KUET Informers

KUET Informers We stand for truth and beauty. From classroom brilliance to canteen banter, we’re here to inform, inspire, and entertain.

ডিব্বা সিন্ডিকেটের ভয়াবহতা আমরা সকল কুয়েটিয়ানদের কাছে তুলে ধরেছি।তারা মুখে যতটা ভয়ঙ্কর কথা বলে 'ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিএ...
09/08/2025

ডিব্বা সিন্ডিকেটের ভয়াবহতা আমরা সকল কুয়েটিয়ানদের কাছে তুলে ধরেছি।তারা মুখে যতটা ভয়ঙ্কর কথা বলে 'ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিএসসির প্রয়োজন নেই, তারা ইঞ্জিনিয়ারিং সেক্টর চালিয়ে নিতে পারবে,বিএসসিদের জ্ঞান নেই,বিএসসিরা কাজ জানে না' তাদের অন্তরে এর থেকেও ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে আছে।

তারা একটা সার্কুলারে যত নিয়োগ পায় এবং সেই নিয়োগের ১০% নবম গ্রেডে পদোন্নতি পেলে নবম গ্রেডে সার্কুলার দেওয়ার মত আর কোনো পোস্ট থাকে না।এরপরও তারা ৭০% - ৮০% ও পদোন্নতি নিয়ে বিসিএস সমতূল্য নবম গ্রেডে প্রমোশন নেয়।যেটা সকল ভার্সিটির সাথে প্রহসন।ইঞ্জিনিয়াররা ব্যাংকের দশম গ্রেডে চাকরি করলেও নিজ সেক্টরের দশম গ্রেডে করবে না।

ভার্সিটির একটা বিভাগের ল্যাবের সমান ল্যাব না থাকা পলিটেকনিক ডিব্বারা হাতে কলমে বেশি দক্ষ আর ল্যাবে কামলা খাটা বিএসসির আছে শুধু মুখস্থ জ্ঞান।

আমরা বিশ্বাস করি সকল শিক্ষার্থীকে ব্যাপারগুলো জানাতে পেরেছি।এরপরও বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া না হলে এই বিষয়গুলো নিয়ে অনলাইন যুদ্ধ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিলাম।

৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীরা বারবার দাবি জানালেও হলগুলোর পানি সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাবার ও ...
09/08/2025

৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীরা বারবার দাবি জানালেও হলগুলোর পানি সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাবার ও রান্নার পানি ছাড়া গোসলসহ অন্যান্য কাজে ব্যবহৃত পানি অতিরিক্ত লবণাক্ত, আর পান করার পানিতে আয়রনের মাত্রা এত বেশি যে এর ফলে শিক্ষার্থীরা চুল পড়াসহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। গরমের সময় পান করার পানি অতিরিক্ত গরম হয়ে গিয়ে তা পানযোগ্যও থাকে না।

08/08/2025

১. ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিচার কি হয়েছে?
২. ঐ দিনের ঘটনায় কুয়েটের জন্য যে হুমকি তৈরি হয়েছিল, তা কি সম্পূর্ণভাবে দূর হয়েছে?

যদি উত্তর ‘না’ হয়, তবে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য কী? বিশ্ববিদ্যালয় হলো নানা সংস্কৃতি ও বৈচিত্র্যের মিলনক্ষেত্র। এখানে ভিন্ন ভিন্ন আদর্শের মানুষের উপস্থিতি স্বাভাবিক, আর আদর্শগত সংঘাতও স্বাভাবিক ঘটনা। তবে সেই সংঘাত যেন ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ না নেয়, তা নিশ্চিত করা জরুরি। আদর্শকে মোকাবিলা করতে হয় আদর্শের মাধ্যমেই। ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে একে অপরকে শত্রু বানিয়ে প্রকৃত শত্রুদের সুযোগ করে দেওয়া থেকে বিরত থাকার জন্য আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।

08/08/2025

তেলিগাতী নিয়ে খুলনা শহরের কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা হয়েছিল।তাদের মতামত ছিল সমগ্র খুলনায় মাদক সাপ্লাই হয় তেলিগাতী থেকে।এর আগেও তেলিগাতীর কুয়েট সংশ্লিষ্ট লোকদের সাথে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং আইটি পার্ক তো মোটামোটি তেলিগাতীর মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের আড্ডাখানা।

কুয়েট প্রশাসনের কাছে এসব ঘটনার কি আদৌ কোনো গুরুত্ব আছে?

