Luna’s Whisper

Luna’s Whisper From the pages of books to the frames of life, whispers from the moonlight, guiding you through a world of books, one story at a time.

মানুষের সকাল সকাল ঘুম ভাঙে, মন ভালো থাকে আর আমার সকালে ঘুমটা ভেঙেই মন খারাপ হয়ে যায়। আপনারা এত্ত বড় বড় প্রকাশনী/বুকশপ হয়...
17/10/2025

মানুষের সকাল সকাল ঘুম ভাঙে, মন ভালো থাকে আর আমার সকালে ঘুমটা ভেঙেই মন খারাপ হয়ে যায়। আপনারা এত্ত বড় বড় প্রকাশনী/বুকশপ হয়ে আমার মতো একজন ছোট্ট বই রিভিউয়ার এর তোলা ছবি নিজেদের বলে চালিয়ে দিচ্ছেন?? বাহ বাহ। কি বিবেক ভাই আপনাদের 🙃

শুভ সকাল।কেমন আছেন আপনারা? অনেকদিন পর একটা ছোট্টখাটো রিডিং আপডেট। গতকিছুদিন কোনও বই-ই পড়া হয়নি। তাই যে বইগুলো আর শেষ করা...
13/10/2025

শুভ সকাল।কেমন আছেন আপনারা? অনেকদিন পর একটা ছোট্টখাটো রিডিং আপডেট। গতকিছুদিন কোনও বই-ই পড়া হয়নি। তাই যে বইগুলো আর শেষ করা হয়নি ওগুলোই শুরু করেছি৷ আপনারা কি পড়ছেন?? জানাবেন কিন্তু.....

~১৩.১০.২৫

ভুল করে সে ফুল হয়ে যায়🌻
12/10/2025

ভুল করে সে ফুল হয়ে যায়🌻

অনেকদিন কোনও বই পড়ছি না সাথে রিভিউ লেখাও হচ্ছেনা । না না ব্লকে নেই, শুধু কিছুদিন বিরতি নিচ্ছি। তাই যতদিন না নতুন কোনও বই...
10/10/2025

অনেকদিন কোনও বই পড়ছি না সাথে রিভিউ লেখাও হচ্ছেনা । না না ব্লকে নেই, শুধু কিছুদিন বিরতি নিচ্ছি। তাই যতদিন না নতুন কোনও বইয়ের গল্প পাচ্ছি ততদিন এই একটু একটু ঘুরাঘুরি করা হবে৷

কারণ বদ্ধ ঘরে থাকলে নাকি ডানা খসে পড়ে যায়। আর উড়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে না।

~১০.১০.২৫

~Things I love about October.... ~Everything✨
08/10/2025

~Things I love about October....
~Everything✨

It's been a long year without you..........
07/10/2025

It's been a long year without you..........

Hello October ✨অক্টোবর নিয়ে তেমন মাখামাখি নেই তবে পছন্দের তালিকায় বলতে গেলে এই মাসটা সবার আগেই। অক্টোবরের শিউলি ভেজা সকা...
03/10/2025

Hello October ✨

অক্টোবর নিয়ে তেমন মাখামাখি নেই তবে পছন্দের তালিকায় বলতে গেলে এই মাসটা সবার আগেই। অক্টোবরের শিউলি ভেজা সকালটা খুবই ভালোবাসি✨

বলছি বৃত্তবন্দী শেষ করেছি। একটা লিখিত রিভিউ দিই কেমন? ভিডিও রিভিউ করার মতো মন ও সময় কোনোটাই পাচ্ছি না। কারণ -   "আমি ও-ব...
02/10/2025

বলছি বৃত্তবন্দী শেষ করেছি। একটা লিখিত রিভিউ দিই কেমন? ভিডিও রিভিউ করার মতো মন ও সময় কোনোটাই পাচ্ছি না। কারণ -
"আমি ও-বেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি, গেলাসের জলে ভাসবো না না না ".....

Situation right now:
02/10/2025

Situation right now:

পড়ছি এক বছরেরও বেশি সময় ধরে উইশলিস্টে বসে থাকা "কফি সিরিজ"। এই লম্বা সময়টাতে যে কতবার ভেবেছি " এই বইটা শেষ করেই কফি সিরি...
27/09/2025

পড়ছি এক বছরেরও বেশি সময় ধরে উইশলিস্টে বসে থাকা "কফি সিরিজ"। এই লম্বা সময়টাতে যে কতবার ভেবেছি " এই বইটা শেষ করেই কফি সিরিজ শুরু করব"। কিন্তু এমন অনেক "এই" বইটা শেষ হলেও আমার কফি সিরিজটা শুরু করা হয়নি। অবশেষে শুরু করলাম। (যারা ভাবছেন মোম জ্বালিয়ে বই পড়ছি, এতোটা পাগল এখনও হইনি🤣)

"আমি ক্লান্ত প্রাণ এক"দিনশেষে আমরা সবাই কি ক্লান্ত নই? আমি তো প্রায়শই নিজেকে প্রশ্ন করি "এইযে এত ছুটোছুটি তুমি কি ক্লান্...
27/09/2025

"আমি ক্লান্ত প্রাণ এক"

দিনশেষে আমরা সবাই কি ক্লান্ত নই? আমি তো প্রায়শই নিজেকে প্রশ্ন করি "এইযে এত ছুটোছুটি তুমি কি ক্লান্ত নও?" প্রশ্ন করার সাথে সাথে যে জবাব আসে এমন কিন্তু না। কোনও এক শান্ত বিকেলে এক কাপ চা নিয়ে হয়ত বসেছি তখন হঠাৎ একটা ধাক্কার মতো করে জবাবটা আসে "হ্যা ক্লান্ত অনেক, তবে থেমে গেলে কি চলবে? "

আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজ সকাল সকাল বাইরে কড়া রোদ। ভেবেছিলাম ছুটির দিনটায় একটু আরাম করে ঘুমানো যাবে। কিন্তু ...
26/09/2025

আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজ সকাল সকাল বাইরে কড়া রোদ। ভেবেছিলাম ছুটির দিনটায় একটু আরাম করে ঘুমানো যাবে। কিন্তু রোদের তাপে তা আর হলো কই? জানালা থেকে আলগোছে ফেলে রাখা চুলের মতো সূর্য বাবাজী তার প্রকোপ ঠিকই আমার পায়ের ওপর ফেলে যাচ্ছে৷ এরকম সুন্দর সকালে মুরাকামি সাহেবের চমৎকার একটা বই নিয়ে বসেছি৷ বইটা সংগ্রহে আসার পিছনেও বেশ দারুন একটা কাহিনী রয়েছে৷ তার জন্য অপেক্ষা করতে করতে আমার অবস্থাও ছবিতে থাকা আপার মতো হয়েছিলো। সে গল্পটা নাহয় ডুব দিয়ে এসে জানাব।

তো আজ ছুটির দিনে কোন বইটি পড়বেন ঠিক করেছেন?সকালের চায়ের সাথে পুরোনো কোনও বই নাকি?

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luna’s Whisper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share