
09/10/2025
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়
এবারের টাইমস হায়ার এডুকেশন (THE) বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ১৯টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে সর্বোচ্চ অবস্থান— ৮০১-১০০০ ব্যান্ডে রয়েছে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট (BUET) ও কুয়েট (KUET) অবস্থান করেছে ১০০১-১২০০ ব্যান্ডে, আর চুয়েট (CUET) রয়েছে ১২০১-১৫০০ ব্যান্ডে।
গত বছরের র্যাঙ্কিংয়ে বুয়েট, কুয়েট ও চুয়েট ছিল ১০০১-১২০০ ব্যান্ডে, এবং রুয়েট (RUET) অবস্থান করেছিল ১২০১-১৫০০ ব্যান্ডে।
যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করে এই র্যাঙ্কিং। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং হিসেবে বিবেচিত। এখানে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক সুনাম, এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা ইত্যাদি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
এই র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা সহযোগিতা, একাডেমিক স্বীকৃতি ও কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধিতে সুবিধা পায়। পাশাপাশি, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে গবেষণা অনুদান ও অংশীদারিত্ব অর্জনেও সহায়তা করে এই স্বীকৃতি।
তবে বিশেষজ্ঞদের মতে, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ চিত্র প্রতিফলিত করে না। যেহেতু এখানে মূলত গবেষণা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়, তাই শিক্ষণ-কেন্দ্রিক (Teaching-focused) বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলকভাবে পিছিয়ে পড়তে পারে।
© কুয়েট সাংবাদিক সমিতি