Katha Koli's BLOG

Katha Koli's BLOG আসসালামু আলাইকুম।
কোনো কাজই ছোটো নয়।
শখ থেকেই সফলতা অর্জন সম্ভব।
প্রত্যেকেরই নিজস্ব দক্ষতা ও পারদর্শিতা
পৃথিবীর সামনে তুলে ধরা উচিত।

02/08/2025
আসসালামু আলাইকুম। 🌺🌺শুভ সকাল 🌺🌺
02/08/2025

আসসালামু আলাইকুম।
🌺🌺শুভ সকাল 🌺🌺

01/08/2025

ছোট বাচ্চাদের কুকুর থেকে সাবধানে রাখবেন। একটা ছোট ২
বছরের মেয়ে বাচ্চা ৩ টা কুকুর মিলে
খেয়ে নিয়েছে। বাস্তব সত্যি ঘটনা। 🥹🥹🥹

এটার মধ্যে ও একটা অন্য রকম শান্তি আলহামদুলিল্লাহ 🍀🍀🍀🍀শুভ রাএি🍀🍀🍀
31/07/2025

এটার মধ্যে ও একটা অন্য রকম শান্তি
আলহামদুলিল্লাহ 🍀🍀🍀🍀শুভ রাএি🍀🍀🍀

আমি আধেক তোমার আধেক আমার এভাবেই হয়েছি ভাগ।[হেডফোন একটা তার কানে আর একটা আমার কানে😄😄😄😄]৷৷৷৷৷৷৷৷ শুভ রাএি।।।।।।।।🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 ...
29/07/2025

আমি আধেক তোমার আধেক আমার
এভাবেই হয়েছি ভাগ।
[হেডফোন একটা তার কানে আর একটা আমার কানে😄😄😄😄]
৷৷৷৷৷৷৷৷ শুভ রাএি।।।।।।।।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

পড়াটা শুধু ডাল ভাজি নয়,ফ্রিজের ঠান্ডা সেমাইয়ের সাথে ও অনেক স্বাদ।আমার মত কে কে এমন করে খেতে পছন্দ করেন?আমার সকাল টা একটু...
29/07/2025

পড়াটা শুধু ডাল ভাজি নয়,
ফ্রিজের ঠান্ডা সেমাইয়ের সাথে ও অনেক স্বাদ।
আমার মত কে কে এমন করে খেতে পছন্দ করেন?
আমার সকাল টা একটু দেরিতে হলো।
সবাইকে শুভ সকাল☕☕☕☕

টাকার জন্য মানুষ নিজেকে ও সীমাহীন নিকৃষ্টেপরিণত করতে পারে।হায়রে টাকা।।।।।।।সবাইকে শুভ রাএি🌺🌺🌺🌺🌺
28/07/2025

টাকার জন্য মানুষ নিজেকে ও সীমাহীন নিকৃষ্টে
পরিণত করতে পারে।হায়রে টাকা।।।।।।।
সবাইকে শুভ রাএি🌺🌺🌺🌺🌺

25/07/2025

মানুষের চাহিদার শুরু আছে
কিন্তু শেষ কোথায় কেউ
বলতে পারেন?
শুভ রাএি

25/07/2025

সবাই আমার পেজে ফলোয়ারস 0 kore din.Tnx to All.I have no need any followers

24/07/2025

আজ তিনদিন ধরেই দেখা যায়
আমার ফলোয়ার ৩০০ হয়ে ও হচ্ছে না।তার কারণ নিউ পেজ থেকে এ্যাড হলেও পুরাতন পেজ আনফলো
করে দিচ্ছে। এগুলো এক ধরনের প্রতারণা।
আরে ভাই তোমার প্লেটের খাবারের থেকে কি কেউ
ভাগ বসাচ্ছে?তোমার কি টাকা কম পড়বে এটা করলে
আমাকে জানাইয়ো।

আজকে কত মায়ের কান্নার আহাজারি শোনা যায়। কত মায়েরা ছবি দিয়ে তাদের সন্তানদের খুঁজে বেরিয়েছে।অনেকে এখনো অপেক্ষা করছে সন্তান...
21/07/2025

আজকে কত মায়ের কান্নার আহাজারি শোনা যায়। কত মায়েরা ছবি দিয়ে তাদের সন্তানদের খুঁজে বেরিয়েছে।অনেকে এখনো অপেক্ষা করছে সন্তান
বাড়ি ফিরে আসবে।আল্লাহ আপনি সকলকে রক্ষা করুন। এই দূর্ঘটনাতে যারা মারা গেলেন আপনি সকলকে জান্নাত দান করুন। আমীন 🤲🤲🤲।
নীরবে চোখের পানি পড়ছে।আজকের এই দিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।😓😓😓😓

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katha Koli's BLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share