11/07/2025
“কথা কখনোই সাধারণ নয়…
একটা ছোট্ট কথা দিয়েই কারও দিনটা সুন্দর করা যায়, আবার সেই একই কথায় ভেঙে যেতে পারে একটা গভীর সম্পর্ক।
মন ভাঙে, চোখে জল আসে, বুক হালকা না হয়ে আরও ভারী হয়ে ওঠে।
তাই কথার আগে ভাবা জরুরি।
কারণ সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসার উপর, আর সেটা ভেঙে দিতে একটা ভুল কথাই যথেষ্ট।
ভালোবাসার মানুষকে ভালোবাসার ভাষায় বলো— ‘তুমি আমার, সবসময়…’ ❤️”