পোংটা ১- কচি লেবুর জায়গায় ফুলবাড়ীগেট বাজারের নষ্ট,ডেট এক্সপায়ার্ড লেবু দিলে ম্যানেজারের খবর আছে।পোংটা ২- কিন্তু আপার তো ...
04/08/2025

পোংটা ১- কচি লেবুর জায়গায় ফুলবাড়ীগেট বাজারের নষ্ট,ডেট এক্সপায়ার্ড লেবু দিলে ম্যানেজারের খবর আছে।
পোংটা ২- কিন্তু আপার তো ডেট এক্সপায়ার্ড-ই।

সমগ্র খুলনা জুড়ে একের পর এক হত্যাকাণ্ডের পরে আজকে কুয়েট শিক্ষার্থীদের মেস এলাকায় নির্মম এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।এমতাব...
03/08/2025

সমগ্র খুলনা জুড়ে একের পর এক হত্যাকাণ্ডের পরে আজকে কুয়েট শিক্ষার্থীদের মেস এলাকায় নির্মম এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।এমতাবস্থায় বাহিরে অবস্থান করা শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়??

03/08/2025

ডিপ্লোমার ভাইরাসে কৃষি সেক্টরও আক্রান্ত হতে শুরু করেছে।বরাবরের মত সেই একই কথা হাতে কলমে দক্ষ।ভাইরে ভাই আমার বাবা কৃষিকাজে হাতে কলমে যেকোনো কৃষি ডিব্বা থেকে শতগুণে দক্ষ।তা আমার বাবাকে কোনোভাবে প্রফেসর বানিয়ে দেওয়া যায় না???

আমি আসলে বুঝি না বিএসসির সাথে হাতে কলমের কি সম্পর্ক?হাতে কলমে কাজ করার দায়িত্ব ওয়ার্কার্সদের ইঞ্জিনিয়ার,কৃষিবিদ বা ডাক্তারের না।

হাতে কলমে কাজ মানে ধান লাগাতে পারলে কি নতুন জাত উদ্ভাবন করা যায়?মেশিনের নাট বোল্ট টাইট দিতে পারলে কি মেশিন ডিজাইন করা যায়?

এই পোস্টে ডিব্বারা এসে বলবে তাহলে দশম গ্রেড চান কেনো?রিমাইন্ডার দশম গ্রেড ইঞ্জিনিয়ারিং পোস্ট ওয়ার্কার্স পোস্ট না।

বিসিএসে আবেদনের যোগ্যতা না থাকলেও সদ্য বিসিএস ক্যাডারের বস হয়ে খবরদারি করা সিন্ডিকেটের কালো হাত থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর...
03/08/2025

বিসিএসে আবেদনের যোগ্যতা না থাকলেও সদ্য বিসিএস ক্যাডারের বস হয়ে খবরদারি করা সিন্ডিকেটের কালো হাত থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে রক্ষা না করতে পারলে দেশের পতন সন্নিকটে।

আমরা বলে থাকি একটু মাঝারি ভূমিকম্প হলেই ঢাকা শহরে হাজার হাজার মানুষ মারা যাবে।অথচ আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আছে।দেশে তাদের কাজের সেক্টরও ব্যাপক।কিন্তু চাকুরি নাই।

আমেরিকার অনার্সের পোলাপাইন যে কত বড় বিদ্যাসাগর সেটা আমি পড়াই, আমার খুব ভাল জানা আসে। ৫০ জনের একটা ক্লাসে ১০ জনের বেশি কখ...
03/08/2025

