KUET Insiders

KUET Insiders অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়এবারের টাইমস হায়ার এডুকেশন (THE) বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যা...
09/10/2025

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়

এবারের টাইমস হায়ার এডুকেশন (THE) বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ১৯টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে সর্বোচ্চ অবস্থান— ৮০১-১০০০ ব্যান্ডে রয়েছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট (BUET) ও কুয়েট (KUET) অবস্থান করেছে ১০০১-১২০০ ব্যান্ডে, আর চুয়েট (CUET) রয়েছে ১২০১-১৫০০ ব্যান্ডে।

গত বছরের র‍্যাঙ্কিংয়ে বুয়েট, কুয়েট ও চুয়েট ছিল ১০০১-১২০০ ব্যান্ডে, এবং রুয়েট (RUET) অবস্থান করেছিল ১২০১-১৫০০ ব্যান্ডে।
যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করে এই র‌্যাঙ্কিং। এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং হিসেবে বিবেচিত। এখানে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক সুনাম, এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা ইত্যাদি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

এই র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা সহযোগিতা, একাডেমিক স্বীকৃতি ও কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধিতে সুবিধা পায়। পাশাপাশি, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে গবেষণা অনুদান ও অংশীদারিত্ব অর্জনেও সহায়তা করে এই স্বীকৃতি।

তবে বিশেষজ্ঞদের মতে, টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ চিত্র প্রতিফলিত করে না। যেহেতু এখানে মূলত গবেষণা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়, তাই শিক্ষণ-কেন্দ্রিক (Teaching-focused) বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলকভাবে পিছিয়ে পড়তে পারে।
© কুয়েট সাংবাদিক সমিতি

আলহামদুলিল্লাহ ❤️
09/10/2025

আলহামদুলিল্লাহ ❤️

আবরার হত্যার ষষ্ঠবার্ষীকী ও শিক্ষক দিবসে স্মরণ করছি  কুয়েটের লালন শাহ হলের প্রভোস্ট ও ইসিই ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. সে...
07/10/2025

আবরার হত্যার ষষ্ঠবার্ষীকী ও শিক্ষক দিবসে স্মরণ করছি কুয়েটের লালন শাহ হলের প্রভোস্ট ও ইসিই ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. সেলিম হোসেন এর কথা। কাকতালীয়ভাবে ওনার বাড়ি ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।

ঘটনা ২০২১ সালের। ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ কয়েকজন ছাত্র তাঁদের মনোনীত প্রার্থীকে ডাইনিং ম্যানেজার করার জন্য হল প্রভোস্ট ড. সেলিম হোসেনকে নিয়মিত চাপ প্রয়োগ করে আসছিলেন। ওই বছর ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কুয়েট ছাত্রলীগ নেতা সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বাধীন ছাত্ররা ক্যাম্পাসের রাস্তা থেকে ড. সেলিম হোসেনকে জেরা করা শুরু করেন। তাঁরা ওই শিক্ষককে তাঁর ব্যক্তিগত কক্ষে (তড়িৎ প্রকৌশল ভবন) যেতে বাধ্য করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনুমানিক ৩০-৪০ জন প্রায় আধাঘণ্টা ওই শিক্ষকের সঙ্গে রুদ্ধদ্বার ছিলেন । এরপর শিক্ষক সেলিম বিধ্বস্ত অবস্থায় দুপুরে খাবার খেতে ক্যাম্পাসসংলগ্ন বাসায় যান। বিকেল ৩টার দিকে স্ত্রী লক্ষ করেন তিনি বাথরুম থেকে বের হচ্ছেন না। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার ১৫ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে ওনার লাশ তুলা হয়। পত্রিকা ঘেটে এই ঘটনার ৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা ছাড়া বিচারের কোন আপডেট পেলাম না।
© Suzit Hasan Nayem

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আজ থেকে প্রায় ছয় বছর আগে। ঠিক তে...
07/10/2025

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আজ থেকে প্রায় ছয় বছর আগে। ঠিক তেমনি, কুয়েটেও ছাত্রলীগের হাতে নির্মমভাবে আহত হয়েছিলেন ছাত্র জাহিদুর রহমান। তাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা।

আবরার আজ আমাদের মাঝে নেই, কিন্তু আল্লাহর রহমতে জাহিদ এখনো বেঁচে আছেন। তবে আজও তার পায়ে গুরুতর সমস্যা রয়ে গেছে — ঠিকভাবে হাঁটতেও কষ্ট হয় তার।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যখন জাহিদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছিলেন, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রতিকারমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে থানায় সোপর্দ করে এবং তার বিরুদ্ধেই মামলা দায়ের করে।

আজও জাহিদ তার ন্যায্য বিচার পাননি।
এর চেয়ে বড় লজ্জা ও অবিচার আর কী হতে পারে?

06/10/2025
05/10/2025

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং অবমাননাকারীর শাস্তির দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

05/10/2025

কোরআন তেলাওয়াতে মুখরিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

05/10/2025

NSU তে পবিত্র কোরআন শরীফ অবমাননাকরীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।

📅 ৫ অক্টোবর, রবিবার, রাত ৯:৩০ মিনিট
📍 SWC, KUET।

05/10/2025

কুরআন অবমাননার প্রতিবাদে 'আল্লাহু আকবার '
ধ্বনিতে মুখর নর্থ সাউথ ইউনিভার্সিটি...

অপরাধীকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
05/10/2025

অপরাধীকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

05/10/2025

Indian Youtubers and ChatGPT কে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when KUET Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share