Rubel Shaikh

Rubel Shaikh "নিশ্চুপ নিরবতা দেখে ভেবোনা নির্বোধ"

ফলের আশা না করে ছোট্ট থাকতে যত্ন নিতে হয়।🖤
09/05/2025

ফলের আশা না করে ছোট্ট থাকতে যত্ন নিতে হয়।🖤

Maybe you didn’t keep me in your life, but still, remember there was someone in this world who wanted to love you, but y...
25/04/2025

Maybe you didn’t keep me in your life, but still, remember there was someone in this world who wanted to love you, but you never gave them the chance. someone wanted to call you their own, but you never gave them that right.
maybe i don’t live in your heart, but remember my entire world revolved around you. in all my good and bad times, in all my smiles and sorrows, it was always you.
you can forget me if you want. but remember, i can never forget you in this lifetime. i am cursed with the inability to forget you.
even if you shatter all my dreams, remember you were the only dream i had, and i was willing to do anything to make that dream come true.
remember, there was someone who wanted to wrap you around their soul, but you ignored them and pushed them away.
you're not here anymore, yet you are everywhere in my sadness, in my loneliness, in my sighs, in my sleepless nights, in my laughter, in my tears.
you’re still present in every corner of me.
remember, the one you so easily forgot still cries silently thinking of you.
remember, the one you never wanted to love is still loving you endlessly.
and remember, the one you carelessly threw away had you at the very top of their priority list.
remember everything.
not so that you feel guilty, but so that one day when you're alone you understand that you once meant the world to someone,
someone who is still learning to live with a broken heart, just because they lost you.🖤💔

15/04/2025

তবুও হারিয়ে যাওয়া মানুষটিকে ভেবে সুখ পাই। মনের গভীরে দাউদাউ করে জ্বলে ওঠা আগুন যেন নিভে যায়,
তার জন্য এক অচেনা অজানা নগরে পারি জমিয়েছি আমি। তার শহরে তার খোঁজে এসেছি, এই অচেনা শহর এখন আমার অনেক চেনা |কিন্তু চেনা মানুষটা আজ বড্ড অচেনা আমার
কাছে --
আমার প্রতিটা দীর্ঘশ্বাসে যেন তাকে না পাওয়ার উপহাস তাকে হারিয়ে ফেলার এক অবিরুদ্ধ দীর্ঘশ্বাস !
সে জানতো তাকে ছাড়া আমি ভালো নেই, তাকে ছাড়া আমার ভালো থাকা হয়ে ওঠে না। তবুও সে চলে গেলো এক বিষাপীত রাত আমায় উপহার দিয়ে..!!
তবুও
সারাদিন ব্যস্ততায় কাটিয়ে দেই তাকে না ভেবে ভেবে। কিন্তু রাত হলে'ই তাকে নিয়ে নতুন নতুন ভাবনা তৈরি হয়! আমার মন-মস্তিষ্ক আমার বিপক্ষে,
কল্পনায় যখন তার বুকে মাথা রেখে শতশত অভিযোগের পাহাড় তৈরি করি, সেই অভিযোগের মাঝেও যেন শান্তি থাকে -
সেই প্রসস্থ বুকে যেন আমার পুরো জীবনের সুস্তি লুকিয়ে আছে।
তার হাতে হাত রেখে বিশলতা'র উপমায় হারিয়ে যাই আমি।
আমার কল্পনা যেন তার মাঝে'ই সীমাবদ্ধ-
ভীষণ ব্যাকুলতায়
রাত্রি পার হয়,
খুব করে মনে হয়,কল্পনা
গুলো যদি সত্যিই হতো!
বাস্তবতা এতো কঠোর কেনো
আমায় কি রেখে দিতে পারতেন না আপনি মন কুটিরে ? কিংবা অভিমানে !
আমি তো জীবনানন্দের কবিতার মতো করে থেকে যেতে চেয়েছিলাম
জীবন্ত হারিয়ে যাওয়া এই শহরে
আপনার শেষ প্রহর হতে চেয়েছিলাম
মনের মৃত্যুতে যোগ-বিয়োগ এর এই খেলায় আমি বরাবর'ই শূন্য!

09/04/2025

শুক্রবার থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও আসছে সাথে থাকুন।🥰

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُঅনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা কর...
08/04/2025

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রাহমানির রাহিম তুমি জালীমদের ধ্বংস করো যেমনটা যুগে যুগে করেছো, অসহায়দের সাহায‍্য করো যেমনটা সবসময় করেছো। আমরা কেবল তোমার কাছেই মাথা নত করি এবং সাহায্য প্রার্থনা করি🤲

হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন, আমরা নিরুপায় আপনার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কিছু করার সামার্থ নাই। হে আল্লাহ আ...
06/04/2025

হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন, আমরা নিরুপায় আপনার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কিছু করার সামার্থ নাই। হে আল্লাহ আপনি সকল পরিকল্পনাকারী জানিনা আর কত আমাদের মুসলিমদের পরিক্ষা নিবেন।

হে আল্লাহ আপনি আমাদের রক্ষা কারী সাহায্য কারী গাঁজা বাসীদের সাহায্য করুন, সকল মুসলিমদের সাহায্য করুন।🙏

30/03/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.! ❤️
ঈদ মোবারক 🫶

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারক বাদ।।আল্লাহ আমাদের সকল কে সব গুলো রোজা রাখার তৌফিক দান করুক।। আল্লাহ আমাদের...
01/03/2025

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারক বাদ।।

আল্লাহ আমাদের সকল কে সব গুলো রোজা রাখার তৌফিক দান করুক।।
আল্লাহ আমাদের সকলকে এই রোজার অছিলায় আমাদের সকলের গোনাহ মাফ করে দিক।।

সকল মুসলিম মুসলিম দের মাঝে ভেদাভেদ না সৃষ্টি করে সকলে একত্রে মিলে মিসে থাকার তৌফিক দান করুক।।

যে সকল মানুষকে আল্লাহ সামার্থ দিয়েছেন সে সকল মানুষ তাদের আসেপাশে সকল গরীব দুখীদের পাসে গিয়ে সাহায্য করার তৌফিক দান করুক।।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।

24/02/2025

জীবন পরিবর্তন শীল কখনো কখনো কালো মেঘে আঁটকে পড়ে জীবনের সব কিছু। এই মেঘ কখনো কখনো বৃষ্টির মতো ঝড়ে পড়ে আবার পরিস্কার হয়ে যায়।।

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Shaikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category