06/12/2025
১৩ ডিসেম্বর ১৯৭১ — যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি আত্মবিশ্বাসটাই না দেখিয়েছিলো জেনারেল নিয়াজি। অবশ্য তার এই ভন্ডামী ঘুচে গিয়েছিল আর তিনদিন পরই।
তবে নিয়াজির এই সাক্ষাৎকারটি প্রকাশ করার মূল কারণ হচ্ছে, ওর বক্তব্যের সময়ে পেছনে ঘাপটি মেরে থাকা কিছু তল্পীবাহকদের পরিচয় জানার আগ্রহ এবং নিয়াজির কথা শেষ হবার পর তাদের সমস্বরে শিৎকার করে ওঠার বিষয়টা! কেমন যেন শেয়ালের হুক্কাহুয়া মনে করিয়ে দেয় তাই না?
ইদানিং এই শেয়ালদের আনাগোনাও অনেকটা এভাবে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক যেন একই সুরে ডাক তোলার চেষ্টা করছে।
শেষ রক্ষা তখনও যেমন হয়নি, এখনও হবেনা, ইনশাআল্লাহ।