Ashiq's Wish

Ashiq's Wish আমি নতুন আইডিয়া খুঁজি, গল্প বানাই আর ভালো কিছু শেয়ার করি।
আধুনিক নানা বিষয় নিয়ে কনটেন্ট করি,
যা সবাইকে শেখায় ও ভাবতে শেখায়।
চল একসাথে এগিয়ে যাই।
(6)

🌊 প্রকৃতির কোলে একটুখানি প্রশান্তি 🌿নদীর সবুজ জলে দুলে ওঠা রঙিন নৌকা,চারপাশে পাহাড়ের নরম ছোঁয়া —এমন দৃশ্য মনে শান্তি আনে...
27/10/2025

🌊 প্রকৃতির কোলে একটুখানি প্রশান্তি 🌿
নদীর সবুজ জলে দুলে ওঠা রঙিন নৌকা,
চারপাশে পাহাড়ের নরম ছোঁয়া —
এমন দৃশ্য মনে শান্তি আনে, জীবনে নতুন রঙ ছড়ায়। 💚

🐄 দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো!ঠিক তেমনি, আমার পরিবারে অনেক ফলোয়ার আছে — কিন্তু তাদের মধ্যে কিছু টপ ফ্যান সত্যিই...
27/10/2025

🐄 দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো!
ঠিক তেমনি, আমার পরিবারে অনেক ফলোয়ার আছে — কিন্তু তাদের মধ্যে কিছু টপ ফ্যান সত্যিই আলাদা 🌟
আর সেই টপ ফ্যানদের মধ্যেও সবচেয়ে প্রিয় একজন হচ্ছেন আমার তাসলিমা আপু 💖 Taslima Fan's

তিনি একজন অত্যন্ত একটিভ ও ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর 🎥✨
আপনারা সবাই তাসলিমা আপুর পরিবারের সাথে যুক্ত থাকুন — বিশ্বাস করুন, তিনি এমন একজন মানুষ যাকে অনুসরণ করতে ভালোই লাগবে ❤️

27/10/2025

37K follower done.

🌤️ শুভ সকাল প্রিয়জনরা! ❤️✨শীতের আগমনে সূর্যের মিষ্টি রোদ আর পাখির কোলাহল —এ যেন এক অন্যরকম শান্তি, এক নতুন অনুভূতি,যা ভা...
27/10/2025

🌤️ শুভ সকাল প্রিয়জনরা! ❤️✨

শীতের আগমনে সূর্যের মিষ্টি রোদ আর পাখির কোলাহল —
এ যেন এক অন্যরকম শান্তি, এক নতুন অনুভূতি,
যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। 🍃☀️

দিনটা কাটুক উষ্ণতা, ভালোবাসা আর হাসিতে ভরা ইনশাআল্লাহ 💫🌸

💖 আমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক টুকরো ভালোবাসার নাম — আমার ছোট ভাই। 💫২৯ বছরের এই দীর্ঘ পথচলায় তুই ছিলি আমার অনেক হাসি...
26/10/2025

💖 আমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক টুকরো ভালোবাসার নাম — আমার ছোট ভাই। 💫
২৯ বছরের এই দীর্ঘ পথচলায় তুই ছিলি আমার অনেক হাসির কারণ, অনেক কষ্টের ভরসা, আর জীবনের প্রিয় সঙ্গী।
তোর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে স্মৃতির পাতায়।
তোকে আমি ভালোবাসি হৃদয়ের গভীর থেকে, আজ, কাল, চিরকাল। 💞✨

26/10/2025
খুব কম মানুষই বলতে পারবে লোকেশন টা খুলনার কোথায়?
26/10/2025

খুব কম মানুষই বলতে পারবে লোকেশন টা খুলনার কোথায়?

শুধু সাদা পোশাক পরলেই কেউ সাদা মনের মানুষ হয়ে যায় না। সত্যিকারের সাদা মন মানে হলো প্রতিটি অবস্থায়, প্রতিটি মানুষের সঙ...
26/10/2025

শুধু সাদা পোশাক পরলেই কেউ সাদা মনের মানুষ হয়ে যায় না। সত্যিকারের সাদা মন মানে হলো প্রতিটি অবস্থায়, প্রতিটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, অন্যের কষ্ট বুঝে নেওয়া, কাউকে কষ্ট না দেওয়া। সাদা পোশাক শুধু বাহিরের সৌন্দর্য প্রকাশ করে, কিন্তু সাদা মন প্রকাশ পায় মানুষের আচরণ, বিনয় ও আন্তরিকতায়। একজন সাদা মনের মানুষ কখনো অহংকার করে না, অন্যের দোষ খোঁজে না, বরং সবসময় ক্ষমা করতে জানে এবং ভালোবাসা ছড়ায়। তাই পোশাক নয়, মনটাই হোক সাদা — তাহলেই আপনি হবেন সত্যিকারের সাদা মনের মানুষ। ✨🤍

26/10/2025

ভিডিও প্রথম এ কে দেখে।

🌸 শুভ সকাল প্রিয়জনরা! 🌸আল্লাহর রহমত আর আমাদের চাওয়া যদি মিলে যায় দোয়ার সাথে,তবে প্রতিটি সকাল, প্রতিটি দিন ভরে উঠবে শ...
26/10/2025

🌸 শুভ সকাল প্রিয়জনরা! 🌸

আল্লাহর রহমত আর আমাদের চাওয়া যদি মিলে যায় দোয়ার সাথে,
তবে প্রতিটি সকাল, প্রতিটি দিন ভরে উঠবে শান্তি, সুখ আর বরকতের আলোয়। 🤲✨

আলহামদুলিল্লাহ!

25/10/2025

পুরো দুনিয়া আমায় ভুলে যাক…
দুঃখ নাই, সত্যি বলছি 🙂
তুমি শুধু আমাকে একটু মনে রেখো
এইটুকুই যথেষ্ট আমার জন্য

Address

Choto Boyra, Sonadanga
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Ashiq's Wish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiq's Wish:

Share