19/07/2025
জামায়াতের আমির বক্তব্য দেওয়ার সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার পর বসে বসে বক্তব্য দিছেন। বিএনপির ভাই বন্ধুরা ব্যাপারটারে নাটক বইলা হাসি ঠাট্টা করতেছেন। তো ভাইলোক, আপনাদের নেত্রী খালেদা জিয়া তো আগে হুইল চেয়ার ছাড়া চলতেই পারতেন না। ৫ই আগস্টের পর তো ঠিকই উইঠা দাঁড়াইছেন, এখন হাঁটতেও পারেন। তো এইটা কি নাটকের মধ্যে পড়ে, নাকি এইটা একশন সিনেমা?