
09/08/2025
আমার ছোট খালাম্মা যে কিনা
আমার মায়ের পর দ্বিতীয় মা।
খালাম্মা হয়তো শুনছে আমি পাউরুটি খেতে
পছন্দ করতেছি এখন তাই আমার জন্য কিনে আনছে।
এটা হয়তো আপনাদের অনেকের সামান্য মনে হতে পারে।
কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কিছু।
আর হা আমার খালাম্মা কিন্তু শুধু এই পাউরুটি আমাকে দেয় নি।
আমার খালাম্মা আমার ছোট বেলা থেকে আমার প্রায় সব কিছু দিয়ে আসছে।
যে গুলো হিসাব করে বলা সম্ভব না।
তার নিজের মেয়েদের পরে আমার জায়গা টা রেখেছে সব সময়।
অথচ আমার আম্মু কখন ও আমার খালাতো বোনদের কিছু দিতে পারে নাই।
একেবারে নিরসারথ ভালোবাসা পায় আমরা আমার নানু বাড়ি থেকে প্রতিটা সদস্যের কাছ থেকে। (মামা, খালা, মামী, খালু) সবাই আল্লাহর অশেষ রহমতে আমাদের ভালোবাসে।
তবে ছোট খালাম্মা আর ছোট মামা একটু আলাদা ❤️❤️