ꜰᴀʀʜᴀ's ꜰʏʀᴇ

ꜰᴀʀʜᴀ's ꜰʏʀᴇ 🌸Farha’s Fyre – a lifestyle & cooking vlog that celebrates food, family, and the little joys of life 🌸
(14)

19/09/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Have a great 😊 day!!
18/09/2025

Have a great 😊 day!!

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
17/09/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

সকাল সকাল দেখা তাহাদের সঙ্গে 🫰 এই ফুলের ঘ্রাণ কার কার প্রিয় কমেন্ট এ জানাও
17/09/2025

সকাল সকাল দেখা তাহাদের সঙ্গে 🫰 এই ফুলের ঘ্রাণ কার কার প্রিয় কমেন্ট এ জানাও





জীবনটা অদ্ভুত, তাই না? এটা একটা চলমান নদীর মতো, যেখানে হাজারো অনুভূতি ঢেউ খেলে যায়। কখনো এই নদী শান্ত, কখনো উত্তাল। আর ...
16/09/2025

জীবনটা অদ্ভুত, তাই না? এটা একটা চলমান নদীর মতো, যেখানে হাজারো অনুভূতি ঢেউ খেলে যায়। কখনো এই নদী শান্ত, কখনো উত্তাল। আর প্রতিটি ঢেউ এক একটি অনুভূতির গল্প বলে।
কিছু অনুভূতি এমন, যা আমাদের ভেতরটা আলোকিত করে তোলে। যেমন ধরুন, কোনো প্রিয়জনের সাথে কাটানো একটি সুন্দর মুহূর্ত, যা মনকে আনন্দে ভরিয়ে দেয়। কিংবা হয়তো আপনার বহুদিনের স্বপ্ন পূরণ হলো, সেই সাফল্যের স্বাদ আপনাকে এক নতুন শক্তি এনে দেয়। এই অনুভূতিগুলো জীবনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
আবার কিছু অনুভূতি আছে যা আমাদের দুর্বল করে দেয়, যেমন কষ্ট, হতাশা বা একাকীত্ব। কখনো কোনো প্রিয় মানুষ দূরে চলে গেলে বুকের ভেতরটা শূন্য মনে হয়, এক গভীর বিষাদের মেঘ ছেয়ে যায়। আবার কখনো হয়তো কোনো কাজে ব্যর্থ হয়ে মনে হয় সব শেষ। কিন্তু এই অনুভূতিগুলোও জীবনেরই অংশ। এই কষ্টের মধ্যে দিয়েই আমরা নিজেদের আরও শক্ত করে তুলি, আরও পরিণত হই। এই অভিজ্ঞতাগুলো আমাদের শিখিয়ে দেয় কীভাবে আবার উঠে দাঁড়াতে হয়, কীভাবে নতুন করে শুরু করতে হয়।
সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই ভালো-মন্দ সব অনুভূতির মিশেলেই জীবনটা পূর্ণতা পায়। আনন্দের পর দুঃখ আসে, আবার দুঃখের পর আনন্দ। এটাই জীবনের ছন্দ। এই অনুভূতির ঢেউগুলোতে গা ভাসিয়ে আমরা আরও বেশি সংবেদনশীল এবং মানবিক হয়ে উঠি।
তাই, জীবনের প্রতিটি অনুভূতিকে স্বাগত জানান। প্রতিটি মুহূর্তকে অনুভব করুন। কারণ এই অনুভূতিগুলোই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের মানুষ করে তোলে। জীবন আসলে এই অনুভূতিরই এক অসাধারণ ক্যানভাস।

©️Farha's Fyre

আমার সকালের শুরু টা এমন, তোমাদের টা জানাতে ভুলো না কিন্তু 🤨🫰
16/09/2025

আমার সকালের শুরু টা এমন, তোমাদের টা জানাতে ভুলো না কিন্তু 🤨🫰

আপনার পছন্দের রেট্রো শাড়ির রঙ কী? আমার তো লাল ❤️ আর লাল শাড়ির এই লুকটি আপনার কেমন লাগছে? লাইক এবং কমেন্ট করে জানান 🤨 P...
15/09/2025

আপনার পছন্দের রেট্রো শাড়ির রঙ কী? আমার তো লাল ❤️ আর লাল শাড়ির এই লুকটি আপনার কেমন লাগছে? লাইক এবং কমেন্ট করে জানান 🤨 Prompt 👇
Create a retro vintage grainy but bright image of the reference photo but draped in a perfect red party wear saree pinteresty aesthetic retro saree.

