
09/08/2025
ডিব্বা সিন্ডিকেটের ভয়াবহতা আমরা সকল কুয়েটিয়ানদের কাছে তুলে ধরেছি।তারা মুখে যতটা ভয়ঙ্কর কথা বলে 'ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিএসসির প্রয়োজন নেই, তারা ইঞ্জিনিয়ারিং সেক্টর চালিয়ে নিতে পারবে,বিএসসিদের জ্ঞান নেই,বিএসসিরা কাজ জানে না' তাদের অন্তরে এর থেকেও ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে আছে।
তারা একটা সার্কুলারে যত নিয়োগ পায় এবং সেই নিয়োগের ১০% নবম গ্রেডে পদোন্নতি পেলে নবম গ্রেডে সার্কুলার দেওয়ার মত আর কোনো পোস্ট থাকে না।এরপরও তারা ৭০% - ৮০% ও পদোন্নতি নিয়ে বিসিএস সমতূল্য নবম গ্রেডে প্রমোশন নেয়।যেটা সকল ভার্সিটির সাথে প্রহসন।ইঞ্জিনিয়াররা ব্যাংকের দশম গ্রেডে চাকরি করলেও নিজ সেক্টরের দশম গ্রেডে করবে না।
ভার্সিটির একটা বিভাগের ল্যাবের সমান ল্যাব না থাকা পলিটেকনিক ডিব্বারা হাতে কলমে বেশি দক্ষ আর ল্যাবে কামলা খাটা বিএসসির আছে শুধু মুখস্থ জ্ঞান।
আমরা বিশ্বাস করি সকল শিক্ষার্থীকে ব্যাপারগুলো জানাতে পেরেছি।এরপরও বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া না হলে এই বিষয়গুলো নিয়ে অনলাইন যুদ্ধ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিলাম।