Aaman And Ayat

Aaman And Ayat "ফা ইন্না মা আল উসরি ইউসরা"
_নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।

Past is a waste paper,Present is a news paper,Future is a  question paper,So read and write carefully otherwise your lif...
06/11/2025

Past is a waste paper,
Present is a news paper,
Future is a question paper,
So read and write carefully otherwise your life will tissue paper.

20/10/2025

তারপর একটা মানুষ আসবে। কথার যাদুতে আকৃষ্ট করে রাখবে। গভীর রাত অবধি কথা বলবে। ঘণ্টায় ঘণ্টায় মেসেজ কিংবা ফোন করে খোঁজ নেবে, কী করছো? সময়মতো খেয়েছো কি না জানতে চাইবে। মন খারাপে গান হবে, কবিতা হবে। তোমাকে শোনাবে পৃথিবীর তাবৎ হাসির কথা। তুমি মুগ্ধ হবে। বুকের যে পাশের জায়গাটুকু খালি ছিল, সেই জায়গাটুকু দখল করে নেবে।

তারপর প্রথম আঙুল ছোঁয়া, প্রথম জড়িয়ে ধরা, প্রথম ভালোবাসি বলা। তুমি হবে অন্ধ, সে শেকল পরিয়ে তোমার অন্ধ চোখে প্রেম আঁকবে। অদৃশ্য মায়া সেঁটে দেবে তোমার নরম মনের এক কোণে। মনে হবে, এই তো সুন্দর জীবন, এই তো সুখ, আমি তো এমনই চেয়েছিলাম সবসময়। বিশ্বাস করবে, মানুষটা হারিয়ে যাবে না কোথাও।

তারপর দেখবে, আচমকা মানুষটা তোমার বিশ্বাসের ঘরে আগুন দিয়ে অহংকারী ট্রেনের মতো সোজাসাপ্টা চলে যাবে। ফিরবে না আর। ফিরানোর হাজার চেষ্টা করেও তুমি ব্যর্থ হবে।

আসলে মানুষ তাদের প্রয়োজনে পাহাড়, পর্বত, সমুদ্র ভেঙেচুরে কাছে আসে, পাশে বসে। ফের প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে ট্রেনের মতো পিছনে না তাকিয়ে সোজা বনবাসে চলে যায়।

তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে। পাথরের মতো হইও না,যে নিজে অন্যের পথ রোধ করে ❤️❤️   ...
02/08/2025

তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে। পাথরের মতো হইও না,যে নিজে অন্যের পথ রোধ করে ❤️❤️

02/08/2025

মানুষের থেকে দূরে থাকা ভালো। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই,মিশে যেতে নেই,মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয়।

মায়া যে কি জিনিস যে পড়েছে সেই জানে
01/08/2025

মায়া যে কি জিনিস যে পড়েছে সেই জানে

কারো পছন্দ হওয়াটা সহজ কিন্তু,সব সময় পছন্দের হয়ে থাকাটা কঠিন...!🖤😅
29/07/2025

কারো পছন্দ হওয়াটা সহজ কিন্তু,
সব সময় পছন্দের হয়ে থাকাটা কঠিন...!🖤😅

আমরা কত শত প্ল্যান করি  কিন্তু দেখুন আমাদের জীবনটাই কত অনিশ্চিত
27/07/2025

আমরা কত শত প্ল্যান করি
কিন্তু দেখুন আমাদের জীবনটাই কত অনিশ্চিত

26/07/2025

মানুষ মূলত মানুষের অবস্থানকেই ভালোবাসে

ঢঙ্গী ❤️❤️
25/07/2025

ঢঙ্গী ❤️❤️

24/07/2025

ভালো তো সবাই বাসে
কিন্তু কেউ মন থেকে কেউ উপর থেকে

এখনকার জ্বরের মহাঔষধ আনারস 🍍🍍
24/07/2025

এখনকার জ্বরের মহাঔষধ আনারস 🍍🍍

24/07/2025

Shiki shiki 🤣🤣

Address

Kushtia
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaman And Ayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share