It must feel like a 90s movie with tight hair bun with Oxidise bangle on hands.windy environment romanticising.

The girl is standing against a solid wall, deepny shadow and contrast drama, creating a mysterious and artistic atmosphere (collected)

লাল শাড়ি যদি ট্রেন্ডিং ই হয় তাহলে আমি বলবো শান্ত জলে ভেসে থাকা পদ্মফুলের মতোই, রঙিন জীবনের মাঝে সরলতার ছোঁয়া.......  ...
15/09/2025

লাল শাড়ি যদি ট্রেন্ডিং ই হয় তাহলে আমি বলবো শান্ত জলে ভেসে থাকা পদ্মফুলের মতোই, রঙিন জীবনের মাঝে সরলতার ছোঁয়া.......

মানুষের জীবন সত্যিই কতটা অনিশ্চিত, তা আমরা প্রতিদিনই টের পাই। কখন কোন ঘটনা ঘটে যায়, কারো সাথেই আগে থেকে বলা যায় না। আজ...
08/09/2025

মানুষের জীবন সত্যিই কতটা অনিশ্চিত, তা আমরা প্রতিদিনই টের পাই। কখন কোন ঘটনা ঘটে যায়, কারো সাথেই আগে থেকে বলা যায় না। আজ যে হাসিখুশি মানুষটা আমাদের পাশে আছে, কাল হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে।

তাই এই অনিশ্চিত জীবনে ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসতে হবে, প্রিয় মানুষদের সময় দিতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে। কে জানে আগামীকাল কেমন হবে? আজকের দিনটাই হয়তো আমাদের সবচেয়ে বড় উপহার। 🌿

©️Farha's Fyre

০৭.০৯.২০২৫ সময়: ১১:৪১ pm গতকাল রাতটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতার। আকাশজুড়ে পূর্ণ চন্দ্রগ্রহণের সেই রহস্যময় দৃশ্য চোখের স...
08/09/2025

০৭.০৯.২০২৫
সময়: ১১:৪১ pm
গতকাল রাতটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতার। আকাশজুড়ে পূর্ণ চন্দ্রগ্রহণের সেই রহস্যময় দৃশ্য চোখের সামনে দেখে মনে হলো প্রকৃতির অনন্য এক বিস্ময়কে ছুঁয়ে দেখছি। চাঁদের আলো ঢেকে গিয়ে যে লালচে আভা ছড়িয়ে পড়েছিল, তা সত্যিই মুগ্ধ করার মতো। এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয়, আমরা কত ক্ষুদ্র অথচ কত ভাগ্যবান এই মহাবিশ্বের সাক্ষী হতে পেরে 🫰😇©️Farha's Fyre

ট্রেন থেকে সকাল সকাল কাঁশফুল ☘️কাঁশফুল মানেই শরতের আগমনী বার্তা 😇 নীল আকাশে ভেসে থাকা তুলোর মতো সাদা মেঘ ☁️ আর মাঠ জুড়ে...
07/09/2025

ট্রেন থেকে সকাল সকাল কাঁশফুল ☘️
কাঁশফুল মানেই শরতের আগমনী বার্তা 😇 নীল আকাশে ভেসে থাকা তুলোর মতো সাদা মেঘ ☁️ আর মাঠ জুড়ে দুলে ওঠা কাশফুল যেন এক অন্য রকম আবেশ এনে দেয় ☘️🫰

Address

Khulna
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꜰᴀʀʜᴀ's ꜰʏʀᴇ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share