কথা কাব্য

কথা কাব্য 🎙️✨ কথা কাব্য - কণ্ঠে বাঁধা শব্দের জাদু। এটি একটি ভিন্নধর্মী ফেসবুক পেজ, যেখানে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলো নতুন কণ্ঠে পাবে এক কাব্যিক নতুন রূপ।

🎙️✨ কথা কাব্য - কণ্ঠে বাঁধা শব্দের জাদু।

আমি একজন কণ্ঠশিল্পী, লেখক এবং প্রকৃতিপ্রেমিক। প্রকৃতির নিস্তব্ধতা ও জীবনের প্রতিদিনের গল্পগুলোকে কণ্ঠে মিশিয়ে, শব্দে রূপান্তর করতে ভালোবাসি। কথা কাব্য সেই সব অনুভূতি, কবিতা, এবং গানের একটি ভ্রমণ যেখানে কণ্ঠের আবেগ জীবনের প্রতিটি দিককে নতুনভাবে প্রকাশ করে।

📌 কী পাবেন এখানে?

আবেগঘন কণ্ঠে কবিতা, গান ও গল্পের পরিবেশনা।
প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে জন্ম নেওয়া

শব্দ ও সুর।
দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তগুলোকে শব্দে জীবন্ত করে তোলা।
আমার লেখা এবং ভিন্ন স্বাদের কনটেন্ট।
আমার কণ্ঠের জগতে আপনাদের স্বাগত। আসুন, একসঙ্গে জীবনকে শব্দ ও কাব্যে নতুনভাবে অনুভব করি। 🌿🎶

📢 Follow করুন এবং এই অনন্য যাত্রায় আমার সঙ্গী হোন! ❤

25/09/2025

😡😡😡😡😡😡
বিসিবির জাতিয় দলের ব্যাটসম্যানদের বাড়ি আগুন না দিলে এদের দেশ প্রেম তৈরী হবে না।
#খেলারখবর #সয়মটিভি #ক্রিকেট_বাংলাদেশ

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে ...
23/09/2025

৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।

একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

-কপি রাইট@

খান কি*র ছেলে ক্যাচ ফেলছে ওর বাড়ির পাশে যার আছে ওর পুট কিতে আগুন দাও।শালা মানুষের বাচ্চা বা কুকুর ছানা
16/09/2025

খান কি*র ছেলে ক্যাচ ফেলছে ওর বাড়ির পাশে যার আছে ওর পুট কিতে আগুন দাও।শালা মানুষের বাচ্চা বা কুকুর ছানা

৯০ এর দশকে আমরা যারা ক্রিকেট খেলা দেখেছি আমরা ভারত পাকিস্তান  ক্রিকেট উন্মাদনার মধ্য দিয়ে গেছি।এইযে ভারতকে আপনারা অপরাজে...
16/09/2025

৯০ এর দশকে আমরা যারা ক্রিকেট খেলা দেখেছি আমরা ভারত পাকিস্তান ক্রিকেট উন্মাদনার মধ্য দিয়ে গেছি।এইযে ভারতকে আপনারা অপরাজেয় একটা দল দেখছেন তা একদিনে হয়নি,ভারত সেরাদের সেরা হয়েছে ভারতের দর্শকদের চ*দ*নে।মাঠে তো পঁচা ডিম আর কলার ছোবলাতে ছয়লাভ হতোই এর সাথে মাঝে পাথর নিক্ষেপ ও হতো।আর খেলা শেষ হতে না হতেই প্লেয়ারদের বাড়ি ঘরে আগুন দেওয়া হতো।এভাবে আগুনে পুড়েপুড়ে আজকের সেরা ক্রিকেটিও মাইটি ইন্ডিয়া হয়েছে।আমরা বাঘের বাচ্চা কুকুর ছানা গুলোকে বেশী মাথায় তুলে রেখেছি তাইতো ওদের জীবন হয়ে গেছে আল্লাদে আটখানা।কনোদিন ও কিছুই হবে না বাংলাদেশ ক্রিকেট এর যতদিন ওদের পুটকিতে আগুন না দেওয়া হবে।সু*য়ো*রে*র বাচ্চা রা বাংলার বাঘ।
#বাংলাদেশ #বিসিবি #ক্রিকেট #ক্রিকেট_বাংলাদেশ #সয়মটিভি #খেলারখবর

13/09/2025

Find records of Highest innings totals in T20I matches only on ESPNcricinfo.

11/09/2025

আফগানিস্তানের ধারের কাছেও নেই বাংলাদেশ

11/09/2025

ফিল্ডিং সাজানো খুব বাজে হয়েছে।আকাশ চোপড়া একেবারে খারাপ কথা বলে নাই।আফগানিস্তান বাংলাদেশের থেকে ভালো দল🥵🥵🥵🥵🥵😪

04/09/2025

বৌ আর তার পরিবার কখণো নিজের পরিবার হতে পারে না,একবার দেওয়া বন্ধ করুন,বা দেওয়া কমিয়ে দিন, বুঝতে পারবেন।বাবা মা নিজের ভাই বোন ই আসল পরিবার ।

03/09/2025

কোটি কোটি টাকার লুটপাটের শেষ কোথায় to Star Play, Sport...

তেলো মাথায় সবাই তেল দেই।যেদিন আল্লাহ তেল দিবে সেদিন যেনো তেলহীন মানুষদের পাশে থাকার তৌফিক দান করেন।আর যাদের তেল আছে তাদে...
02/09/2025

তেলো মাথায় সবাই তেল দেই।যেদিন আল্লাহ তেল দিবে সেদিন যেনো তেলহীন মানুষদের পাশে থাকার তৌফিক দান করেন।আর যাদের তেল আছে তাদেরকেও যেনো ঘৃণা না করি।আল্লাহ মাফ করুন সবাইকে। ♦️🌋

https://youtube.com/shorts/I7S7QGMMfgY?si=K1itMWiFZLcoH32dএইটাই ছিলো শেখ মুজিব।
02/09/2025

https://youtube.com/shorts/I7S7QGMMfgY?si=K1itMWiFZLcoH32d

এইটাই ছিলো শেখ মুজিব।

১৯৭১ সাল নিয়ে যেভাবে 'তওবা' বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো *******************************************বিবিসি নিউজ .....

01/09/2025

আজো বুঝলাম না কোনটা ধান গাছ আর কোনটা শ্যামা ঘাস
#কুটুমদ্বয়

Address

Jhenaidah
Khulna
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when কথা কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share