21/03/2024
এসো মিলি প্রাণের টানে,সম্প্রীতির বন্ধনে
মণিরামপুর উপজেলার সকল শ্রেনী-পেশার মুসলিম ভাইদের উদ্যোগে #সম্মিলিত_ইফতার_মাহফিল_২০২৪
আয়োজন করা হয়েছে। সম্মিলিত ইফতার মাহফিলে মণিরামপুর উপজেলার সকল মুসলিম ভাইদের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে এ আয়োজন।
আমাদের এ আয়োজনে শরিক হতে যেসকল স্থান থেকে সরাসরি রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন-----
★ হোসেন ড্রাগ হাউজ
ভূমি অফিসের সামনে, মণিরামপুর বাজার।
★ গল্প কুঠির ক্যাফে
মণিরামপুর মহিলা কলেজ রোড,মোহনপুর।
★ জামান ফার্মা
মণিরামপুর সরকারি হাসপাতালের সামনে,মণিরামপুর।
*এছাড়া অনলাইন ব্যাংকিয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন-----
বিকাশ/নগদ- ০১৯১৮-৬১৬৪০৬ (পার্সনাল)
*রেজিষ্টেশন_শেষ_সময় ২৬ মার্চ ২০২৪।
*হাদিয়া ৫০ টাকা
*তারিখ:- ২৯ মার্চ ২০২৪
*রোজ:- শুক্রবার
*স্থান:- আলিয়া মাদ্রাসা, মণিরামপুর,যশোর।