আমেরিকার অনার্সের পোলাপাইন যে কত বড় বিদ্যাসাগর সেটা আমি পড়াই, আমার খুব ভাল জানা আসে। ৫০ জনের একটা ক্লাসে ১০ জনের বেশি কখনোই স্ট্যান্ড করবে না।
আপনি বলতে পারেন এটা তো কমন! না, ওদের অনার্স কারিকুলাম ঘাটলে দেখবেন ওদের মাল্টিডিমেনশনাল কোন এপ্রোচ নাই। খুবই বেসিক, ওয়াটার্ড ডাউন সিলেবাস। এর মধ্যেও ম্যাক্সিমাম ফেল করে। এর কারণ ওদের অত মাথাব্যথা নাই। আমাদের যদি গ্র‍্যাজুয়েশনের পর অহরহ চাকরি থাকতো, আমরাও এত সিরিয়াসলি নিতাম না।
এসব স্ট্যাট শুধু ওয়েস্টার্ন ওয়োক কারিকুলামকে ইস্টে প্রপাগ্যাট করার জন্যে জাস্টিফিকেশান উৎপাদন করার কৌশল। বরঞ্চ আমি তো মনে করি আমাদেরকে প্রত্যেক ধাপে অতিরিক্ত পড়ানো হয়। জনসংখ্যা তুলনা করলে তো হবে না। হার তুলনা করলে আমাদের দেশের মেধাবী ওদেরকে যেকোন বিষয়ে আউটস্মার্ট করার ক্যাপাবিলিটি রাখে। এজন্যই ইস্ট থেকে হাজার হাজার স্টুডেন্ট প্রতিবছর আমদানী করে তারা।
তুলনা হইতে পারে পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন, গ্র‍্যাজুয়েট স্কুল আর ক্যারিয়ার গাইডেন্সে। পিওর পড়াশুনার স্ট্যান্ডার্ড বিবেচনা করে এদেরকে এইচেসসিতে বসাইলে ৮০% ভ্যাবাচ্যাকা খেয়ে হল থেকে বের হবে।

02/08/2025

বলা হয়েছিল "কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হলো দক্ষ জনশক্তি উৎপাদন করা।"

ব্রেণ না থাকা লোকেরা ভাবলো দক্ষ জনশক্তি=ইঞ্জিনিয়ার।

অথচ দক্ষ জনশক্তি যারা হাতে কলমে নির্দিষ্ট কিছু সমস্যা সমাধানে পারদর্শী হবে তাদেরকে টেকনিশিয়ান,মিস্ত্রী-ই বলা হয়।যারা নতুন সমস্যার সমাধান,উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ব্যয় হ্রাস বা নতুন প্রযুক্তির উদ্ভাবন সম্পর্কে ধারণা রাখে না।

এডমিন যারা আছো তোমরাও স্যার ডাকবা!
02/08/2025

এডমিন যারা আছো তোমরাও স্যার ডাকবা!

'শহিদের কবরে দুর্নীতি' এটা এখনকার ভাইরাল টপিক্স।কিন্তু উপদেষ্টা যখন জিজ্ঞেস করলেন আপনি পড়াশোনা কোথায় করেছেন? মহামান্য ইঞ...
02/08/2025

'শহিদের কবরে দুর্নীতি' এটা এখনকার ভাইরাল টপিক্স।কিন্তু উপদেষ্টা যখন জিজ্ঞেস করলেন আপনি পড়াশোনা কোথায় করেছেন? মহামান্য ইঞ্জিনিয়ার সাহেব উত্তর দিলেন আইইবি।

আপনারা কি আইইবি নামে কোনো ভার্সিটি চেনেন যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়? হ্যা, সেখানে ডিপ্লোমাদের জন্য সান্ধ্যকালীন কোর্স অফার করা হয়।আমরা যখন চার বছর সকাল সন্ধ্যা পরিশ্রম করি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য তারা তখন চাকুরির পাশাপাশি শুক্র শনি কোনোরকম হাজিরা দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে যায় এবং তাদের কাছে জিম্মি দেশের প্রকৌশল সেক্টর।তারা সবজায়গার নীতি নির্ধারক, তাদের কাঁধে জাতিকে উন্নত করার দায়িত্ব।

জাতি যখন এক অন্ধ গাধার পিঠে তাদের উন্নয়নের বোঝা চাঁপিয়ে দিয়েছে তখন তো শহিদের কবরে দুই নাম্বার ইট পৌছাবেই।

Address

KUET Campus
Khulna
9203

Website

Alerts

Be the first to know and let us send you an email when KUET Informers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share