29/08/2025
ওরা আমায় মানুষ হতে বলে
আব্দুল্লাহ আল মামুন
ওরা আমায় মানুষ হতে বলে,
সত্য ন্যায়ের পথকে এড়িয়ে চলে
ওরা চায় আমি কথা নাহি বলি,
অনন্তকাল সহজ সরল হয়ে চলি।
চোখের সামনে দেখি আমি যাহা,
নির্বাক আমি যেন সহে যাই তাহা
আঘাত হেনে মনে লাগে ভয়,
মানুষ হতে গিয়ে মনুষত্যের ক্ষয়।
ওরা আমায় মানুষ হতে বলে,
রঙের খেলায় মেতে ওঠে কৌশলে
সত্যকে বানিয়ে পায়ের ভৃত্য,
মিথ্যেকে বানায় নাট্যমঞ্চের নৃত্য।