Taufiq Reels 0.8

Taufiq Reels 0.8 "কঠোর পরিশ্রম কখনোই বিফলে যায় না।"
"যারা চেষ্টা করে, তারাই সফল হয়।"

সৈনিক জীবন😥
16/07/2025

সৈনিক জীবন😥

কষ্ট ⚔️🇧🇩
18/06/2025

কষ্ট ⚔️🇧🇩

26/05/2025

কি ভয়াবহ এক্সিডেন্ট 😥

13/05/2025

প্রত্যেকটা মুহুর্ত মনে রাখবো। সহজে ভোলা পাত্র আমি না🖕

06/05/2025

নিচে ঘরে তৈরি সেরেল্যাকের রেসিপি দিলাম — এটি একদম নিরাপদ, পুষ্টিকর এবং বাচ্চার হজমের জন্য সহজ। আপনি চাইলে একবার বানিয়ে ফ্রিজে রেখে ৭-১০ দিন ব্যবহার করতে পারেন।

---

ঘরে তৈরি সেরেল্যাক পাউডার (৬+ মাস বাচ্চার জন্য)

উপকরণ (সিম্পল ভার্সন):

চাল (পোলাও বা আতপ) – ১ কাপ

মসুর ডাল – ১/২ কাপ

মুগ ডাল – ১/২ কাপ

মুসুরির ডাল – ১/২ কাপ

খেজুর শুকিয়ে কুচি করে – ২-৩টি (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী:

1. সব উপকরণ ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন।

2. প্রতিটি উপকরণ হালকা ভেজে নিন (মুগডাল হালকা সোনালি হওয়া পর্যন্ত, চাল শুকনা হয়ে গেলে)।

3. ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন।

4. একটি শুকনা, বায়ুরোধী কাঁচের বয়ামে সংরক্ষণ করুন।

---

খাওয়ানোর নিয়ম (এক বেলা খাওয়ানোর জন্য):

১ টেবিল চামচ সেরেল্যাক পাউডার

১/২ কাপ পানি

অল্প গুড় (ঐচ্ছিক)

মিশিয়ে গ্যাসে জ্বাল দিন, ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে খাওয়ান।

---

অতিরিক্ত টিপস:

চাইলে শুকনো ফল (কিশমিশ, খেজুর), বাদাম গুঁড়া (৮ মাসের পর) পরবর্তীতে যোগ করা যাবে।

প্রথমে একরকম শস্য দিয়ে শুরু করুন, ধীরে ধীরে মিশ্রণ বাড়ান।

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন?
06/05/2025

আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন?

সন্তান জন্ম দিলেই কাজ শেষ, যারা এটা ভাবে তারা বৃদ্ধ বয়সে ঐ সন্তানের কাছ থেকে অবহেলা পায় এটা বাস্তব সত্য। আমার প্রথম সন্ত...
05/05/2025

সন্তান জন্ম দিলেই কাজ শেষ, যারা এটা ভাবে তারা বৃদ্ধ বয়সে ঐ সন্তানের কাছ থেকে অবহেলা পায় এটা বাস্তব সত্য। আমার প্রথম সন্তান মেয়ে তার জন্য ভালোবাসা ২য় ছেলে সন্তানের থেকে অনেক বেশি থাকবে। কারন ঐ ১ম মেয়ে সন্তানের জন্যই আমি বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।

কি আর বলবো আগামীকাল বিকালে একটা পিক আপলোড করছি। সকালে উঠে দেখি এই অবস্থা।  এমন চলতে থাকলে তো ৫ তালা বিল্ডিং তুলতে বেশিদি...
05/05/2025

কি আর বলবো আগামীকাল বিকালে একটা পিক আপলোড করছি। সকালে উঠে দেখি এই অবস্থা। এমন চলতে থাকলে তো ৫ তালা বিল্ডিং তুলতে বেশিদিন লাগবে না। অনেকে বলবে এটা Editing। তাদেরকে বলবো 🫵 নিজের চরকায় তেল দাও অন্যের সফলতায় হিংসা করলে তুমিই ধ্বংস হয়ে যাবে।

আলহামদুলিল্লাহ এই মাসের ফেসবুকের পেমেন্ট আগামী মাসে পেইড করবে। ৭০০.৯৮ ডলার যা বাংলা টাকায় ৮৫,১৭১.১৬। কেউ আবার জানতে চাইব...
04/05/2025

আলহামদুলিল্লাহ এই মাসের ফেসবুকের পেমেন্ট আগামী মাসে পেইড করবে। ৭০০.৯৮ ডলার যা বাংলা টাকায় ৮৫,১৭১.১৬। কেউ আবার জানতে চাইবেন না এত ইনকাম কিভাবে করলাম। এটা সিক্রেট। ফেসবুকে ইনকাম আছে শুধু ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে।

আবহাওয়াটা হঠাৎ মেঘলা বৃষ্টি হতে পারে,  আকাশ জানে এই মেঘ বৃষ্টি অল্প সময়ের জন্য, রোদের দেখা মিলবেই। তেমন আমি দিন খারাপ আল...
04/05/2025

আবহাওয়াটা হঠাৎ মেঘলা বৃষ্টি হতে পারে, আকাশ জানে এই মেঘ বৃষ্টি অল্প সময়ের জন্য, রোদের দেখা মিলবেই। তেমন আমি দিন খারাপ আল্লাহ ভরসা দিন ফিরবে আসবে ভালো। অপেক্ষায় প্রহর।

একসময় ২টা পথ দেখলে একটা পথ বেছে নিয়েছি একত্রে একই পথে যাবো তাই।  এখন হিসাবে ৫টা পথ দেখছি কি আজব হিসাব😂😂🫵🫵
03/05/2025

একসময় ২টা পথ দেখলে একটা পথ বেছে নিয়েছি একত্রে একই পথে যাবো তাই। এখন হিসাবে ৫টা পথ দেখছি কি আজব হিসাব😂😂🫵🫵

একটা কথা বলেন তো? সব কি ঠিক ঠাক চলছে নাকি সব উপরের দেখানো অভিনয়😂😂🫵🫵
03/05/2025

একটা কথা বলেন তো? সব কি ঠিক ঠাক চলছে নাকি সব উপরের দেখানো অভিনয়😂😂🫵🫵

Address

Khulna
9205

Alerts

Be the first to know and let us send you an email when Taufiq Reels 0.8 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share