Araf and Ariba Babu আরাফ ও আরিবা বাবু

Araf and Ariba Babu আরাফ ও আরিবা বাবু I like to create video about our children and our lifestyle.

18/03/2025

মাশাআল্লাহ।
আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন।
আমাদের আরাফ অনেক কিছু শিখছে।
সবাই ওর জন্য দোয়া করবেন।

21/02/2025

বিয়ে একটু দেরীতে হোক, সঙ্গী ধীরভাবে আসুক তবু মাম্মাস বয় কোনো নারীর জীবনে না আসুক। একজন পুরুষ হবে দায়িত্বশীল, বিশ্বস্ত হাত আর ভরসার কাঁধ। তা না হয়ে যদি সে বিয়ের পরেও মায়ের আঁচলের নিচে থাকে, প্রতিটি সিদ্ধান্তে অন‍্যের উপর নির্ভর করে থাকে, কি খাবে, কি পরবে, কোথায় যাবে, কখন যাবে , সব যদি অন‍্য কেউ ঠিক করে দেয় তবে দিনশেষে ভুক্তভোগী হয় সেই মানুষটা যার সাথে তার বিয়ে হবে।

বর্তমানে জেনারেশনটাই এমন, এরা খাটতে জানেনা, গ্লাসে পানি ঢেলে খেতে জানেনা, বাজার চেনেনা, মাছের গন্ধে নাক ধরে বলে উফফ মাম্মি কি ডার্টি!!
কখনো কখনো তো তিন ছেলেমেয়ের বাপ হয়ে যায় তবু আক্কেল হয় না।

আমাদের প‍্যারেন্টিং এ যেন এমন ভুল না হয়। বাচ্চাকে স্বর্গের জগত থেকে টেনে নামিয়ে বাস্তবতা দেখিয়ে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি।

#ইসলাম

14/02/2025

শবে বরাতের পুরো এই রাতে,দিনে-কি আমল করবো?? অন্যের পেছনে লাগা বন্ধ করতে হবে,হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে,মুশরিকের খাতা থেকে নাম কাটতে হবে তবেই শবে বরাতের রাতের ফজিলত ইনশাআল্লাহ পাবো।

এইযে শবে বরাতের রাত(মধ্য শাবানের রাত) চলে আসলো,আমরা হয়ত অনেকেই রাতভর আমল করবো একটু ক্ষমার আসায়। কেউ না জেনে বুঝেই যেন বিদআতপূর্ন আমলে জড়িয়ে না যাই।

আর সবচে বড় কথা মহান রবের যেই সাধারন ক্ষমার আশা আমরা করছি,সেই ক্ষমা ততক্ষন পাওয়া সম্ভব না যতক্ষন অন্তরে হিংসা থাকবে-বিদ্বেষ থাকবে-শির্ক থাকবে-বিদআত থাকবে।

রাত জেগে আমল করলাম কিন্তু ঠিকই ভেতরে ভেতরে অন্যের পেছনে কামড় দিয়ে লেগে থাকলাম তো লসসস….

জীবনকে সুন্দর করতে হবে,ভীষন সুন্দর!! যতটা সুন্দর করলে মৃত্যুও সুন্দর হবে…॥

12/02/2025

মাশাল্লাহ, আরাফ এখন তাওবা,দোয়া-দুরুদ প্রায়ই পড়ে। বাচ্চার মুখে গানের চেয়ে দোয়া'ই ভালো মানায়। সন্তানকে তাওবা করা শেখান, দোয়া করা শেখান। আপনি মারা গেলে যেনো দোয়া করতে পারে।
#ইসলাম

11/02/2025

যে ব্যাক্তি আল্লাহর উপর প্রবল আস্থা রাখে,আল্লাহ তায়ালা তাঁর কোনো ইচ্ছে অপূর্ণ রাখেন না, সুবহানাল্লাহ!🥰❤️‍🩹

11/02/2025

পুরোদস্তর একজন স্টাবলিস ছেলেকে বিয়ে করলে অভাব অনটন কম পোহাতে হয়,প্রয়োজনীয় চাহিদাগুলো ঠিকঠাকভাবে মেটানো যায় ঠিকই তবে! তবে সেই পুরুষ মানুষটির উপরে নিজের ততটা আধিপত্য থাকেনা,তার নিজস্ব গন্ডিতে হুট করে ঢুকে পড়া যায়না,টাকা পয়সা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ন সিদ্ধান্তে সহজে হস্তক্ষেপ করা যায়না।

কারন হতে পারে এটা যে, একজন পরিপক্ক পুরুষ মানুষ নিজের জীবন সঠিকভাবে গুছিয়ে অন্যের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছে,অতএব তার অভিজ্ঞতা বেশ! কারন এটাও হতে পারে পুরুষটি চায়না নিজের নূন্যতম স্বাধীনতাটুকু হারিয়ে যাক,তার উপার্জন কিংবা সিদ্ধান্তগুলোতে অন্য কেউ হস্তক্ষেপ করুক! এটাও মনে করতে পারে এইযে তার জীবনের সফলতাটুকুর ভাগিদার সে নিজে!

