।যেটা পুরো নাগরিক জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী।

29/09/2025

অনেক তো মানুষের কথা তুলে ধরলাম এবার একটু নিজের ব্যাপারে বলি।অনেক চেষ্টার পরেও ফাইনাল ইয়ারে এসেও আমার একটা প্রেম হলো না।প্রত্যেক নতুন ব্যাচ আসলেই এক দুইজন পছন্দ হইছে।কিন্তু ভয়ে বলতে পারি নাই পাছে 'জুনিয়রেরা গ্রুপে মজা নেবে অথবা রোলমেট দিয়ে আমার ব্যাচ পর্যন্ত পৌঁছে দিয়ে মানসম্মানের তেরোটা বাজাবে।'

যারা জুনিয়রের সাথে প্রেম করো তোমরা কিভাবে কি করছো একটু বলো ভাই?

- পীরসাহেব

29/09/2025

বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ও কারিগরি ক্ষেত্রে চাকরির পরিমাণ পাবলিক বা গভমেন্ট সেক্টর থেকে প্রাইভেটে সেক্টরে বেশি। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং লাইন-আপে লিড দিচ্ছে বুয়েট,রুয়েট,কুয়েট,চুয়েটের বড়ভাইয়েরা।

বর্তমানে প্রতিবছর যে পরিমাণ ডিপ্লোমা গ্র‍্যাজুয়েট বের হয় পলিটেকনিকগুলো থেকে, তার মধ্য থেকে সর্বোচ্চ ৫% সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ১০ম গ্রেড বা সমমান পদগুলোতে জব করতে পারে। বাকি ৯৫% জব করে প্রাইভেট সেক্টরে। তাও আবার বুয়েট-রুয়েট-কুয়েট-চুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ার বড়ভাইদের আন্ডারে।

পলিটেকনিক থেকে বের হয়ে উল্লেখযোগ্য পরিমাণ ডিপ্লোমাধারীরা প্রাইভেট ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বিএসসি করে। এদের মধ্যে একটা পার্সেন্টেজ সরকারি ১০ম গ্রেড লেভেলে জব পেলেও, অধিকাংশ জব করে প্রাইভেট সেক্টরে।

যেসব ডিপ্লোমা+বিএসসি-রা বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র‍্যাজুয়েট বা রানিং বিএসসি স্টুডেন্ট হয়েও সাধারণ পলিটেকনিক শিক্ষার্থীদের ক্রমাগত উস্কানি দিয়ে অরাজকতার ইন্ধন দিচ্ছে, তাদেরকে প্রাইভেট সেক্টরে পূর্ণাঙ্গ বয়কটের চিন্তাভাবনা করা হচ্ছে।

৫% হয়তো ১০ম গ্রেডে ঢুকতে পারবে, বাকি ৯৫% ডিপ্লোমা+বিএসসি কি করবে?????

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্বত্য এলাকায় বাঙালিরা পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে।দফায় দফায় তারা বাঙ...
28/09/2025

বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই পার্বত্য এলাকায় বাঙালিরা পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে।দফায় দফায় তারা বাঙালি গণহত্যা চালিয়েছে।পাহাড়ি ষড়যন্ত্রের মোকাবেলা করতে এবং বাঙালিদের শক্তিশালী করতে জিয়াউর রহমান সেখানে বাঙালিদের পুনর্বাসন করেছিলেন।

সাম্প্রতিক মারমা তরুণীর ধর্ষণের সাথে সেনাবাহিনী এবং বাঙালিদের সংশ্লিষ্টতা না থাকলেও তারা প্রথমেই সেটেলার বাঙালি এবং সেনাবাহিনী প্রত্যাহারের দাবি নিয়ে বাঙালি এলাকা এবং সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। পাহাড়ি সন্ত্রাসীদের দেশ ভাগ করার ষড়যন্ত্র আজ প্রকাশ্য দিবালোকের ন্যায় সুস্পষ্ট।যারা পাহাড়ি ষড়যন্ত্রের পক্ষে তারাও দেশের অখণ্ডতার জন্য হুমকি।

সবার আগে বাংলাদেশ।

ছবি: গুইমারা বাজার,বাঙালি বাজার।

28/09/2025

একইসাথে আইডিইবি ও আইইবির মেম্বার হওয়া যাবে না।যাদের আইডিইবির মেম্বারশিপ আছে তাদের আইইবির মেম্বারশিপ বাতিল করতে হবে।এদের জন্যই আইইবি আজ পঙ্গু।

28/09/2025

রাজনৈতিক দলগুলোর ধারণা সংখ্যায় ডিব্বারা বেশি বলেই ভোটও বেশি হবে। আমি মানুষ একজন হলেও হাজার হাজার ভোট ইনফ্লুয়েন্স করায় ক্ষমতা রাখি। এইরকম হাজার হাজার ভোট ইনফ্লুয়েন্স করার মত হাজার হাজার মানুষ শুধু বুয়েট থেকে পাশ করে গেছে।বাকি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোও একইরকম প্রভাব রাখতে সক্ষম। ডিব্বারা হাজারজন মিলে চিল্লাইলেও কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবে না, ন্যারেটিভ ভাঙতেও পারবেনা!কাউকে প্রভাবিত করার ক্ষমতা তাদের নাই!

