Hakim

Hakim Assalamualaikum. Studying Bachelor of Arts (B.A. Hons.) in English at Khulna Khan Bahadur Ahsanullah University, Khulna, Bangladesh

02/10/2025
30/09/2025

জান্নাতবাসী হোক😢
Shovon Shuvo

কতটা জঘন্য, জানোয়ার,টোকাই, বস্তির পোলা হলে এমন কথা বলতে পারে একজন শিক্ষিকাকে। এই Razzak Munshi একজন বিএনপিপন্থী। কিছু কি...
09/09/2025

কতটা জঘন্য, জানোয়ার,টোকাই, বস্তির পোলা হলে এমন কথা বলতে পারে একজন শিক্ষিকাকে। এই Razzak Munshi একজন বিএনপিপন্থী। কিছু কিছু মানুষ এদেরকে কি দেখে সাপোর্ট করে বুঝিনা

17/06/2025

ধন থাকা বড় কথা নয়, তা সঠিক কাজে ব্যবহার করাই বড়।

Jamsetji Tata

3 Mar, 1839-19 May, 1904

FATHER OF INDIAN INDUSTRY

03/06/2025

আমি মানুষকে বয়স দেখে নয়, আচরণ এবং কাজ দেখে সম্মান করি।
মানুষের আচরণ সুন্দর হওয়া উচিত! প্রকৃতপক্ষে মানুষের দম্ভ, অহংকার করার মতো কিছুই নেই। ভালো আচরণ, ভালো কর্ম, মানুষের জন্য কিছু করা এগুলোই একজন মানুষকে মহান মানুষ হিসেবে পরিচিত করে। এগুলো করতে পারলেই দম্ভ, গর্ব সোভা পায়। সৃষ্টিকর্তার ইবাদত এবং সৃষ্টির সেবা করাই সৃষ্টিকর্তার নির্দেশ,মানুষের মূল উদ্দেশ্য সেটাই হওয়া উচিত।

আচরণ সুন্দর করা এবং মানুষের কল্যাণের জন্য ভালো কাজ করা এটাই মানুষকে মহান করে।
শুধুমাত্র টাকা ইনকাম আর গলা অবধি খাওয়া আর তারপর বিদায় নেওয়ার জন্য আপনার জন্ম হয়নি।

সামাজিক কাজ করুন,আপনার গ্রামের উন্নয়নের জন্য ভাবুন এবং কাজ করুন।

23/05/2025

একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। যদিও এটি কতটুকু সত্য আর কতটুকু মিথ, তা নিয়ে প্রশ্ন আছে।

আবার নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে বলেও দাবি করা হয়। এটা কমবেশি সত্য যে নিমগাছ পরিবেশ ঠাণ্ডা রাখে।

নিম গাছ আসলে একটি ব্লেসিং! এটি পরিবেশগতভাবে যেমন উপকারী , তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে।

ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও নিম গাছের রয়েছে।

পরিবেশ শীতল আর বিশুদ্ধ করতে নিমগাছের তুলনা হয় না আসলে!

আপনার বাড়ির চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন, তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে। যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে। তাহলে হবে কী, আপনার বাড়ির তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাবে।

বাড়ির আশেপাশে নিমগাছ লাগিয়ে মাইক্রোক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসির ফিল নেওয়ার সময় এখনই। কারণ বর্ষাকাল চলছে। এই সময়ে বেশি বেশি নিমগাছ লাগিয়ে নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা হতে পারে সেরা একটা আইডিয়া!

09/05/2025

বারবার একটা কথাই বুইড়া খাটাশদের বলে বুঝাইতে পারি নাই।

যে আমাদের জেনারেশনের কোন পলিটিকাল লয়ালিটি নাই। আমাদের একমাত্র লয়ালিটি বাংলাদেশপন্থার সাথে।

এই বাংলাদেশপন্থার বাইরে যে যাবে, সে আমাদের বাপ হলেও কিছু যায় আসে না, আমরা আমাদের বাপের বিরুদ্ধেও দাঁড়াবো।

এইটা আমাদের অস্থিরতা না, এইটা বাংলাদেশপন্থার প্রতি আমাদের অবস্থান।

আমাদেরকে মেরে ফেলতে পারবেন বাট কন্ট্রোল করতে পারবেন না।

শিবির বা বট বলে গালিগালাজ করে লাভ নাই, রাজাকারের বাচ্চা বলে হাসিনা আমাদের থামাতে পারছে?

