Desh Bangla News

  • Home
  • Desh Bangla News

Desh Bangla News Being on the forefront of catering truth, deshbanglanews, the young Bengali daily brings the latest from in and around the world, to your desktop/mobile.

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন /// যারা মরতে চায় তাদের কেউ মারতে পারে না : আলোচনা সভায় পিবিপ্রবি উপাচার্যপিরোজপুর প...
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন /// যারা মরতে চায় তাদের কেউ মারতে পারে না : আলোচনা সভায় পিবিপ্রবি উপাচার্য
পিরোজপুর প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ০৫ আগস্ট খ্রি. মঙ্গলবার সকাল ১১.০০ টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যারা এই আন্দোলন অংশগ্রহণ করেননি। কোনো ব্যানার ছাড়াই তারা অংশ নিয়েছে। এমনকি স্কুল-কলেজের ছোট ছোট বাচ্চারা যেভাবে আবাবিল পাখির মতো রাস্তায় নেমে এসেছিল তা ছিল অকল্পনীয়। সবাই যেন মৃত্যুর জন্য সেদিন রাস্তায় নেমেছিল। যারা মরতে চায় তাদের কেউ মারতে পারে না বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্তত ১,৪০০ ছাত্রজনতা এই আন্দোলনে জীবন দিয়েছেন। এমনকি ৫ আগস্ট যেদিন সরকার পদত্যাগ করে সেদিনও বিকেল ৩টার পর মাত্র আধাঘণ্টার মধ্যে ৫২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বিবিসি বাংলার খবরে উঠে আসে। এ ছাড়া সাভারে ৬ জনকে পুড়িয়ে মারা হয়েছে। নিরীহ ও নিরস্ত্র ছাত্রজনতার ওপর এমন নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞ ১৯৭১ সালকেও হার মানায়।

অধ্যাপক শহীদুল ইসলাম আরও বলেন, সকলের সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ১৯৫২ সালে যুদ্ধ করেছি, ১৯৭১-এ করেছি, ১৯৯০ সালে করেছি, সর্বশেষ ২০২৪ সালে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা আর যুদ্ধ করতে চাই না। আমরা নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর ও নিরাপদ দেশ রেখে যেতে চাই। যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেই চেতনা আমরা সবাই ধারণ করবো। সকলে ঐক্যবদ্ধ থেকে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠন করবো। এটাই হোক জুলাইয়ের অঙ্গীকার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও ডেইলি অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে পরিসংখ্যান বিভাগের রিফাত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের মীম আক্তার, সিএসই বিভাগের মারুফ হোসেন ও গণিত বিভাগের শাদাব হাসিন বক্তব্য দেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ঐক্য ও সর্বস্তরের ছাত্রজনতার ত্যাগের ফসল। এই আন্দোলন আমাদের অধিকার, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তুলেছে। জুলাই আমাদের শিখিয়েছে যেখানে অন্যায় দেখব, সেখানেই প্রতিবাদ করতে হবে। এ ছাড়া তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চ নাটক, নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ফুটিয়ে তোলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম আবু জাফর

পিরোজপুর

০১৭৬২২৬৭৮১১

 #খুলনাবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মুসল্লীদের জুতা চুরি করে পালানোর সময়ে হাতেনাতে আটক চারজন। পরে তাদেরকে পুলিশ...
01/08/2025

#খুলনাবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মুসল্লীদের জুতা চুরি করে পালানোর সময়ে হাতেনাতে আটক চারজন। পরে তাদেরকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি-২০২৫ এর আলোকে রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা এর শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতায় অ...
30/07/2025

জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি-২০২৫ এর আলোকে রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা এর শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনার প্রবেশদ্বার খ্যাত রূপসা ব্রীজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত মেইন সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হওয়ায় অত্র...
30/07/2025

খুলনার প্রবেশদ্বার খ্যাত রূপসা ব্রীজ থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত মেইন সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হওয়ায় অত্র এলাকার মানুষ চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে!ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের খামখেয়ালীপনা এবং কেডিএ-এর উদাসীনতায় নির্মানাধীন অত্র সড়কের কাজ দীর্ঘ বছর বন্ধ থাকায় সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে!দ্রুত সড়কটির সংস্কার এবং চলাচলের উপযোগী করে নির্মান কাজ শেষ করার দাবীতে ৩০ এবং ৩১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আজ ৩০জুলাই মানববন্ধনের আয়োজন করা হয়।মহানগর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক,খুলনা সদর আসনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব শফিকুল আলম তুহিন উক্ত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে ৩০নং ওয়ার্ড কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।এসময় খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব চৌ: হাসানুর রশিদ মিরাজ,৩০নং ওয়ার্ড বিএনপির ভার: সভাপতি কবির হোসেন,সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগীর,সাংগঠনিক সম্পাদক শেখ মাহদী হাসান লিটন,৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমীন আহমেদ,জাসাস খুলনা মহানগর সদস্য সচিব (ভার) কাজী জলিল সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিসিবির সাবেক সভাপতি জনদরদী,জননেতা জনাব মোহাম্মদ আলী আজগর লবী ভাইয়ের বনানী অফিসে কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম- সাধা...
29/07/2025

