Ashiq's Wish

Ashiq's Wish আমি নতুন আইডিয়া খুঁজি, গল্প বানাই আর ভালো কিছু শেয়ার করি।
আধুনিক নানা বিষয় নিয়ে কনটেন্ট করি,
যা সবাইকে শেখায় ও ভাবতে শেখায়।
চল একসাথে এগিয়ে যাই।
(3)

11/07/2025

“কথা কখনোই সাধারণ নয়…
একটা ছোট্ট কথা দিয়েই কারও দিনটা সুন্দর করা যায়, আবার সেই একই কথায় ভেঙে যেতে পারে একটা গভীর সম্পর্ক।
মন ভাঙে, চোখে জল আসে, বুক হালকা না হয়ে আরও ভারী হয়ে ওঠে।
তাই কথার আগে ভাবা জরুরি।
কারণ সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর ভালোবাসার উপর, আর সেটা ভেঙে দিতে একটা ভুল কথাই যথেষ্ট।
ভালোবাসার মানুষকে ভালোবাসার ভাষায় বলো— ‘তুমি আমার, সবসময়…’ ❤️”

11/07/2025

যখন মানুষ তার অতীত ভুলে যায়, সেই সব মুখ ভুলে যায় যারা নিরবে পাশে ছিল, উপকার করেছে—তখন সে নিজেরই ভবিষ্যত নষ্ট করে।
আল্লাহ বলেন, “আমি অকৃতজ্ঞদের ভালোবাসি না।”
যে হৃদয়ে কৃতজ্ঞতা নেই, তাতে বরকতও থাকে না।
আর যখন মানুষ তার উপকারকারীর ক্ষতি কামনা করে, তখন আল্লাহ তার জীবনে এমন কষ্ট নামিয়ে দেন, যা অতীতের সব সুখ মুছে দেয়।
তাই কখনো ভুলে যেও না—কে তোমার দুঃখে পাশে ছিল।
আল্লাহ সব দেখেন, সময়ই সব ফিরিয়ে দেয়।

আমি একটা লাল ফুল হয়ে দাঁড়িয়ে আছি—সবুজের মাঝে, নীল আকাশের নিচে, কিন্তু একা।চারপাশে কতো কোলাহল, কতো আলো…তবুও আমার পাশে কেউ...
11/07/2025

আমি একটা লাল ফুল হয়ে দাঁড়িয়ে আছি—
সবুজের মাঝে, নীল আকাশের নিচে, কিন্তু একা।
চারপাশে কতো কোলাহল, কতো আলো…
তবুও আমার পাশে কেউ নেই।
হয়তো সৌন্দর্য আছে, কিন্তু স্পর্শ নেই।
হয়তো বেঁচে আছি, কিন্তু অনুভব নেই।
একা বাঁচা—সবচেয়ে কঠিন ভালোবাসা।”

জীবনের পথচলায় যাদের কাছ থেকে সাহস পাই, নিঃস্বার্থ ভালোবাসা ও নীরব অনুপ্রেরণা পাই—তাদের উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় আশীর্ব...
11/07/2025

জীবনের পথচলায় যাদের কাছ থেকে সাহস পাই, নিঃস্বার্থ ভালোবাসা ও নীরব অনুপ্রেরণা পাই—তাদের উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ।
তরঙ্গের মতো তারা পাশে থাকে—চুপচাপ, অথচ গভীরভাবে।
তাদের জন্যই জীবনটা এতটা সুন্দর। 💕
শুভ দুপুর।

11/07/2025

নবীজি (সা.)-এর প্রতি দরুদ পাঠ শুধু ভালোবাসার প্রকাশ নয়, এটি বরকতের এক মহৌষধ। তাঁর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, সবসময় তাঁর প্রতি দরুদ পাঠ করা। একইসাথে আমাদের উচিত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা—যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, শান্তি দেন, ঐক্য ও ভ্রাতৃত্বে বেঁধে রাখেন। বর্তমান সময়ে মুসলমানদের বিভাজন আমাদের দুর্বল করে দিচ্ছে। একতা, সহানুভূতি ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা যদি একসাথে চলি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, এক ও ঐক্যবদ্ধ রাখুন।

