Taho's Kitchen

Taho's Kitchen "Easy Bengali Recipes & Real Earning Tips from Home. Cooking, Content, and Career — All in One Kitchen
(22)

শুভ বিকেল
13/07/2025

শুভ বিকেল

অভিমান হলে, তুমি না হয় আমায় একটু ফুল দিও🥹
12/07/2025

অভিমান হলে, তুমি না হয় আমায় একটু ফুল দিও🥹

12/07/2025

📌 ফেসবুকে সবার জন্য সুখবর জেনে নিন।

আপনার স্বপ্নের ফেসবুক পেজ এগিয়ে নেবো ইনশাআল্লাহ

আপনি যদি ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার আশায় কাজ করেন, অথবা ইতিমধ্যেই মনিটাইজেশন পেয়ে থাকেন,
নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন,
ভিউ, রিচ, বা ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছেন —

তাহলে আজকের এই সুযোগ আপনাদের জন্য।

🌟 আমি সবাইকে একটি সুযোগ দিতে চাই

আমি একরাম মাহমুদ,
Android Lecture পেজের প্রতিষ্ঠাতা এবং
অনলাইনে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কনটেন্ট গাইড ও ফেসবুক স্ট্র্যাটেজিস্ট।

আমি আমার ফলোয়ারদের স্বপ্নকে গুরুত্ব দিই।

📩 আমি আপনাদের জন্য কি করবো জেনে নিন?

আপনাদের ফেসবুক আইডি বা পেজের লিংক আমি নিজের হাতে
ফেসবুক মনিটাইজেশন টিমের কাছে পাঠাবো।

সেখানে তুলে ধরবো—
আপনার আইডি বা পেজের কনটেন্ট
রিচ, ভিউস, ইনকাম, এনগেজমেন্ট
এবং সবধরনের গ্রোথ সকল সুযোগ
যা আপনাকে ফেসবুক মনিটাইজেশন পেতে সাহায্য করবে।

আমি ফেসবুকের ভি আই পি হেল্প সেন্টারে,
যেগুলো সবার জন্য উন্মুক্ত নয়,
সেখানে আপনার লিংক পাঠিয়ে জমা দেবো

ফেসবুক টিম যেন দ্রুত

আপনার পেজ আইডিকে মনিটাইজেশনযোগ্য হিসেবে মূল্যায়ন করে

টাকা ইনকাম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন

এই রিকোয়েস্ট আমি আমার অফিসিয়াল রেফারেন্স থেকে করবো,নিঃস্বার্থভাবে আপনাদের জন্য।

এই সুবিধাগুলো অনেক গুরুত্বপূর্ণ

আপনি ফেসবুক টিমের সরাসরি নজরে আসবেন

মনিটাইজেশন পাওয়ার যোগ্য হলে, পেয়ে যাবেন

আপনার পেজের ভবিষ্যৎ আলোকিত হবে

ফেসবুকের নতুন নতুন সুবিধা সবার আগে পাবেন

ইনকাম কম, ভিউ কম — এসব সমস্যার সমাধান পাবেন

ভবিষ্যতে আপনি ফেসবুক নিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যেতে পারবেন

📌 আপনি কী করবেন (শর্তাবলি) পড়ে নিন

এই সুযোগ গ্রহণ করতে হলে নিচের ৩টি কাজ করতে হবে।

১. Akram Mahamud এবং Android lecture – এই দুইটি পেজে ফলো দিতে হবে
২. এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে
৩. শেয়ারের স্ক্রিনশট নিয়ে, এই পোস্টে লাইক দিয়ে কমেন্টে পাঠিতে হবে।

⚠️ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে সেটি গ্রহণযোগ্য হবে না
⚠️ শুধু এই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারের স্ক্রিনশট কমেন্টে দেখেই আমি আপনার লিংক নিয়ে কাজ শুরু করবো
⚠️ আমাকে আলাদা করে জিজ্ঞেস করতে হবে না— আমি দেখে নিজেই কাজ শুরু করবো ইনশাআল্লাহ

❤️ একটা কথা মনে রাখবেন

আমি ভিডিওতে ভিউ পাওয়ার জন্য কাজ করি না,
আমি মানুষের স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করি।

আপনাদের পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় পরিচয়।

– একরাম মাহমুদ
Founder Android lecture

কি বানাচ্ছি বলুন তো?
12/07/2025

কি বানাচ্ছি বলুন তো?

11/07/2025

দিল্লী নয় পিণ্ডি নয়,
চাই কেবল চান্দা।
লণ্ডনে বসে বসে
এই আমার ধান্দা।

—কবি লন্ডনেন্দ্রনাথ দত্ত

11/07/2025

জানুয়ারিতে লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার কথা ছিল, আজকে July মাসের ১১ তারিখ।

11/07/2025

যারা নতুন পেজ খুলেছেন তারা অবশ্যই পরবেন।।অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে ।

ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানিনা ।
১. প্রথমত Star সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার= 0.01 ডলার= 0.83টাকা।
** প্রসঙ্গত বলে রাখি Star কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29টা স্টারের দাম 30টাকা ।

২. এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় ।
এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।
** এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।

** অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে ।

** আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে।

** স্টিকার কমেন্টে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়েক্ট , শেয়ার এনগেজমেন্ট বাড়ায়, সেটা যেই কমেন্ট হোক না কেনো।

ফেসবুকে সবাই কমবেশি ফটো ভিডিও পোস্ট করে থাকে সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায় এর থেকে ভালো আর কি।
এবার হিংসা করে ইগনোর না করে Like, Comment করে একে অপর কে সাপোর্ট করুন। সবাই একসাথে এগোলেই তো মজা, আনন্দ।।।

#শেয়ার করে রাখুন পরে কাজে লাগবে।

Good Evening everyone
11/07/2025

Good Evening everyone

কে কে কাচ্চি খেতে ভালোবাসেন বলুন তো?
11/07/2025

কে কে কাচ্চি খেতে ভালোবাসেন বলুন তো?

10/07/2025

**"সবাই ভাবে, একা মানেই কারো না থাকা…
কিন্তু একা থাকা শুরু হয় তখন,
যখন অনেক মানুষ পাশে থেকেও—কেউ মনের কথা শোনে না।

একসময় বুঝে গেছি…
সবাই নিজের মতো ব্যস্ত, কারো সময় নেই সত্যিকারের অনুভূতির জন্য।
তখনই বুঝি, একাকিত্ব আসলে একটা মানুষ না থাকার কষ্ট নয়,
বরং নিজের কথা না বলতে পারার অসহায়তা।

তবুও অভ্যস্ত হয়ে যাই…
নিজের সাথে কথা বলি, চোখের জল চাপা দিই, হাসিমুখে সব লুকিয়ে ফেলি।

কারণ একাকিত্বই শেখায়—
সবাই থাকলেও, আসলে তুমি একাই…
আর সেই একাকিত্বই একদিন তোমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে দাঁড়ায়।"**

— Taho's Kitchen
#একাকিত্ব











কি বানিয়েছি বলুন তো?
10/07/2025

কি বানিয়েছি বলুন তো?

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Taho's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share