বিসিবির সাবেক সভাপতি জনদরদী,জননেতা জনাব মোহাম্মদ আলী আজগর লবী ভাইয়ের বনানী অফিসে কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম- সাধারন সম্পাদক ভাই তৌফিকুর রহমান তপু ভাইয়ের সৌজন্য সাক্ষাত।

27/07/2025
খুলনা কদমতলায় ডাচবাংলা এজেন্ট ব্যাংকে বোরকা পরে ডাকাতির কালে জনতার হাতে আটক হয় এক যুবক। আজ ২৪/০৭/২০২৫ তারিখ  খুলনা মহা...
24/07/2025

খুলনা কদমতলায় ডাচবাংলা এজেন্ট ব্যাংকে বোরকা পরে ডাকাতির কালে জনতার হাতে আটক হয় এক যুবক।

আজ ২৪/০৭/২০২৫ তারিখ খুলনা মহানগরীর সদর থানাধীন রেলওয়ে এপ্রোচ রোড় কদমতলা ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিং এ বোরকা পরিহিত অবস্থায় মাসুদ রানা সাজ্জাদ(৩২), পিতা- হালিম মোল্লা, সাং- চিতলমারি, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট ব্যাংকে প্রবেশ করে কদমতলা ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার স্বত্বাধিকারী বেলায়েত হোসেন বকুল কে দেশীয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে হাত পা বেঁধে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় বেলায়েত হোসেনের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন মাসুদ রানা সাজ্জাদ কে ধরে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় ব্যাংক থেকে ডাকাতি হওয়া টাকা পয়সা উদ্ধার হয়েছে। #ডাকাত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডি...
24/07/2025

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

নগরীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহতনিজস্ব প্রতিবেদক |১০:১৪ পি.এম | ২১ জুলাই ২০২৫নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪...
21/07/2025

নগরীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক |
১০:১৪ পি.এম | ২১ জুলাই ২০২৫

নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত দশটার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭ নং রোডের ৩০৬ নং বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকিরের মশার কয়েলের ডিলার শীপ ছিলো। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিয়ের ১৭ বছর পর তার একটি মেয়ে হয়। তার বয়স ৫ বছর।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে তার দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে।’

খুলনায় মদ্যপানে ৫ জনের মৃত্যু : সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা আটকনিজস্ব প্রতিবেদন |০২:০৩ এ.এম | ২০ জুলাই ২০২৫খুলনায় ঘরে ত...
20/07/2025

খুলনায় মদ্যপানে ৫ জনের মৃত্যু : সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদন |
০২:০৩ এ.এম | ২০ জুলাই ২০২৫

খুলনায় ঘরে তৈরি দেশী মদ খেয়ে শালা-দুলাভাইসহ ৫ জনের মৃত্যুর পর সেই মদ তৈরিকারক ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের বাড়ি থেকে শেখ মোসলেম আলি (৭৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মোসলেম আলি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। মাতৃশোধন হোমিও ফার্মাসি নামে তার একটি ওষুধের দোকান রয়েছে। এর আড়ালে তিনি বাড়িতে বসে বিভিন্ন উপকরণ দিয়ে মদ তৈরি করতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, মোসলেম আলী এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন। আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন সেই মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও ৪ জন মারা যান। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতাকে আটক করা হয়েছে।

এর আগে সেই মদ থেকে শুক্রবার রাতে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেটের সামনের বাসিন্দা তোতা মিয়া মারা যান। স্বাভাবিক মৃত্যু ধরে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়।

শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকালে বয়রা শেরের মোড় এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহল মল্লিক বাড়ির বাসিন্দা সাজ্জাদ মারা যান। মদ পানে গুরুতর অসুস্থ বয়রা দাশপাড়া এলাকার বাসিন্দা সনু খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দু’জনকে ভর্তি করা হয়েছে।

'আপ বাংলাদেশ' এর পক্ষ থেকে শহীদ  সাকিব রায়হানের জন্য বাড়ির পার্শ্ববর্তী মসজিদে দোয়া অনুষ্ঠান'আপ বাংলাদেশ' খুলনা মহানগর ও...
20/07/2025

'আপ বাংলাদেশ' এর পক্ষ থেকে শহীদ সাকিব রায়হানের জন্য বাড়ির পার্শ্ববর্তী মসজিদে দোয়া অনুষ্ঠান

'আপ বাংলাদেশ' খুলনা মহানগর ও খুলনা জেলা এর পক্ষ থেকে খুলনা নগরীর নবপল্লী এলাকায় অবস্থিত শহীদ সাকিব রায়হানের বাড়ির পাশ্ববর্তী 'বাইতুল আকাবা জামে মসজিদে' ১৯ জুলাই মাগরিব বাদ দোয়া আয়োজন করা হয়।

এসময় দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'আপ বাংলাদেশ' এর কমিউনিকেশন টীম সদস্য ফয়জুল্লাহ ইকবাল শাকিল, শাকিল আহমেদ, রুহুল আমিন, শুভ সিফাত সহ আরোও অনেকে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Desh Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Bangla News:

  • Want your business to be the top-listed Media Company?

Share