22/05/2025
"তোমাকে রেখে যাই, নয়টা-পাঁচটার জন্য...
প্রতিটা সকাল মানে যুদ্ধ।
তোমাকে ঘুম থেকে জাগানো, আদর দিয়ে খাইয়ে দেয়া,তারপর নিজের ব্যাগ গোছানো।
আর শেষে — সেই সবচেয়ে কষ্টের মুহূর্তটা —
তোমার মুখে 'মা যেও না' কথাটা শুনে, বুক চেপে রাখা কান্না নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাওয়া।
কাজের চাপে হয়তো সময়মতো খেতে পারি না, কিন্তু মাথায় ঘোরে, 'তুমি ঠিকমতো খেয়েছো তো?'
বসের মিটিংয়ে থেকেও মন পড়ে থাকে বাসার জানালার দিকে — হয়তো এইমাত্র তুমি পুতুল নিয়ে খেলছো বা আমার জন্য অপেক্ষা করছো।
তুমি যখন কান্না করো, আমি শুনতে পাই না — সেটাই সবচেয়ে বেশি পোড়ায়।
তোমার ছোট্ট হাত ধরে রাখা হয় না দিনভর — সেটাই সবচেয়ে অপূর্ণতা লাগে।
তবুও সব করছি — তোমার ভবিষ্যতের জন্য, তোমার স্বপ্নের জন্য।
তুমি একদিন বুঝবে — মা কেন প্রতিদিন নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে রেখে বেরিয়ে যেত।"
#কর্মজীবী_মা
#মায়ের_মন
#মা_ও_সন্তান
#প্রতিদিনের_সংগ্রাম
#মায়ের_ভালোবাসা
#মা_হওয়া_সহজ_নয়
ারাপের_সকাল