
14/07/2024
ইং-১৩/০৭/২০২৪ তারিখ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২০ (বিশ) বোতল অ্যালকোহল ’সহ ০১(এক) জন গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ
গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৩/০৭/২০২৪ তারিখ পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন হাসানপুর গ্রামস্থ মধুপুর কলেজগামী পাঁকা রাস্তার উপর হতে ১৩/০৭/২০২৪ খ্রিঃ তারিখ ০৭.৫০ টার সময় আসামী ১। শামীম হোসেন (২৫), পিতা- মাফিজুর রহমান, সাং-মধুপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে ধৃত করেন। ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ২০(বিশ) বোতল অ্যালকোহল উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।