Shahin Akon

Shahin Akon Digital creator

পাখির ঘুম না ভাঙলেও! প্রবাসীদের ঘুম ভাঙ্গে।
23/11/2025

পাখির ঘুম না ভাঙলেও! প্রবাসীদের ঘুম ভাঙ্গে।

25/07/2025

যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে
সে নিশ্চিত ভাবে অন্যের সামনে তোমার নিন্দা করে😊 কথা ফাইনাল 🤔

04/07/2025

সবকিছু মিলিয়ে আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ 🤲

📢 একটি যুগান্তকারী পরামর্শ বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য 🇧🇩(লেখাটি অন্তর্বর্তীকালীন সরকার ও সচেতন নাগরিকদের প্রতি খ...
02/06/2025

📢 একটি যুগান্তকারী পরামর্শ বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য 🇧🇩

(লেখাটি অন্তর্বর্তীকালীন সরকার ও সচেতন নাগরিকদের প্রতি খোলা আবেদন)

বর্তমানে আমাদের দেশে ভোট ও নির্বাচনে ব্যাপক খরচ, বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগ অহরহ। তাই একটি প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও নিরাপদ পদ্ধতির প্রস্তাব দিচ্ছি:

✅ প্রস্তাব:
প্রতিটি নাগরিক যখন ভোটার হয় (১৮+), তখন তাকে সরকারি নিবন্ধিত একটি জাতীয় ভোটার সিম (যেমন: টেলিটক) বাধ্যতামূলকভাবে প্রদান করা হবে।

🗳️ ভোট দেওয়ার পদ্ধতি হবে অত্যন্ত সহজ:
নির্বাচনের দিনে সরকার ঘোষিত একটি নিরাপদ নম্বরে, সেই ভোটার নিজ মোবাইল থেকে মাত্র একটি এসএমএস করেই নিজ ঘরে বসে ভোট দিতে পারবে।--

🌟 এই পদ্ধতির মূল সুবিধাসমূহ:

✔️ ভোট কেন্দ্র, মারামারি, জাল ভোট, কেন্দ্র দখল — সব বন্ধ
✔️ সরকারি খরচ, প্রার্থীদের খরচ, প্রশাসনিক ঝামেলা — সব কমবে
✔️ ভোটারদের অংশগ্রহণ বাড়বে — কেউই আর বঞ্চিত হবে না
✔️ নির্বাচন হবে শান্তিপূর্ণ, আধুনিক ও নিরাপদ
✔️ ভোট দেওয়া যাবে কর্মস্থলে বসেই, কোনো ছুটি লাগবে না--

🛡️ নিরাপত্তা নিশ্চিতে:

প্রতিটি সিম হবে বায়োমেট্রিক রেজিস্ট্রারভুক্ত

এসএমএসের মাধ্যমে OTP বা সিকিউরিটি কোড সংযুক্ত থাকবে

শক্তিশালী সরকারি সার্ভার এবং নজরদারি থাকবে--

📢 এই ডিজিটাল ভোটিং পদ্ধতি বাস্তবায়ন করলে, বাংলাদেশ সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে — একটি আধুনিক, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ হিসেবে।

এই চিন্তাটি একজন সচেতন নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মতামত, যা আমি দেশের প্রতি ভালোবাসা থেকেই প্রকাশ করছি।
আমি চাই, এই প্রস্তাবটি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং দেশের সকল গণমাধ্যমের নজরে আসুক।

👉 আপনিও যদি সমর্থন করেন — একটি শেয়ার, একটি মন্তব্যে যুক্ত হোন এই নতুন বাংলাদেশের স্বপ্নে!

✍️ — একজন সচেতন বাংলাদেশি নাগরিক
#ভোট_বিপ্লব #ডিজিটাল_নির্বাচন #ভবিষ্যতের_বাংলাদেশ

25/04/2025

I'm sorry I couldn't post because I was busy for a few days.

19/04/2025

বর্তমান দেশের সংকটময় মুহূর্তে, আমরা চাই স্থিতিশীলতা – চাই উন্নয়ন।
ড. মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য নেতৃত্বকে আরও সময় দেওয়া হোক।
নির্বাচনের নয়, এখন দরকার ‍সমঝোতা, সংলাপ আর সঠিক দিকনির্দেশনা।
আমরা বিশ্বাস করি, দেশের উন্নতি এবং শান্তির জন্য ড. ইউনূস হতে পারেন একমাত্র আশার আলো।

এই পোস্টটি শেয়ার করুন, আপনার টাইমলাইনে পোস্ট করুন – একসাথে আমরা গড়ে তুলবো গণজোয়ার।

#ডক্টরইউনূস #উন্নয়নচাই #নির্বাচননয়এখনসমাধান #গণজোয়ার

দ্বিতীয় বারের মতন আবার সকলকে জানাচ্ছি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক। Shahin Akon
31/03/2025

দ্বিতীয় বারের মতন আবার সকলকে জানাচ্ছি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক। Shahin Akon

13/03/2025

আগামীকাল থেকে নাকি বাংলাদেশের পূর্ণগ্রাফি সাইট বন্ধ করা হবে এরকম একটি খবর প্রকাশিত হচ্ছে!
আদৌ পক্ষে এটি কি সম্ভব? যেই দেশে প্রধান উপদেষ্টা কে নিয়ে তার ছবি ব্যবহার করে জুয়া খেলার অ্যাড প্রমোট করা হয়, সেই দেশে পূর্ণ গ্রাফি সাইট বন্ধ করা হবে এটা স্বপ্নের মতন, এরকম বহুৎ বার এর আগে শুনেছি পর্নোগ্রাফি সাইট বন্ধ করবে। আদৌ পক্ষে সম্ভব হয়নি। কিভাবেই বা সম্ভব হবে- আইটি বিভাগে দক্ষ লোক না বসিয়ে অদক্ষ লোক বসিয়েছেন- যারা বিন্দু পরিমানে আইটি সম্পর্কে ধারণা নাই আমার কাছে ব্যক্তিগতভাবে এটি মনে হলো, কারণ তত্ত্বাবধায়ক সরকার মোঃ ইউনুস বসার পরেই ফেসবুকে এবং বিভিন্ন প্লাটফর্মে ডাক্তার ইউনুস এর ছবি ব্যবহার করে তারা জুয়া খেলার অ্যাড প্রমোট করছে, যদি আইটি বিভাগ সচেতন হতো এবং তারা যোগ্য হতো-তাহলে এটি বন্ধ হয়ে যেত- এতদিন ধরে এটি তাদের নজরে অবশ্যই এসেছে কিন্তু তারা এটি বন্ধ করতে পারে নাই।
👍 আপনার মতামত কি তা আমাদেরকে প্রকাশ করুন।

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Akon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share