আমরা আমাদের পরিবারকে ইনফ্লুয়েন্স করতে পারি, সায়েন্সের লাখ লাখ স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্টদের আইডল মানে, আমরা সারাদেশের সায়েন্সের স্টুডেন্টদের পড়াই, আমরা যদি চাই কোনো রাজনৈতিক দলের ইমেজকে ধ্বসায় দিতে সময় লাগবেনা!

জেনারেল ভার্সিটির যারা আছে তারাও আমাদের পক্ষে। সায়েন্স-ননসায়েন্স সবাই আমাদের পক্ষে। ডিব্বারা সংখ্যায় যত ভোটও তত কিন্তু আমরা সংখ্যায় যা ভোটে ইফেক্ট ফেলতে পারবো হাজারগুণ বেশি। রাজনৈতিক দলগুলোর আমাদের সাথে শত্রুতা বাড়ানোর আগে এটা মাথায় রাখা উচিত অন্তত এক কোটি ভোটার আমাদের প্রভাব বলয়ের মধ্যে আছে। আর লাখ লাখ হবু ভোটারদের আইডল আমরা,
সেখানে ডিব্বাদের সমাজে গ্রহণযোগ্যতা ডিব্বারা নিজেরাও জানে!
Sheikh Asif Ahmed

রুহুল কবির ৩৬৫ দিনের ৩৬৬ দিন অসুস্থ থাকে।পিলিজ এরপর অসুস্থ হলে উনারে আর এমবিবিএস ডাক্তারের কাছে নিয়েন না।উনারে গণ ডাক্তা...
27/09/2025

রুহুল কবির ৩৬৫ দিনের ৩৬৬ দিন অসুস্থ থাকে।পিলিজ এরপর অসুস্থ হলে উনারে আর এমবিবিএস ডাক্তারের কাছে নিয়েন না।উনারে গণ ডাক্তার ডিব্বার কাছে নিয়ে যাবেন।তাহলে দেখবেন উনার ব্রেনের পোকা বের হয়ে উনি সুস্থ হয়ে যাবেন এবং আবোলতাবোল বলা বন্ধ করবেন।জানিনা তবুও হাসিনার কথা ছাড়া কোনো বক্তব্য দেওয়ার মুরোদ হবে কিনা?

আলহামদুলিল্লাহ ইসলামিক।ইঞ্জিনিয়ারদেরকে ডাক্তারের কাজ করতে দিতে হবে।ডাক্তার সাহেবদের সকল ঔষধ ইঞ্জিনিয়ার আর ডিব্বা ডাক্তার...
27/09/2025

আলহামদুলিল্লাহ ইসলামিক।
ইঞ্জিনিয়ারদেরকে ডাক্তারের কাজ করতে দিতে হবে।ডাক্তার সাহেবদের সকল ঔষধ ইঞ্জিনিয়ার আর ডিব্বা ডাক্তার থেকে নিতে হবে।তাহলেই না তারা উপরে উঠতে পারবে।

27/09/2025

ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় -

বুয়েটে ৩ লাখ ১৪ হাজার ৪৭৭ টাকা,
চুয়েটে ১ লাখ ১৬ হাজার টাকা,
রুয়েটে ১ লাখ ৩৯ হাজার ১৯ টাকা,
কুয়েটে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা,
ডুয়েটে ২ লাখ ১৭ হাজার ৭৯৫ টাকা,

ডুয়েটে প্রতি শিক্ষার্থীর পিছনে এত হিউজ পরিমাণ ব্যয় করার পরও ওদের কোনো ইনোভেশন দেখা যায় না। ডুয়েটের কারিশমা শুধু ১০ম গ্রেডে ডিপ্লোমাদের সাথে পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার মাধ্যমে।

দেশের স্বার্থে এই ভার্সিটি এইচএসসির মেধাবী ছেলেদের জন্যও উন্মুক্ত করা প্রয়োজন।

এইটা দেখে মনে হলো আমাদের নিজেদেরও তো এরকম কার্ডও নাই।আশেপাশে কার্ডধারী কেউও নাই।এইজন্য আন্দোলনে গতি হচ্ছিলো না।
27/09/2025

এইটা দেখে মনে হলো আমাদের নিজেদেরও তো এরকম কার্ডও নাই।আশেপাশে কার্ডধারী কেউও নাই।এইজন্য আন্দোলনে গতি হচ্ছিলো না।

Address

KUET Campus
Khulna
9203

Website

Alerts

Be the first to know and let us send you an email when KUET Informers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share