আমরা মইরা যাবো বাট আমাদের কন্ট্রোল করতে দিবো না। এইটা আমাদের জুলাইয়ের ওয়াদা।

©Sadiqur Rahman khan

যেমন জনগণ তেমন মিডিয়া গোবর অার গোবর
04/05/2025

যেমন জনগণ তেমন মিডিয়া
গোবর অার গোবর

কাশ্মির ঘটনার উত্তেজনার মধ্যে এবার ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পুলিশের ছবি পাকিস্তানি সেনাবাহিনী দাবি করে গুজব ছড়ানো হচ্ছে।

বিস্তারিত:https://www.ekushey-tv.com/social-media/1360873111111161686

04/05/2025

এই দেশের শিক্ষা ব্যবস্থা সবার আগে ঠিক করা দরকার

Chief Adviser GOB
Muhammad Yunus
Shafiqul Alam
Asif Mahmud Shojib Bhuyain, Asif Mahmud
Tarique Rahman
Mirza Fakhrul Islam Alamgir
Dr. Shafiqur Rahman
Nahid Islam
Hasnat Abdullah
Md Sarjis Alam
Aminul Islam
Kamrul Hassan Mamun
RAUFUL ALAM
Sadiqur Rahman Khan
Sarwar Tusher
Rakhal Raha
Dr Tasnim Jara
Elias Hossain
Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য
Zulkarnain Saer
Ministry of Education, Bangladesh
Bangladesh Nationalist Party-BNP
Bangladesh Jamaat-e-Islami

03/05/2025

ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা গভীর ক্যালকুলেটিভ সেন্স ছিলো না, পড়াশোনা করারও টাইম পাইনাই। কিছুদিন যাবত এইটা নিয়ে গভীর এনালাইসিস করলাম যেহেতু আমি আমার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। পার্টে পার্টে না খুলে দেখালে আমার বন্ধুবান্ধবরা বিতর্ক করে তাই ধৈর্য্য সহকারে পুরোটা পড়ার অনুরোধ রইলো...

- ফাইনালি এখন যা বুঝতেছি, Bangladesh just committed one of the most dangerous geopolitical moves in its recent history under the illusion of “humanitarian aid”।

দেশবাসীর অনুমতি ছাড়া, রাজনৈতিক দলগুলার সাথে আলোচনা না কইরা, ইন্টেরিম UN হিউম্যানিটারিয়ান করিডর খুইলা দিছে চট্টগ্রাম-আরাকান রুটে।

আসেন আগে বুঝি “Humanitarian Corridor” আসলে কী। UN এইটারে বলে সাহায্য পাঠানোর রাস্তাঘাট। কিন্তু বাস্তবে ওরা যেইটা বানায়:
➤ এনজিও টাইপ তাঁবু বসে
➤ ইনটেলিজেন্স অফিসার ঢুকে
➤ “মানবিক সহায়তা”র নামে মিলিটারি ম্যাপিং হয়
➤ বিদেশি অস্ত্র, ড্রোন, ডেটা আস্তে আস্তে ঢুকে
➤ কিছুদিন পর সেই অঞ্চল আর নিজের থাকে না

Corridor = Invasion

আসেন কিছু বাস্তব উদাহরণ দেখি — করিডর কেমনে দেশ ধ্বংস করে:

✓ সিরিয়া:
→ "মানবিক সাহায্য"র নামে তাবু বসানো হইছিল।
→ এরপর সেই রাস্তাতেই অস্ত্র ঢুকছে, বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প বসছে।
→ ISIS আর আল-নুসরা এই করিডরের মাধ্যমেই তৈরি হইছে।

✓ ইরাক:
→ "No-fly zone" ছিল কাগজে।
→ বাস্তবে সেই অঞ্চলে US মিলিটারি বেস দিছিল।
→ সাদ্দামের পতনের রাস্তাটা এই ভাবেই বানাইছিল।

✓ লিবিয়া:
→ "Protection corridor" দেয়া হইছিল Qaddafi’র বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য।
→ এক মাসের মধ্যে NATO ওই করিডর দিয়া ঢুইকা পুরা দেশ বোমায় উড়ায়া দিল।

✓ গাজা:
→ "মানবিক সাহায্য" পাঠানোর জন্য Rafah গেটে করিডর খুলছিল।
→ এখন জানেন কী? সেই রাস্তাই মোসাদ-এর লোকজন ঢুকতে ব্যবহার করে।
→ গোপন ইন্টেল, হামাস সদস্যদের লোকেশন, সব কিছু ওই গেট দিয়া বের হয়।

✓ আফগানিস্তান:
→ "সাহায্য দিতে CIA করিডর বানায়" — এই ছুতা দিয়া বেস তৈরি করে।
→ সেখান থেকেই চালানো হইছে ড্রোন হামলা, খুন, আর গোয়েন্দা অপারেশন।

এইগুলা ফ্যান্টাসি না। এইগুলা প্রমাণিত সত্য।

প্রশ্ন হইল —
বাংলাদেশ আজকে করিডর খুলে দিয়া বললো "এইটা মানবতা", তারপর ৬ মাস পরে যদি
→ সেখানে NGO দিয়া মিলিটারি ম্যাপিং হয়,
→ কোন এক রাতে surveillance drone নামে,
→ কোন এক সকালে UN interfaith cleric গিয়ে মুসলিম ক্যাম্পে বক্তৃতা দেয়,
→ আর ২ বছর পরে সেই এলাকাই “safe zone” ঘোষণার নামে দখল হয়,

তখন আপনি আমি কী করতে পারবো?

