29/12/2024
"বিয়ের পরে জামইয়ের সাথে ঘুরিস" অথবা ঘরের বউদের এত বেহিসেবী হলে হয়না,এত ঘুরে কি করবা! টাকা জমাও" এই দুই কথার মাঝে ঘুরপাক খায় কত শত মেয়েদের "ঘুরে বেড়ানোর স্বপ্ন!!
আসলে সব কিছুর একটা আলাদা বয়স থাকে,
যেই বয়সে স্বামী স্ত্রীর একজন আরেকজন কে সময় দেওয়া উচিত, যে বয়সে দুইজনের ঘুরে বেড়ানো উচিত সেই বয়সে আমরা পরিবারের লোক কি বলবে, আশপাশের মানুষ কি বলবে সেই চিন্তায় অস্থির হয়ে থাকি
একটি সত্যি কথা কি জানেন আমাদের হিসেব নিকেষে বেশ ভুল হয় সবসময়।
বার্ধক্যে ব্যাংকে জমে থাকা কোটি টাকার বিনিময়ে সেই কিশোরী মনের পাহাড় দেখার শখ কিংবা বিয়ের পরে নতুন সেই বউটার প্রিয় মানুষটার সাথে সমুদ্রে পা ভেজানোর ইচ্ছে কি কেউ ফিরে পায় সেই কোটি টাকার বিনিময়ে?
আমরা বারবার ভুলে যাই জীবনের জন্য অর্থ,অর্থের জন্য জীবন নয়।