11/07/2025

প্রশংসা সেই আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তিনি রহমান, রাহীম, অশেষ দয়ালু ও ক্ষমাশীল। আকাশ-পৃথিবীর সব কিছুই তাঁর হুকুমে চলে। জুমার খুতবা শুরু হয় এই মহান রবের প্রশংসা দিয়ে। এরপর ইমাম আমাদের তাকওয়ার প্রতি আহ্বান করেন। তাকওয়া মানে—আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বাঁচা এবং তাঁর আদেশ নিষেধ মানা। যে ব্যক্তি তাকওয়ার পথে চলে, আল্লাহ তার জন্য উত্তম রিজিক ও সহজ পথ তৈরি করে দেন। তাই আসুন, আমরা অন্তর থেকে আল্লাহকে ভয় করি এবং তাঁর সন্তুষ্টির জন্য জীবন গড়ি।

আকাশ নীলা…কেন তুমি দূরে থাকো?তোমার নীল শাড়ির মতোই নীল করে দাও আমার দিনগুলো,তবুও তুমি অধরা, দূরের তারা হয়ে থাকো…”
11/07/2025

আকাশ নীলা…
কেন তুমি দূরে থাকো?
তোমার নীল শাড়ির মতোই নীল করে দাও আমার দিনগুলো,
তবুও তুমি অধরা, দূরের তারা হয়ে থাকো…”

11/07/2025

জুমমার পবিত্র ভোরবেলা,
আকাশে স্নিগ্ধ আলো, মনে প্রশান্তি।
আজকের দিন হোক নেক আমল, দোয়া আর রহমতের দিন।
আল্লাহর দিকে ফিরে আসার শ্রেষ্ঠ সুযোগ এই জুমমা।
সকালটা শুরু হোক ইবাদত, তাওবা আর ভালো niyoতের মাধ্যমে।

10/07/2025

সময়ের অপচয়, সুযোগের অপব্যবহার, আর অন্যকে খুশি করতে গিয়ে যদি বারবার নিজের ক্ষতি করো, তবে জীবন কখনো পূর্ণতা পাবে না। সময় চলে যায় ফিরে আসে না, সুযোগ হাতছাড়া হলে আফসোস বাড়ে, আর নিজের প্রতি অবিচার করলে আত্মবিশ্বাস হারায়। জীবন একটাই—তোমার মূল্যবান সময় ও শক্তি এমন কাজে লাগাও, যা তোমার উন্নতি ও শান্তি নিশ্চিত করে। অন্যের ভালোর চেষ্টা অবশ্যই মহান, তবে সেটা যেন নিজের ক্ষতির বিনিময়ে না হয়। নিজের সীমানা বোঝা এবং সময়ের সঠিক ব্যবহারই জীবনের সাফল্যের চাবিকাঠি।

ফুল ভালোবাসে নীরবতা…তাই তো সুগন্ধ ছড়ায় শব্দহীন করে।ভালোবাসা ঠিক তেমনই—নির্বাক, কোমল, নির্মল।যে ভালোবাসা কাঁটার মধ্যেও সৌ...
10/07/2025

ফুল ভালোবাসে নীরবতা…
তাই তো সুগন্ধ ছড়ায় শব্দহীন করে।
ভালোবাসা ঠিক তেমনই—নির্বাক, কোমল, নির্মল।
যে ভালোবাসা কাঁটার মধ্যেও সৌন্দর্য খুঁজে পায়,
সেই ভালোবাসাই হয় সত্যিকারের।
তুমি যদি ভালোবাসো, তবে ফুলের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসো। 🌸

10/07/2025

যোগাযোগ থাক বা না থাক, কিছু প্রিয় মানুষ থাকে মনের আকাশে—তারার মতো।
দেখা যায়, অনুভব করা যায়,
কিন্তু ছোঁয়া যায় না।
তাদের অস্তিত্ব অনুভবেই বেঁচে থাকে।
কারও কারও জন্য ভালোবাসা কখনোই ফুরায় না… শুধু রয়ে যায় নীরবতায়। 🥀💔

Address

Choto Boyra, Sonadanga
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Ashiq's Wish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share