Aayat's kitchen

Aayat's kitchen আমার পেজে আসার জন্য ধন্যবাদ

14/11/2024

তুমি বলো তোমার ফুল পছন্দ কিন্তু যখন ফুল ফোটে তখন সেটাকে ছিড়ে নাও,
তুমি বলো তোমার বৃষ্টি পছন্দ কিন্তু যখন বৃষ্টি হয় তুমি নিজেকে লুকিয়ে ফেলো,
তুমি বলো তুমি বাতাস ভালোবাসো কিন্তু যখন বাতাস হয় তখন তুমি জানালা বন্ধ করে দাও,
আমি তো ঐ সময়ের কথা ভেবে ভয় পেয়ে যাই যখন তুমি বলো আমি তোমাকে ভালোবাসি, 🙂🙂🙂🙂

11/11/2024

কিছু জিনিস দেখতে সুন্দর করতে যেও না
তার ভেতর সব থেকে ওপরে হচ্ছে টিক টক যেটা দেখতে সুন্দর করতে নয়😂

10/11/2024

খুলনার স্টাইলে গরুর মাংসের অথেন্টিক চুই ঝাল কিভাবে বানাবো। How to make beef chujal

09/11/2024

😔একটা সুন্দর গল্পের সমাপ্তি এভাবে না হলেও পারতো 🥲👇

ক্রোমোশ সময় পার হচ্ছে হয়তো বারবার যেমন কথা হয় এবার আর তেমন কথা হবে না অনেক স্মৃতি সারা জীবন মনে থাকবে কিছু জায়গা কখনো ভুলবো না চলার পথে বারবার দেখা হবে তাও কথা বলা হবে না সেই অনেক বছর পরে যে সামনাসামনি দেখা হয়ে গেলে তখন চোখে চোখ রাখার হবে না কারণ ভয় থাকবে তো চোখে চোখ পড়ে গেলে যদি আবার মায়া পড়ে যায় তখন হয়তো আটকে পড়ার ভয় থাকবে না তবে জীবন তখন এমন একটা রাস্তায় নিয়ে যাবে যে রাস্তা থেকে ওই চোখে চোখ রাখার মতন ক্ষমতা নাই অনেক সম্পর্কের নাম হয় না তেমন কিছু স্মৃতির কোন সীমানা হয় না জানিনা আমি কি লিখতেছি তবে কিছু স্মৃতি আমি কখনো ভুলবো না আমি জীবনে কাউকে মনে রাখিনি আমার অতীত সারা জীবন আমার কাছে অতীতেই যেটা আমি অতীতেই রেখে চলে এসেছি এমনটাই হওয়া উচিত কিন্তু কিছু পবিত্র সম্পর্ক এমন থাকে সেগুলোকে রাখা সম্ভব হয় না কিন্তু অতীতে ফেলে রাখা যায় না তাই আমিও আমার একটা সম্পর্ক দিতে ফেলে রাখতে পারবো না যাতে সারা জীবন বয়ে বেড়াবো স্মৃতিতে সারা জীবন এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে চাইলেই কথা বলা যায় তবে উপায় নেই কিছু পথ এমন থাকে আমরা জানি তো সে পথে হাঁটা যাবে কিন্তু জানি ওই পথের শেষ খুব তাড়াতাড়ি আছে আর যদি ওই পথে শেষ না থাকে তাহলে ওই পথটা অনেক ভয়াবহ চলতে গেলে হচ্ছে তো খেতে হবে তবে কিছু সময় হয়তো ভয় থাকে না তবে কিছু সময় জেনেশুনে যাওয়াও যায় না এরকম মনে হয় যে ওই পথে হাঁটলে যে কোন একটা মানুষের ক্ষতি হবে না অনেকগুলো মানুষের ক্ষতি হবে তাই মানুষ মানুষের কথা ভাবতে গিয়ে সেই পথটা কি ছেড়ে দেয় অনেক দিন ধরে বেড়ানো কোন কিছু এত সহজে ছেড়ে দেয়া সম্ভব হয় না তবে কখনো কখনো কারোর ভালোর জন্য অনেক খানিকটা সরে দাঁড়াতে হয় যেমনটা অনেকগুলো দেশলাই কাঠি রেখে দিলে আরিবদ্ধভাবে প্রথম তাতে আগুন জ্বালিয়ে দিলে যদি মাঝখানেরটা সরিয়ে নেওয়া হয় তাহলে যেমন বিচারগুলো পড়ার ভয় থাকে না তেমন কিছু কিছু সময় অনেক মানুষের ভালোর জন্য ওই মাঝখান থেকেই স্বার্থপরের মত নিজেকে সরিয়ে নিতে হয় তাই নয় স্বার্থপর হয়ে থাকাই ভালো যদি অন্য কারোর ভালো হয়।

07/11/2024

জীবনে যদি সব পেয়ে যাই তাহলে পাওয়ার মজাটাই তো হারিয়ে ফেলবো থাক না কিছু অপূর্ণতা 🙂🙂

05/11/2024

Good morning

Favourite sobgi ranna😋😋😋
04/11/2024

Favourite sobgi ranna😋😋😋

04/11/2024

মানুষ তার মনের কষ্ট কখনো কাউকে বোঝাতে পারে না। যে জিনিসটা সে চায় তার থেকেও তাকে দূরে পালাতে হয় 🙂🙂🙂🙂

Yummy 😋😋
04/11/2024

Yummy 😋😋

03/11/2024

কিছু জিনিসের মায়া মানুষ কখনও কাটিয়ে উঠতে পারে না আর চাইলেও ভুলতে পারেনা

03/11/2024

দোকানের মত বিখ্যাত ঘুগলি কিভাবে বানাবেন অসম্ভব মজা খেতে। How to make ghugni ❤️

02/11/2024

কচু এভাবে রান্না করলে কখনো গাল চুলকাবে না অসাধারণ টেস্টি চিংড়ি মাছ আর কচু রান্না

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aayat's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category