একই স্ক্রিপ্ট বারবার। শুধু রং আর ভাষা বদলায়।

এই করিডরের পেছনে খেলোয়াড় কারা? আসেন পরিচিত হই:

১। আমেরিকা:
→ চীনের ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস ব্লক করতে চায়
→ সাহায্যের নামে মিলিটারি লজিস্টিক ঢুকাবে
→ “মানবাধিকার” দিয়া স্পাই হাইওয়ে বানাবে

২। ইসরায়েল:
→ আরাকানকে ভাবে সাউথ ইস্ট এশিয়ার স্পিরিচুয়াল গেট
→ মুসলিম জাগরণ শুরু হওয়ার আগেই এখান দিয়ে থামাইতে চায়
→ থার্ড টেম্পলের প্রফেসাইজড জায়গাগুলার একটার ভিতরে চট্টগ্রাম–আরাকান করিডর পড়ে

৩। ভারত:
→ কালাদান মাল্টি-মোডাল প্রজেক্টের ফাইনাল সিল এইখানে
→ উত্তর-পূর্ব বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের জমি ব্যবহার করতে চায়
→ গাজওয়াতুল হিন্দ আসার আগেই পূর্বদিক সীল করে দিতে চায়

প্রশ্ন হচ্ছে, চীন আর রাশিয়া কি চুপ থাকবে?

৪। চীন:
→ ওদের আরাকানে বিলিয়ন ডলারের করিডর আছে (Kyaukphyu Port)
→ UN করিডর মানে ওদের চোখে NATO presence
→ পাল্টা জবাব দিতে পারে স্পাই অপস বা বিরোধী গোষ্ঠী গুলারে ফান্ডিং দিয়া

রাশিয়া:
→ মিয়ানমারকে নিয়মিত অস্ত্র দেয়
→ পশ্চিমাদের ঢুকতে দেখলে স্বাভাবিকভাবে খুশি হবে না
→ ডিপ্লোম্যাটিক চাপে ফেলবে, সরাসরি সংঘর্ষে যাবে না, কিন্তু চুপও থাকবে না

একটা নতুন কোল্ড ওয়ারের রেখা এখন আঁকা হইতেছে আরাকানে।

আরাকান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই জায়গাটা:
→ চীনের বেল্ট অ্যান্ড রোডের গেইটওয়ে
→ বঙোপসাগরের প্রবেশপথ
→ বৌদ্ধ-হিন্দু-মুসলিম জোনের প্রাকৃতিক বাফার
→ সাউথ ইস্ট এশিয়ার মুসলিম পরিচয়ের স্পিরিচুয়াল ফ্ল্যাঙ্ক
→ ভবিষ্যতের গাজওয়াতুল হিন্দের মজবুত র‍্যালি-পয়েন্ট

আরাকান হারানো মানে উম্মাহর পূর্বদিকের ফটক বন্ধ কইরা ফেলা।

আসেন জানি UN এর “মানবিক সাহায্য”র লোগোর আন্ডারে আসলে কারা আছে? এই যে এরা:
→ WFP, WHO, UNHCR = পশ্চিমা গোয়েন্দাদের লেজার স্ক্যানার
→ MSF, Save the Children = ফিল্ড ম্যাপিং + লোকাল মনিটরিং
→ UN Troops = NATO ছায়া বাহিনী, ব্লু হেলমেট পরা দখলদার

তাইলে এই করিডর দিয়া বাংলাদেশ কী পাবে?
→ কিছু ডলার
→ নিজের মাটির ভেতরে surveillance বেস
→ Teknaf আর Naf নদীর পাশে ড্রোন রুট
→ যুদ্ধ হইলে পূর্ব ফ্রন্ট কাদের হাতে থাকবে, আপনিই বলেন
→ ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা UN ম্যানেজড মুসলিম “থিম পার্ক”

একজন মেহমানের জন্য কেউ বাসা বিক্রি করে না। কিন্তু বাংলাদেশ এখন মিলিটারি এলাকা ভাড়া দিছে প্যাকেজ সুদ্ধা।

(সংগৃহীত)

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share