22/09/2025
কারো বিপদে আপনি কিছু দান করলেন, সাহায্য বা উপকার করলেন,, আপনার উদ্দেশ্য সওয়াবের কিন্তু পরবর্তীতে আপনি খোঁটা দিলেন তখন প্রাপ্ত সওয়াব নষ্ট হয়ে যাবে এবং ইসলামে এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। কেয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তার মধ্যে খোঁটা দানকারী একজন।