এক্ষেত্রে হয়ত সময় প্রয়োজন,বিশ্বস্ততার জায়গা এবং নির্ভরশীলতা অর্জন করা প্রয়োজন। একসাথে দুটি মানুষের পারস্পরিক বোঝাপড়াটা জরুরী। এটা মেনে নিতে হবে,সম্পর্কে সময় দিতে হবে,ছাড় দিতে হবে।

অন্যদিকে নারী যদি প্রায় শূন্যপকেটের কোনো পুরুষ মানুষের হাত ধরে,তার জীবনের দুঃখময় সময়গুলোতে সঙ্গ দেয়,আর্থিক দূর্দশা কিংবা মানসিকভাবে সমর্থন করে পাশে থাকে তবে তার জায়গাটা একটু আলাদাই হয়। প্রকৃতিগতভাবেই যে মানুষটি সমস্ত দুখ,না পাওয়া সহ্য করে,সুখ বিসর্জন দিয়ে জীবনে থেকে যায়,ছোট হতে বড় হওয়ার লম্বা এই সফরে হাতে হাত রাখে তার প্রতি কৃতজ্ঞ হওয়াটাই তো স্বাভাবিক!! যদি কোনো পুরুষ এই অবদান ভুলে যায় তবে সে চরম অকৃতজ্ঞ একজন মানুষ।
(হতে পারে এখন আপনার সঙ্গী নিঃস্ব,তবে আল্লাহ চাইলে একদিন সুদিন আসবে।)

সবকিছু ছাড়িয়ে বুদ্ধিমান তো তারাই যারা জীবন থেকে আফসোস এবং অভিযোগ সরিয়ে সুখী থাকতে পারে। একে অপরের প্রতি কৃতজ্ঞ হয়ে,সুখে দুখে পাশে থাকতে পারে। জীবন সংক্ষিপ্ত,খুবই সংক্ষিপ্ত! এখানে অকৃতজ্ঞ হওয়া যাবেনা!!

04/02/2025

আপনার বোন বা বান্ধবী যেই আপনার বাসায় আসুক,সে পর্দা করুক বা না করুক কখনো আপনার স্বামীর পাশাপাশি চেয়ারে খেতে দিবেন না,স্বামীর সামনে যেতে দিবেন না,এমনকি ভুলক্রমেও যেন সামনে না আসে সেই ব্যবস্থা করবেন সেখানে সংস্পর্শ বহু দূর কি বাত! আরেকটি বিষয় নিশ্চিত করুন এই যে দীর্ঘদিন যেন আপনার বাসায় তাদের অবস্থান না থাকে।

নিজের বোন,কাজিন বা বান্ধবী এই প্রতিটি নারী থেকে নিজ স্বামীকে দূরে রাখবেন। আপনার আপন মায়ের পেটের বোনের সাথেও যেন অপ্রয়োজনীয় কোনো কথা না বলে এবং বান্ধবীদেরকে তো সে চিনবেই না। হাসি তামাশা ঠাট্টা মশকরা করা তো বহু দূরের ব্যাপার।

গ্রামের প্রায় মুরব্বিই বলে আগুন আর ঘি পাশাপাশি রাখতে নাই।স্বামীর কাছাকাছি অন্য মহিলাদের আসাটা তারা পছন্দ করেনা। ধর্মীয় জ্ঞান থাকুক বা না থাকুক তারা তাদের অভিজ্ঞতা থেকে এটা জানান দেয় যে পরপুরুষের সাথে অন্য মহিলার কিসের এতো কথা! কিসেরই বা ঢলাঢলি!!

ঘুরতে যাওয়া,একসাথে বদ্ধ ঘরে বসে গল্প করা,গায়ে হাত দিয়ে কথা বলা,উচ্চস্বরে হাসা এগুলো সমাজে একদম সাধারন একটি বিষয়। কোনো লজ্জা ছাড়াই এটা স্বাভাবিক নিয়ম! স্ত্রীরাও এটা দেখে,মেনে নেয়,কিছু মনেই করেনা,ভেবে নেয় যেন এটাই হবার ছিলো! অথচ কত সংসার ভেঙে যায়, বিচ্ছেদ হয়, কতজনে নীরবে হ্যারাস হয়! এই সমাজে বহু ব্যাডা বেডি আছে যারা সুযোগ পায়না বলে ভালো আছে,আর যেগুলি সুযোগ পায় সেগুলি একদম আগুন জ্বালিয়ে দেয়। বহু মহিলা আছে একদম গায়ে পড়া স্বভাবের,এদের থেকে স্বামীকে দূরে রাখার চেষ্টা করুন।

কিছু জিনিস আছে যা একান্তই আমার।জরুরী নয় যে বান্ধবীর সাথে আপনার স্বামীর হেসে দুটো কথা বলতে হবে।তার সাথের সম্পর্ক আপনি পর্যন্তই যথেষ্ট। এমনও না যে কাজিনদের সাথে ঠাট্টা মশকরা না করলে জাত মান চলে যাবে কিংবা বোনের সাথে দূরত্ব রাখলে আপনাদের সম্মান ডুবে যাবে। যদি সম্মান,জাত মান চলে যায় তবে যেতে দিন।

অনেক পরিবারেই এটা নিয়ে অশান্তি হতে পারে যে কি হয় একটু কথা বললে বা উমুক তো বোনের মতোই। ঝগড়াঝাটি বাঁধতে পারে,মনমালিন্য হতে পারে। আপনার পক্ষের বোন বান্ধবীরাও অখুশি হতে পারে। সবকিছু হতে দিন,কথা বলা বন্ধ থাকলে থাকুক,দিন তিনেক তুমুল ঝামেলা চললেও আপনি নিশ্চিত করুন যে আগুন আর ঘি আপনি পাশাপাশি আসতে দিবেন না।

এতে চরিত্র এবং সংসার দুটোই বাঁচবে ইনশাআল্লাহ্!
and Ariba Babu আরাফ ও আরিবা বাবু

Address

Holding/369, Road/Jessore Road, Daulatpur
Khulna
9202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf and Ariba Babu আরাফ ও আরিবা বাবু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share